মাহমুদ দেওবন্দি
মাহমুদ দেওবন্দি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
মৃত্যু | ১৮৮৬ |
সমাধিস্থল | দেওবন্দ |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
যে জন্য পরিচিত | দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক |
মুসলিম নেতা | |
শিক্ষার্থী |
মাহমুদ দেওবন্দি (মোল্লা মাহমুদ নামেও পরিচিত) (মৃত্যু: ১৮৮৬) একজন ব্রিটিশ ভারতীয় মুসলিম পণ্ডিত যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম শিক্ষক ছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, যিনি মাহমুদ দেওবন্দির প্রথম ছাত্র।[১]
জীবনী
মাহমুদ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কাসেম নানুতুবির সহযোদ্ধা ছিলেন। শাহ আবদুল গনির নিকট তিনি হাদীস অধ্যয়ন করেন।[২] ১৮৬৬ সালে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলে, তিনি এর প্রথম শিক্ষক নিযুক্ত হন।[৩] ১৮৮৬ সালে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত প্রায় বিশ বছর দারুল উলূম দেওবন্দে শিক্ষকতা করেন। [৪] তাকে দেওবন্দে সমাহিত করা হয়।
তার ছাত্রদের মধ্যে রয়েছে মাহমুদুল হাসান দেওবন্দি, আশরাফ আলী থানভী[৪] এবং আজিজুর রহমান উসমানী।[৫]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ মেটক্যাল্ফ, বারবারা (১৯৭৮)। "The Madrasa at Deoband: A Model for Religious Education in Modern India": ১১১–১৩৪। জেস্টোর 311825। ডিওআই:10.1017/S0026749X00008179।
- ↑ আসির আদ্রাভি। তাজকিরাহ মাশহির-ই হিন্দ: কারওয়ান-ই-রাফতা (উর্দু ভাষায়) (২য়, এপ্রিল ২০১৬ সংস্করণ)। দারুল মোল্লাফীন। পৃষ্ঠা ২৪৬।
- ↑ রিজভি, সৈয়দ মেহবুব। তারীখ দারুল উলূম দেওবন্দ (১৯৮০ সংস্করণ)। দারুল উলূম দেওবন্দ। পৃষ্ঠা ৭৩–৭৫।
- ↑ ক খ আসির আদ্রাভি। হযরত শাইখুল হিন্দ: হায়াত অর কার্নামে (উর্দু ভাষায়) (২০১২ সংস্করণ)। শায়খুল হিন্দ একাডেমি। পৃষ্ঠা ৩৯।
- ↑ আশিক ইলাহী বুলান্দশ্রী। "মহান পণ্ডিত, মোল্লা মাহমুদ দেওবন্দী"। আল-আনাকিদ আল-ঘলিয়াহ মিন আল-আসানিদ আল-আলিয়াহ (আরবি ভাষায়)। মক্তবা শায়খ। পৃষ্ঠা ৪১।