রাগিনী দ্বিবেদী
রাগিনী দ্বিবেদী | |
---|---|
জন্ম | [১] বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত | ২৪ মে ১৯৮৫
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
রাগিনী দ্বিবেদী (জন্ম: ২৪শে মে ১৯৯১)[১] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল; যিনি ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন, তবে তিনি মূলত কন্নড় চলচ্চিত্রে বেশি অভিনয় করেন। মডেল হিসেবে, তিনি ২০০৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার রানার আপ হয়েছিলেন এবং ২০০৯ প্যান্টালুনস ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় "রিচফিল ফেমিনা মিস বিউটিফুল হেয়ার পুরস্কার" অর্জন করেছিলেন।[২]
তিনি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বীরা মাদাকারী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এই চলচ্চিত্রে তিনি তাঁর অভিনয়ের জন্য "সেরা আত্মপ্রকাশ অভিনেত্রী" বিভাগে সুবর্ণ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি কন্নড় ভাষার সফল চলচ্চিত্র, কেম্পে গৌড় (২০১১), শিব (২০১২), বাঙ্গারি (২০১৩) এবং রাগিনী আইপিএস (২০১৪)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। অতঃপর তিনি কন্নড় চলচ্চিত্র জগতের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
প্রারম্ভিক জীবন
দ্বিবেদী ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুর একটি পাঞ্জাবী পরিবারে ১৯৮৫ সালের ২৪শে মে তারিখে জন্মগ্রহণ করেছিলেন।[৩] তিনি সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন।[৪] তাঁর বাবা রকেশ কুমার দ্বিবেদী, রেওয়ারীতে জন্মগ্রহণ করেছিলেন, এজন্য দ্বিবেদী হরিয়ানার রেওয়ারীর সাথে রাগিনীর গভীর সম্পর্ক রয়েছে। তারা বাবা, রকেশ কুমার দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর একজন সেনা জেনারেল ছিলেন, অন্যদিকে তাঁর মা রোহিনী একজন গৃহিনী ছিলেন।[৫] তাঁর পিতামহ প্যারে লাল দ্বিবেদী রেওয়ারীতে রেল গার্ড ছিলেন।[৬][৭] ২০০৮ সালে তিনি ফ্যাশন ডিজাইনার প্রসাদ বিদপার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন এবং প্রসাদই তাঁকে মডেলিংয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মডেল হিসেবে, তিনি ল্যাকমি ফ্যাশন উইক, শ্রীলঙ্কা ফ্যাশন উইক এবং রোহিত বল, তরুন তাহিলিয়ানি, মনীষ মালহোত্রা, রীতু কুমার এবং সব্যসাচী মুখার্জীর মতো বেশ কয়েকজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনারের সাথে কাজ করেছেন।[৬] তিনি ২০০৮ সালের ডিসেম্বর মাসে, হায়দরাবাদে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যেখানে তাঁকে প্রথম রানার আপ হিসাবে ঘোষণা করা হয়েছিল।[৮] এর ফলস্বরূপ, তিনি ২০০৯ সালে মুম্বইয়ে অনুস্থিত প্যান্টালুনস ফেমিনা মিস ইন্ডিয়াতে সরাসরি প্রবেশাধিকার পেয়েছিলেন, সেখানে তিনি "রিচফিল ফেমিনা মিস বিউটিফুল হেয়ার পুরস্কার" জয়লাভ করেছিলেন।
ব্যক্তিগত জীবন
২০১১ সাল থেকে, দ্বিবেদী নন্দিনী মিল্কের বিভিন্ন কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছেন, যা কর্ণাটক মিল্ক ফেডারেশনের একটি পণ্য।[৯][১০] অভিনেত্রী খুশবুর পরে, দ্বিবেদী একমাত্র ভারতীয় অভিনেত্রী যাঁর নামে একটি ফ্যান ক্লাব আছে। এই বিষয় সম্পর্কে তিনি বলেছিলেন, "ইতোমধ্যে আমার নামে ফেসবুক এবং ট্যুইটারের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বেশ কয়েকটি ফ্যান পেজ রয়েছে। আমি সেখানে আমার অনুসারীদের সাথেও আলাপচারিতা করি। তবে এই নিবন্ধিত এবং প্রাতিষ্ঠানিক ফ্যানপেজ আমাকে আমার ভক্তদের সাথে সরাসরি কথোপকথন করতে আরও বেশি সহায়তা করবে।"[১১]
২০১৫ সালে, দ্বিবেদীকে টাইমস এশিয়া বিবাহ মেলার মুখপাত্র করা হয়েছিল।[১২] একই বছর মুম্বইয়ের ইন্ডিয়া লিডারশিপ কনক্লেভে তিনি সম্মানিত হন এবং "ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ মুখ" হিসেবে পুরস্কার লাভ করেন।[১৩]
তথ্যসূত্র
- ↑ ক খ "Nice to be 19"। The Times of India। ২৫ মে ২০০৯। ২৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২।
- ↑ "2009 Femina Miss India contestants – Ragini Dwivedi"। The Times of India। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪।
- ↑ Bhardwaj, Meera (৭ মার্চ ২০১৩)। "The She: Strong, stronger, strongest"। The New Indian Express। ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৩।
- ↑ "I am Kannada cinema's most fashionable actress today – Ragini Dwivedi"। southscope.in। ১৩ নভেম্বর ২০১০। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪।
- ↑ "Ragini Dwivedi"। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
- ↑ ক খ "Ragini brings laurels to Rewari"। The Tribune। ২৩ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪।
- ↑ "From films to Miss India pageant"। Rediff.com। ১ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২।
- ↑ "PFMI South '09"। The Times of India। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৪।
- ↑ "Ragini for 'Nandini'"। indiaglitz.com। ১৯ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৪।
- ↑ "The Grand Launch of Brand New Milk Products"। kmfnandini। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৪।
- ↑ "Ragini Dwivedi To Have Official Fans Association"। oneindia.com। ৪ এপ্রিল ২০১৪। ৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪।
- ↑ "Ragini Brand Ambassador for wedding brides."। southie.in। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Ragini: Most promising face of Indian cinema"। The Times of India। ২০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৫।