রবার্ট বব ফ্লয়েড

রবার্ট বব ফ্লয়েড
জন্ম(১৯৩৬-০৬-০৮)৮ জুন ১৯৩৬
মৃত্যুসেপ্টেম্বর ২৫, ২০০১(2001-09-25) (বয়স ৬৫)
স্ট্যানফোর্ড
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনশিকাগো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণFloyd–Warshall algorithm
Floyd–Steinberg dithering
Floyd's cycle-finding algorithm
পুরস্কারটুরিং পুরস্কার (১৯৭৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহকার্নেগী মেলন ইউনিভার্সিটি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
Illinois Institute of Technology
ডক্টরেট শিক্ষার্থীরন রিভেস্ট

রবার্ট বব ফ্লয়েড একজন বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী।

শিক্ষাজীবন

ফ্লয়েড ১৯৫৩ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে লিবারেল আর্টস এ এবং ১৯৫৮ সালে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

তিনি ২৭ বছর বয়সে কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ পান এবং ছয় বছর পর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ পূর্ণ অধ্যাপক পদে নিযুক্ত হন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ