লগ্নজিতা চক্রবর্তী

লগ্নজিতা চক্রবর্তী
জন্মনামলগ্নজিতা চক্রবর্তী
জন্ম (1991-03-30) ৩০ মার্চ ১৯৯১ (বয়স ৩৩)
উদ্ভবকলকাতা, ভারত
ধরনচলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র
পেশাগায়িকা, অভিনেতা
কার্যকাল২০১৪–বর্তমান

লগ্নজিতা চক্রবর্তী (জন্ম: ৩০ মার্চ ১৯৯১) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় নেপথ্য গায়িকা।[] তার পিতা শুভঙ্কর চক্রবর্ত্তী ও মাতা সংযুুুক্তা চট্টোপাধ্যায় চক্রবর্ত্তী। স্বামী -সাত্বকি সাহা

লগ্নজিতার মামাবাড়ি বাঁকুড়ার সোনামুখী-র মনোহরতলার খ্যাতনামা চট্টোপাধ্যায় পরিবারে। প্রবাদপ্রতিম গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়।

লগ্নজিতা চক্রবর্তী একজন তরুণী বাঙালি প্লেব্যাক সঙ্গীতশিল্পী। চলচ্চিত্র চতুষ্কোণ-এর ‘‘বসন্ত এসে গেছে’’[](মহিলা সংস্করণ) নামে একটি গানের মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন।তিনি কলকাতা শহরে কলকাতা পাঠ ভবন, পরে সেন্ট জেভিয়ের্স কলেজ-এর ছাত্রী ছিলেন।

অভিনয়

যদি বলো হ্যাঁ নামক একটি বাংলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, সহ-তারকা শ্রীনন্দা শঙ্কর-এর সঙ্গে। এই চলচ্চিত্রের অন্যান্য সদস্যরা হলেন- মীর, অনির্বাণ ভট্টাচার্য, সায়ান ও পৌলোমী বসু।

সঙ্গীত

গান বছর চলচ্চিত্র সুরকার তথ্য
বসন্ত এসে গেছে (মহিলা সংস্করণ) ২০১৪ চতুষ্কোণ অনুপম রায়
সখী রঙ্গ কত বলও ২০১৫ রাজকাহিনী ইন্দ্রদ্বীপ দাসগুপ্ত
এই ভাবে গল্প হোক ২০১৬ বিবাহ ডায়েরি সভ্য গুপ্ত
প্রজাপতি বিস্কুট শিরোনাম গান[] ২০১৭ প্রজাপতি বিস্কুট অনিন্দ্য চট্টোপাধ্যায়
যাক চুলোয় যাক[] ২০১৭ মাইকেল ইন্দ্রজিৎ দে
নূর জাহান শিরোনাম গান ২০১৮ নূর জাহান Savy
হৃয়য়ের রঙ[] ২০১৮ ঘারে ও বাইরে অনুপম রায়

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র চরিত্রের নাম তথ্য
২০১৪ জোদি বলো হ্যাঁ হোইমো

বিজ্ঞাপন

সম্প্রতি তিনি বাংলা সাহিত্যের সহকারী বাঙালি গায়ক সোমালতা আচার্য চৌধুরীর প্রিন্টে একটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনটি হল রঙশোর শাড়ি, ওয়েব উপস্থিতি সহ একটি বুটিকি শৈলী দোকান।

তথ্যসূত্র

  1. "লগ্নজিতা চক্রবর্তী Archives - বাংলায় গানের কথা"। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বসন্ত এসে গেছে"আনন্দবাজার প্রত্রিকা। ২৬ জানুয়ারী ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭ 
  3. https://www.youtube.com/watch?v=eN1E5OrtIwI
  4. https://www.telegraphindia.com/entertainment/taam-michael-lives-it-up-with-music-and-mirth-183894
  5. https://www.youtube.com/watch?v=76QOT-1ryKI

বহিঃসংযোগ