যুবরাজ খতিওয়াড়া

সম্মাননীয়
ড়া. যুবরাজ খতিবড়া
डा. युवराज खतिवडा
সূচনা ও সঞ্চার মন্ত্রালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৬ ফেব্রবরী ২০১৮
রাষ্ট্রপতিবিদ্যাদেবী ভণ্ডারী
প্রধানমন্ত্রীখড়্গপ্রসাদ ওলী
পূর্বসূরীজ্ঞানেন্দ্র বাহাদুর কার্কী
সূচনা ও সঞ্চার মন্ত্রালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ মার্চ ২০২০[]
রাষ্ট্রপতিবিদ্যাদেবী ভণ্ডারী
প্রধানমন্ত্রীখড়্গপ্রসাদ ওলী
পূর্বসূরীগোকুল প্রসাদ বাঁসকোটা
নেপাল রাষ্ট্র ব্যাংকের পঞ্চদশ গভর্নর
কাজের মেয়াদ
২২ মার্চ ২০১০ – ১৯ মার্চ ২০১৫
পূর্বসূরীদিপেন্দ্র বাহাদুর ক্ষেত্রী
উত্তরসূরীডা. চিরঞ্জীবী নেপাল
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৪ অগস্ট ১৯৫৬
জাতীয়তানেপালনেপালি
রাজনৈতিক দলনেপাল কমিউনিস্ট পার্টী
বাসস্থানকাঠমান্ডু, নেপাল
প্রাক্তন শিক্ষার্থীত্রিভুবন বিশ্ববিদ্যালয়
জীবিকারাজনিতিবিদ্ , অর্থবিদ্
মন্ত্রীসভাদ্বিতীয় ওলী মন্ত্রিসভা

ডাঃ যুবরাজ খতিওয়াড়া (নেপালি: युवराज खतिवडा, জন্ম: ১৪ আগস্ট ১৯৫৬), উচ্চারণ:য়ুবরাজ খতিওয়াড়া, একজন নেপালি অর্থনীতিবিদ এবং নেপালের প্রাক্তন অর্থমন্ত্রী, সূচনা ও সঞ্চার মন্ত্রী৷ তিনি নেপাল রাষ্ট্র ব্যাংকের পঞ্চদশ গভর্নর ছিলেন৷ তিনি কলম্বোর ইউএনডিপি আঞ্চলিক কেন্দ্রে তিন বছর (অসার ২০৬৩) অর্থনীতিবিদ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ডাঃ যুবরাজ খতিবড়া বি.স ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত নেপাল সরকার জাতীয় পরিকল্পের উপ সভাপতি ছিলেন।[]

এর আগে তিনি নেপাল রাষ্ট্র ব্যাংকের অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান অধিকারী ছিলেন। ১৯৮২ সালে তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নিয়ে স্নাতক অর্জন করেন। ১৯৯২ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অতিথি অনুষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[]

অধ্যয়ন

কাজ

অর্থমন্ত্রী

পদ্মবিভূষণ

তথ্যসূত্র