মিরিয়ম কুক
মিরিয়াম কুক | |
---|---|
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
মাতৃ-শিক্ষায়তন | সেন্ট অ্যান্টনি কলেজ, অক্সফোর্ড |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
প্রতিষ্ঠান | ডিউক বিশ্ববিদ্যালয় |
প্রধান আগ্রহ | মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্ব অধ্যয়ন |
মিরিয়াম কুক মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্ব নিয়ে গবেষণাকারী একজন আমেরিকান শিক্ষাবিদ। তিনি আধুনিক আরবি সাহিত্য ও প্রকাশ্য ক্ষেত্রে নারীর ভূমিকা সমালোচনা পুনর্মূল্যায়ন উপর গুরুত্ত্ব দেন। তিনি যুক্তরাজ্য থেকে শিক্ষা লাভ করেন [১] এবং মিডল ইস্ট উইমেন স্টাডিজ জার্নালের সহ-সম্পাদক ছিলেন।
তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ের আধুনিক আরবি সাহিত্য ও সংস্কৃতির অধ্যাপক। ১৯৮০ সালে তিনি অক্সফোর্ডের সেন্ট অ্যান্টনি কলেজ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
তথ্যসূত্র
- ↑ "Guests: Miriam Cooke"। Charlie Rose Show online। ৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩।