মার্কাস বেটিনেলি

মার্কাস বেটিনেলি
২০১৪ সালে অ্যাক্রিংটন স্ট্যানলির হয়ে বেটিনেলি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-05-24) ২৪ মে ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান ক্যাম্বারওয়েল, ইংল্যান্ড
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর ১৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:৫৮, ১৬ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মার্কাস বেটিনেলি (ইংরেজি: Marcus Bettinelli; জন্ম: ২৪ মে ১৯৯২) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির গোলরক্ষক হিসেবে খেলেন।[][]

২০১৫ সালে, বেটিনেলি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

মার্কাস বেটিনেলি ১৯৯২ সালের ২৪শে মে তারিখে ইংল্যান্ডের ক্যাম্বারওয়েলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

বেটিনেলি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

  1. "Men – Team – Chelsea Football Club" [পুরুষ – দল – চেলসি ফুটবল ক্লাব]। chelseafc.com (ইংরেজি ভাষায়)। চেলসি ফুটবল ক্লাব। ১৫ জুন ২০২২। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 
  2. "Chelsea FC Squad Information 2022/2023" [চেলসি ফুটবল ক্লাবের দলের তথ্য ২০২২/২৩]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ৮ জুলাই ২০১৬। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ