লিটল বয়

লিটল বয়

একটি পোস্ট ওয়ার লিটল বয় মডেল
প্রকার পারমাণবিক অস্ত্র
উদ্ভাবনকারী যুক্তরাস্ট্র
উৎপাদন ইতিহাস
নকশাকারী লস অ্যালামস ল্যাবরেটরি
উৎপাদনকাল ১৯৪৫
উৎপাদন সংখ্যা 32
তথ্যাবলি
ওজন ৯,৭০০ পাউন্ড (৪,৪০০ কেজি)
দৈর্ঘ্য ১০ ফুট (৩.০ মি)
ব্যাস ২৮ ইঞ্চি (৭১ সেমি)

Filling ইউরেনিয়াম-২৩৫
Filling weight ১৪০ পা (৬৪ কেজি)
বিস্ফোরণের ফলন ১৫ কিলোটন টিএনটি এর সমতুল্য

লিটল বয় (ইংরেজি: Little Boy) হচ্ছে এক ধরনের পারমাণবিক অস্ত্রের সাংকেতিক নাম। এটিই দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত পারমাণবিক বোমা। এটি দিয়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

লিটল বয়: তেজস্ক্রিয় পরমাণু: ইউরেনিয়াম-২৩৫ ওজন :৪,০০০০কেজি দৈর্ঘ্য:৯.৮৪ফুট পরিধি :২৮ বহনকারী বিমান:B29 সুপারফোর্টস পাইলট:কর্নেল পল টিবেটস বোমা পতনের সময় ৫৭সেকেন্ড বিস্ফোরণের মাত্রা:১৩ কিলোটন TNT -এর সমতুল্য। (SR)

নামকরণ

ম্যানহাটন প্রোজেক্টের তিনটি পারমাণবিক বোমার নামকরণ করেছিলেন লস এলমস ল্যাবরেটরির প্রাক্তন শিক্ষার্থী রবার্ট সারবার। এগুলোর আকৃতির কারণে তিনি এই নামকরণ করেন।[]

তথ্যসূত্র

  1. Serber ও Crease 1998, পৃ. 104।