মৌলানা আজাদ কলেজ

মৌলানা আজাদ কলেজ
Maulana Azad College
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯২৬: ইসলামিয়া কলেজ
১৯৪৭: সেন্ট্রাল ক্যালকাটা কলেজ
১৯৬০: মৌলানা আজাদ কলেজ
অধ্যক্ষডা. শুভাশীষ দত্ত
ঠিকানা
৮, রাফি আহমেদ কিদোয়াই রোড, কলকাতা, ৭০০০১৩
, , ,
শিক্ষাঙ্গনশহরে অবস্থিত
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttps://maulanaazadcollegekolkata.ac.in/index.php

মৌলানা আজাদ কলেজ (পূর্বনাম ইসলামিয়া কলেজ)[] মধ্য কলকাতায় অবস্থিত একটি সরকারি কলেজ।[] কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[]

শেরে বাংলা এ.কে. ফজলুল হকের উদ্যোগে ১৯২৬ সালের ৯ ডিসেম্বর বাংলার গভর্নর ভিক্টর বুলওয়ার-লিটন, লিটন এর ২য় আর্ল ইসলামিয়া কলেজ নামে এটি নির্মাণ করেন। বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব হাজি মহম্মদ মহসিন কিদোয়াই কলেজ ক্যাম্পাসের জমি দান করেছিলেন। এ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্দেশ্য ছিল কলকাতা তথা পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষাগত উন্নতি সাধন। আজও এই কলেজের ছাত্রদের একটি বড়ো অংশ কলকাতার উর্দুভাষী ও বাঙালি মুসলমানেরা। যদিও বর্তমানে কলেজটি সকল সম্প্রদায়ের জন্য উন্মুক্ত এবং বাঙালি হিন্দু ছাত্ররাও কলেজের ছাত্র সংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ।

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার কলেজটির নাম পরিবর্তন করে সেন্ট্রাল ক্যালকাটা কলেজ রাখেন। পরে ১৯৬০ সালে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আজাদের নামানুসারে কলেজের বর্তমান নাম রাখা হয়।[]

পঠন পাঠন

এই কলেজে প্রাণিবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে।[]

বিশিষ্ট প্রাক্তনী

তথ্যসূত্র

  1. "বেকার হোস্টেলের বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে শ্রদ্ধা"দৈনিক প্রথম আলো। ১৫ আগস্ট ২০১৪। 
  2. "মৌলানা আজাদ কলেজে শুরু কলকাতায় বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্র শুটিং"বাংলাদেশ প্রতিদিন। ৫ এপ্রিল ২০২২। 
  3. "আরবি ভাষা দিবস মৌলানা আজাদ কলেজে"www.aponzonepatrika.com। ১৯ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৪ 
  4. "Maulana Azad College - মৌলানা আজাদ কলেজ"maulanaazadcollegekolkata.ac.in। Archived from the original on ৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৪ 
  5. "M.Sc. Zoology" 
  6. "কলকাতায় বঙ্গবন্ধুর স্মৃতি"প্রথম আলো। ১২ এপ্রিল ২০২০। 

বহিঃসংযোগ