রুয়ান্ডার প্রদেশ

প্রদেশের মানচিত্র, ২০০৬

রুয়ান্ডার প্রদেশগুলি (কিনারওয়ান্দা: ইন্টারা) জেলা (আকারেরে) এবং পৌরসভায় বিভক্ত (উমুজি)। ২০০৬ সালের ১লা জানুয়ারির আগে রুয়ান্ডা ১২টি প্রদেশের সমন্বয়ে গঠিত ছিল। রুয়ান্ডার সরকার ১৯৯৪ সালে টুটসি গণহত্যা থেকে উদ্ভূত সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে নতুন প্রদেশ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। []

প্রথম লক্ষ্যটি ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা। ধারণা করা হয়েছিল যে গণহত্যাটির একটি কারণ ছিল রুয়ান্ডার সরকারের কেন্দ্রীভূত পরিচালনা ব্যবস্থা। নতুন প্রদেশগুলির বিভাজন আগের ১২টির তুলনায় অধিক বহুজাতিক যা জাতিগত বিভাজনকে দুর্বল করতে সহায়তা করে। অবশেষে, নতুন প্রদেশগুলিতে গণহত্যার ঘটনাগুলির সাথে পূর্ববর্তী ১২টির মতো কোনো সংযুক্তি নেই।

২০০২ অবধি প্রদেশগুলিকে প্রিফেকচার (পেরেফেগিটুরা) বলা হতো। []

প্রদেশসমূহ

জানুয়ারি ১, ২০০৬ হিসাবে রুয়ান্ডার পাঁচটি প্রদেশ হলো:

প্রদেশ কিনিয়ারোয়ান্ডা নাম মূলধন ক্ষেত্রফল
(কিমি2) []
জনসংখ্যা
(২০১২ আদমশুমারি)
ঘনত্ব
(প্রতি কিমি 2 )
কিগালি উমুজি ওয়া কিগালি কিগালি শহর ৭৩০ ১১,৩২,৬৮৬ ১,৫৫১.৬২
দক্ষিণ আমাজিয়েপফো নিয়াঞ্জা ৫,৯৬৩ ২৫,৮৯,৯৭৫ ৪৩৪.৩৪
পশ্চিম ইবুরেঙ্গেরাজুবা কিবুয়ে ৫,৮৮৩ ২৪,৭১,২৩৯ ৪২০.০৬
উত্তর আমাজিয়ারুগুরু বিয়ুম্বা ৩,২৭৬ ১৭,২৬,৩৭০ ৫২৬.৯৭
পূর্ব ইবুরাসিরাজুবা রোয়ামাগানা ৯,৪৫৮ ২৫,৯৫,৭০৩ ২৭৪.৪৪

প্রাদেশিক জেলা এবং সেক্টর

পূর্বদিকের প্রদেশ

প্রদেশ জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর
পূর্ব প্রদেশ নিয়তরে রুইমিগা বুগেসের গাশোড়া এনগোমা গছন্দা রওয়ামাগানা ফাম্বই
করঙ্গজী জুরু জারামা গহেনগেরি
নিয়তরে কামবুয়ে কারেম্বো গিশারী
কাটাবাগেমু এনটারাম কাজো কারেঞ্জ
রুকোমো মারেবা কিবঙ্গো কিগাবিরো
তাবাগওয়ে মায়াঞ্জ মুগেসের মুহাজি
মুশেলি মুসেনি মুরামা মুনিয়াগা
গাতুন্ডা মোগোগো মুতেদারী মুনিগিনিয়া
মিমুলি নেগ্রুকা রেমেরা মুশা
করামা নিয়ামাতা রুকিরা মুয়ম্বু
মাতিম্বা নয়ারুজেঞ্জ রুকম্বরী মওয়ুলিরে
মুকামা রিলিমা রুরেঞ্জ নাইকারিরো
রিভেপাশা রুহুহা সেক এনজিগ
কিয়োম্বে রুভেরু জাজা রুবনা
গাটসিবো গস্যাঞ্জ শায়রা কিরেহে গহরা
গাটসিবো কায়োনজা গহিনী গ্যাটোর
গিটোকি কাবারে কিগারাম
কাবারোর কাবারন্ডো কিগিনা
কাগিও মুকারেঞ্জ কিরেহে
কিরামুরুজি মুরামা মহামা
কিজিগুরো মুরুন্ডি এমপাঙ্গা
মুহুরা মাওরি মুসাজা
মুরাম্বি ডেগো মুশিকিরি
এনগারাম নিয়ামিরাম নাশো
নিয়াগিহঙ্গা রুকারা নমুগরী
রেমেরা রুরমীরা নায়ারুবুয়ে
রুগারাম রুইঙ্কওয়াভু
রুইম্বোগো

উত্তরের প্রদেশ

প্রদেশ জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর
উত্তর প্রদেশ বুরে বুংওয়ে জিচুম্বি বুকুরে রুলিন্ডো বেস
বুটারো বুয়িজিগ বুরেগা
সায়ানিকা বাইম্বা বুশোকি
কায়রু সাইম্বা বায়োগা
গহুঙ্গা গিটি সিনজুজি
গেটবে কানিগা সাইংগো
গিটভু মানিয়াগিরো কিনিহির
কাগগো মিয়োভ কিসরো
কিনোনি কাগিও মাসরো
কিন্যবাবা মুকারেঞ্জ এমবোগো
কিভুয়ে মুকো মুরাম্বি
নেম্বা নিঃশব্দ করুন এনগোমা
রুগারাম নিয়ামিয়াগ নটারাবান
রুজেনদাবাড়ি নায়ঙ্কেঙ্কে দ্বিতীয় রুকোজো
রুহুন্দে রুবায়া রুসিগা
রুসারবাগে রুকোমো শায়রঙ্গি
রিভেরে রুশাকি টুম্বা
গাওনকে বুসেঙ্গো রুতারে
কোকো রুভুন
সাইবাঙ্গো রওয়ামিকো
গাওনকে শঙ্ঘশা
গাশেনি মুসানজে বুসোগো
মুগুঙ্গা সাইভ
জাঞ্জা গাকাচা
কামুবুগা গাশাকি
করম্বো গাত্রগা
কিভুরুগা কিমনোই
মাতবা কিনিগি
মিনাজি মুহোজা
মুহোঁদো মুকো
মিওংওয়ে মুসানজে
মুজো এনকোটসি
নেম্বা ন্যাঙ্গে
রুলি রেমেরা
রুসাসা রুওয়াজা
রুশাশি শিংগিরো

পশ্চিমের প্রদেশ

প্রদেশ জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর
পশ্চিম প্রদেশ করঙ্গি বিউশিউরা নয়াবিহু বিগোগওয়ে রুবাভু বুগশি রুত্সিরো বোনজা
গিশিতা জেন্ডা বাসসামনা জিহাঁগো
গিশারী জম্বা সায়ানজারভে কিজিও
গিটেসি কবতওয়া গিসেনি কিভুমু
মুবুগা কারাগো কানামা মানিহির
মুরাম্বি কিন্তবো কানজেনজি মুকুরা
মুরুন্ডি মুকামিরা মুডেন্দে মুরুন্দা
মুটুন্টু মুরিঙ্গা নিয়্যালিবা মুসাসা
রুবেঙ্গেরা রামবুড়া নিম্যুম্বা মুশনি
রুগাবানো রুজেরা নিউন্ডো মুশুবাতি
রুগান্ডা রুরেম্বো রুবাভু নিয়াবীরাসি
রুয়ানকুবা শায়িরা রুজেরো রুহানগো
টুম্বা নিয়ামশেকে রুহরম্বুগা রুসিজি বুগারামা রুসেবেয়া
এনগোরোরো বুইরা বুশেখেরি বুটারে
গাটুম্বা বুশেঞ্জ Bweyeye
হিন্দিরো সিয়াটো গিকুন্দমভুরা
কাবায়া জিহোম্বো গশঙ্গা
কাগিও কাগানো গিহেকে
কাভমু কানজংগো জিহুন্ডে
ম্যাটিয়াজো করম্বী গীতম্বি
মুহন্দা কারেঙ্গেরা কামবেম্বে
মুহোরোরো কিরিম্বি মুগানজা
নাদারো ম্যাকুবা মুরুরু
এনগোরোরো নিয়্যাবতেকেরি নঙ্কঙ্কা
ন্যাঙ্গে মাহেম্বে এনকোম্বো
সোভু রাঙ্গিরো এনকুঙ্গু
শ্যাঙী ন্যাকাবুয়ে
নায়াকারেঞ্জো
নাজাহাহা
রুইম্বোগো

দক্ষিণের প্রদেশ

প্রদেশ জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর
দক্ষিণ প্রদেশ গিসাগর গিকনকো কামোনি গ্যাকুরবভেঞ্জে নিয়ামগবে বুরুহুকিরো নায়রুগুরু সাইহিন্দা
গিশুবি করামা সায়ানিকা বুসনেজ
কানসি কায়েনজি গাতারে কিবোহো
কিবিলিজি কায়ম্বু কদুহা মাতা
কিগেম্বে মুগিনা কামেগেলি মুনিনি
এমবাবা মুসাম্বিরা কিবিরিজি কিভু
মুগানজা এনগাম্বা কিবুম্বে নেগেরা
মুগম্ববা নিয়ামিয়াগ কিতাবী এনগোমা
মুকিন্ডো নয়ারুবাকা এমবাজি নিয়াবিমাতা
মুশা রুগালিকা মুগানো নিয়াগিসোজি
এনডোরা রুকোমা মুস্যাঞ্জ মুগানজা
নিয়াঞ্জা রুনদা মিউজবেয়া রুহেরু
সংরক্ষণ মুহঙ্গা মুহঙ্গা মুশুবী রুরম্বা
হুয়ে গিশমভু কেয়েজা এনকোমানে রুজঞ্জ
করামা কিবাঙ্গু গাসাকা রুহানগো কিনাজী
কিগোমা কিয়ুম্বা তারে বাইমন
কিনাজী মুশিশিরো উউইঙ্কিঙ্কি বেরামন
মারবা কাবাচুজি নিয়াঞ্জা বাসসামনা এমবুয়ে
এমবাজি নিয়াবিনী বুসোরো রুহানগো
মুকুরা নিয়ামবুয়ে সাইবাকামি মেভেন্দো
এনগোমা নায়ারুস্যাঙ্গে কিবিরিজি কিনিহির
রুহশ্যা রঙ্গি কিগোমা নটংওয়ে
হুয়ে রুজেনদাবাড়ি মুকিংগো কাবাগরী
রুশতীর শ্যোগওয়ে মুইরা
রওয়ানিরো এনটিয়াজো
সিম্বি নিয়াগিসোজি
টুম্বা রওয়াবিকুমা

কিগালি

প্রদেশ জেলা সেক্টর জেলা সেক্টর জেলা সেক্টর
কিগালি গাসাবো বোম্বোগো কিকুকিরো গহঙ্গা নয়ারুজেঞ্জ গিটেগা
গাটসটা গেটেঙ্গা কানাইন্যা
জলি জিকনডো কিগালি
জিকোমেরো কাগরামামা কিমিসাগর
গিসোজি কানম্বে ম্যাগেরেজের
জাবানা কিকুকিরো মুহিমা
কিন্যন্যা কিগারাম নিয়কবান্দা
Ndera মাসাকা নিমিরাম্বো
এনডুবা নিবোয় নয়ারুজেঞ্জ
রুসোরো নায়রুগঙ্গা রুয়েজামেনিও
রতুঙ্গা
ক্যাসিরু
কিমিহুরুরা
কিমিরঙ্কো
রেমেরা

সাবেক প্রদেশসমূহ

২০০২ থেকে ২০০৬ সালের রুয়ান্ডার প্রশাসনিক বিভাগ।
১৯৯৪ সালে গণহত্যার সময় রুয়ান্ডার ১১টি প্রিফেকচার।
১৯৯৬ সালে উমুটারা প্রিফেকচার গঠনের পরে ২০০২ সালের আগে রুয়ান্ডার কমিউনসমূহ।

২০০৬ এর আগে প্রদেশগুলি ছিল:

  • বুটারে প্রদেশ
  • বিয়ুম্বা প্রদেশ
  • চিয়াঙ্গুগু প্রদেশ
  • গিকোঙ্গোরো প্রদেশ
  • গিসেনি প্রদেশ
  • গিটারামা প্রদেশ
  • কিবুঙ্গো প্রদেশ
  • কিবুয়ে প্রদেশ
  • কিগালি শহর (১৯৯২ সালে একটি প্রদেশ হিসাবে প্রতিষ্ঠিত)[]
  • কিগালি-পল্লী প্রদেশ (কিগালি নাগালি)
  • রুহেঙ্গেরি প্রদেশ
  • উমুটারা প্রদেশ (১৯৯৬ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত)

আরও দেখুন

  • রুয়ান্ডার জেলাসমূহ
  • মানব উন্নয়ন সূচকের রুয়ান্ডার প্রদেশগুলির তালিকা
  • জনসংখ্যার ভিত্তিতে রুয়ান্ডা জেলার তালিকা
  • আইএসও 3166-2: আরডাব্লিউ

তথ্যসূত্র

  1. "Rwanda Profile: Timeline"BBC News। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭ 
  2. "Provinces of Rwanda"Statoids। Gwillim Law। ২৭ এপ্রিল ২০১০। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১১ 
  3. "GeoHive - Rwanda population statistics"। ২০১২-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Des Forges, Alison (মার্চ ১৯৯৯)। Leave None to Tell the Story: Genocide in Rwanda – History → The Single-Party State। Human Rights Watch। Note 14। আইএসবিএন 1-56432-171-1 

বহিঃসংযোগ