মুহম্মদ ইবনে ইয়াকুব আল-কুলায়নী
মুহ়ম্মদ ইবনে ইয়াʿক়ুব আল-কুলায়নী | |
---|---|
مُحَمَّد ٱبْن يَعْقُوب ٱلْكُلَيْنِيّ | |
![]() | |
উপাধি | স়িক়াতুল ইসলাম |
অন্য নাম | আবু জাʿফ়র মুহ়ম্মদ ইবনে ইয়াʿক়ুব ইবনে ইসহ়াক আল-কুলায়নী |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | আবু জাʿফ়র মুহ়ম্মদ ইবনে ইয়াʿক়ুব ইবনে ইসহ়াক আল-কুলায়নী আর-রাজ়ী আনু. ৮৬৪ খ্রি. (২৫০ হিজরি) রে, ইরান |
মৃত্যু | আনু. ৯৪১ | (বয়স ৭৬–৭৭) (৩২৯ হিজরি)
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ইরানি |
আদি নিবাস | রে, ইরান |
যুগ | ইসলামি স্বর্ণযুগ |
অঞ্চল | ইরাক ও ইরান |
আখ্যা | শিয়া |
ব্যবহারশাস্ত্র | জাফরি |
ধর্মীয় মতবিশ্বাস | দ্বাদশী |
প্রধান আগ্রহ | হাদিস |
উল্লেখযোগ্য কাজ | কিতাব আল-কাফী |
অন্য নাম | আবু জাʿফ়র মুহ়ম্মদ ইবনে ইয়াʿক়ুব ইবনে ইসহ়াক আল-কুলায়নী |
পেশা | মুহাদ্দিস |
মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত
| |
যাদের প্রভাবিত করেন | |
পেশা | মুহাদ্দিস |
আবু জাʿফ়র মুহ়ম্মদ ইবনে ইয়াʿক়ুব ইবনে ইসহ়াক আল-কুলায়নী আর-রাজ়ী (আরবি: أَبُو جَعْفَر مُحَمَّد ٱبْن يَعْقُوب إِسْحَاق ٱلْكُلَيْنِيّ ٱلرَّازِيّ; আনু. ৮৬৪ – ৯৪১)[১] ছিলেন একজন ইরানি শিয়া মুসলিম পণ্ডিত ও হাদিস সংগ্রাহক।[২][৩]
আল-কুলাইনী উনার "আল-কাফী" গ্রন্থের জন্য প্রসিদ্ধ। এছাড়াও উনার আরো একাধিক গ্রন্থ রয়েছে। যেমন :
- আর-রাদ্দু আলা আল-ক্বারামিতাহ ইউফনাদু ফিহি আকাইদুহুম আল-মুযাইইয়াফাহ
- রাসাইল আল-আয়িম্মাহ
- তা'বির আর-রু'ইয়া
- কিতাব আর-রিজাল
- মা ক্বিলা ফি আল-আয়িম্মাহ মিন আশ-শি'র
- আয-যাঈ ওয়া আত-তাজাম্মুল
- আদ-দাওয়াজিন ওয়া আর-রাওয়াজিন
- আল-ওয়াসাইল
- ফাদ্বল আল-কোর'আন[৪]
তাছারা আল-কুলাইনীর শিক্ষকদের মধ্যে রয়েছেন :[৫]
- মুহাম্মদ বিন ইয়াহইয়া আল-আশ'আরী
- আহমদ বিন ইদ্রিস আল-কুম্মী
- আহমদ বিন আব্দুল্লাহ বিন আহমদ বিন মুহাম্মদ বিন খালিদ আল-বারাক্বী
- আহমদ বিন মুহাম্মদ বিন ঈসা আল-আশ'আরী
- আব্দুল্লাহ বিন জা'ফার আল-হুমাইরী
- হাসান বিন ফাদ্বল বিন ইয়াযিদ আল-ইয়ামানী
- আহমদ বিন মিহরান
- মুহাম্মাদ বিন হাসান আত-তাঈ
- আলি বিন হুসাই ইবন বাবওয়াইহ আল-কুম্মী
- ইবন ফুরুখ আস-সাফফার
- মুহাম্মদ বিন ইয়াহইয়া আল-আত্তার
- ক্বাসিম বিন আলা
- আহমদ বিন মুহাম্মদ বিন সাঈদ আল-হামদানী
তথ্যসূত্র
- ↑ "Shaikh Mohammed bin Yaqoob bin Ishaq Kulaini & Al Kafi @ islam-laws.com"। ২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২১।
- ↑ Frye, ed. by R.N. (১৯৭৫)। The Cambridge history of Iran. (Repr. সংস্করণ)। London: Cambridge U.P.। পৃষ্ঠা 472। আইএসবিএন 978-0-521-20093-6।
- ↑ Sheikh Kulayni, the right keeper of Shia Ahadith mehrnews.com Retrieved 17 Oct 2018
- ↑ রিজাল আন-নাজ্জাশী (পৃ/377), রিজাল আত-তুসী (পৃ/429), মা'আলিমুল উলামা লিইবন শাহর আশওওব (পৃ/134)
- ↑ আল-কুলাইনী ওয়া আল-কাফী লিআব্দির-রাসুল আল-গাফফার (পৃ/166)