মানসুর আলি
মানসুর আলি المنصور على | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
মিশরের সুলতান | |||||||||
রাজত্ব | ১২৫৭ – ১২৫৯ | ||||||||
পূর্বসূরি | ইযযুদ্দিন আইবাক | ||||||||
উত্তরসূরি | সাইফুদ্দিন কুতুয | ||||||||
জন্ম | আলি আনু. ১২৪২ কায়রো | ||||||||
মৃত্যু | ১২৫৯ এর পরে | ||||||||
| |||||||||
পিতা | আইবাক | ||||||||
ধর্ম | সুন্নি ইসলাম |
মানসুর আলি (আরবি: المنصور على, উপাধি:মালিকুল মানসুর নুরুদ্দিন আলি ইবনে আইবাক, আরবি: الملك المنصور نور الدين على بن أيبك) (জন্ম: আনু. ১২৪২, কায়রো) ছিলেন তুর্কি বা বাহরি ধারায় মিশরের মামলুক সুলতানদের দ্বিতীয়জন। কিছু ঐতিহাসিক অবশ্য শাজারাতুদ দুরকে মামলুক সুলতানদের প্রথম বলে মনে করেন; সুতরাং, তাদের কাছে মনসুর আলী ছিলেন তৃতীয় মামলুক সুলতান, দ্বিতীয় নন।[১] তিনি ১২৫৭ থেকে ১২৫৯ সাল পর্যন্ত শাসন করেছিলেন, তার পিতা আইবাকের হত্যার পর একটি উত্তাল সময়কালে যা ইসলামি বিশ্বের উপর মঙ্গোলদের আক্রমণের সাক্ষী ছিল।
তথ্যসূত্র
- ↑ (Shayal, p.115/vol.2.)
গ্রন্থপঞ্জি
- শায়াল, জামাল, ইসলামী ইতিহাসের অধ্যাপক, তারিখ মিসর আল-ইসলামিয়াহ (ইসলামী মিশরের ইতিহাস), দার আল-মারেফ, কায়রো 1266,আইএসবিএন ৯৭৭-০২-৫৯৭৫-৬
মানসুর আলি জন্ম: আনু. ১২৪২ মৃত্যু: ?
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী ইযযুদ্দিন আইবাক |
মিশরের সুলতান ১২৫৭ – ১২৫৯ |
উত্তরসূরী সাইফুদ্দিন কুতুয |