যোগমায়া

যোগমায়া
বিভ্রমের দেবী[]
দেবী নারায়ণীর মন্দির, লোনাওয়ালা
অন্যান্য নামমহামায়া, দুর্গা, বিন্ধ্যবাসিনী, নারায়ণী, ভদ্রকালী, অম্বিকা, একানাংশা, শারদা
অন্তর্ভুক্তিশাক্তধর্ম, বৈষ্ণব সম্প্রদায়
আবাসবৈকুণ্ঠ, বিন্ধ্য পর্বতমালা
গ্রন্থসমূহভাগবত পুরাণ
উৎসববৈকুণ্ঠ একাদশী
ব্যক্তিগত তথ্য
জন্ম
মাতাপিতানন্দ (পিতা), যশোদা (মাতা)
রাজবংশযদুবংশ

যোগমায়া (সংস্কৃত: योगमाया) হিন্দুধর্মের এক দেবী। বিন্ধ্যবাসিনী, মহামায়া এবং একানংশা নামেও একে পূজা করা হয়।

বৈষ্ণব আচারানুষ্ঠানে তাঁকে নারায়ণী উপাধি দেওয়া হয়,[][] এবং বিষ্ণুর মায়া শক্তির মূর্তি হিসেবে উপাসনা করা হয়।[] ভাগবত পুরাণে দেবতাকে দেবী দুর্গার কল্যাণকর দিক হিসাবে বিবেচনা করা হয়েছে। শাক্তরা তাকে মহাশক্তির রূপ বলে মনে করেন। হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ্য তিনি নন্দযশোদার কন্যা হিসাবে যাদব পরিবারে জন্মগ্রহণ করেন।[]

তথ্যসূত্র

  1. The Goddess in India: The Five Faces of the Eternal Feminine। Simon and Schuster। সেপ্টেম্বর ২০০০। আইএসবিএন 9781594775376 
  2. Sinha, Purnendu Narayana (১৯০১)। A Study of the Bhagavata Purana: Or, Esoteric Hinduism (ইংরেজি ভাষায়)। Freeman & Company, Limited। পৃষ্ঠা 247। 
  3. Parthasarathy, V. R.; Parthasarathy, Indu (২০০৯)। Devi: Goddesses in Indian Art and Literature (ইংরেজি ভাষায়)। Bharatiya Kala Prakashan। পৃষ্ঠা 133। আইএসবিএন 978-81-8090-203-1 
  4. Beck, Guy L. (২০১২-০২-০১)। Alternative Krishnas: Regional and Vernacular Variations on a Hindu Deity (ইংরেজি ভাষায়)। State University of New York Press। পৃষ্ঠা 170। আইএসবিএন 978-0-7914-8341-1 
  5. Knapp, Stephen (২০১২)। Hindu Gods & Goddesses (ইংরেজি ভাষায়)। Jaico Publishing House। পৃষ্ঠা 32। আইএসবিএন 978-81-8495-366-4 

বহিঃসংযোগ