লুনা ই-৬ নং. ২
লুনা ই-৬ নং. ২ | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | লুনার ল্যান্ডার | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৬৩-০০১বি[১] | ||||
এসএটিসিএটি নং | ৫২২ | ||||
অভিযানের সময়কাল | নিক্ষেপন ব্যর্থ | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | ওয়াইই-৬ | ||||
প্রস্তুতকারক | পরীক্ষামূলক নকশা ব্যুরো (ওকেবি-১) | ||||
উৎক্ষেপণ ভর | ১,৫০০ কিলোগ্রাম (৩,৩০০ পা) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ৪ জানুয়ারি ১৯৬৩, ০৮:৪৯ইউটিসি | ;||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া-এল ৮কে৭২ (নং ই১০৩-০৯) | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ১/৫ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
ক্ষয়ের তারিখ | ১১ জানুয়ারি ১৯৬৩ | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ | ||||
আমল | নিম্ন পৃথিবী কক্ষপথ (সংরক্ষণ) সৌরকেন্দ্রিক কক্ষপথ (লক্ষ্য) | ||||
পেরিজিইই | ১৭৮ কিলোমিটার (১১১ মা) | ||||
অ্যাপোজিইই | ১৯৪ কিলোমিটার (১২১ মা) | ||||
নতি | ৬৪.৭° | ||||
পর্যায় | ৮৮.২১ মিনিট | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ১১ জানুয়ারি ১৯৬৩[১] | ||||
----
|
লুনা ই-৬ নং. ২, যা নং ১ হিসাবেও চিহ্নিত এবং কখনও কখনও পশ্চিমে স্পুটনিক ২৫ নামে পরিচিত, হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৬৩ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান যা এটির উৎক্ষেপক রকেটের উপরের স্তরের সমস্যাগুলির কারণে একটি অকেজো কক্ষপথে স্থাপন করা হয়। এটি ছিলো ১,৫০০-কিলোগ্রাম (৩,৩০০ পা) ভর বিশিষ্ট লুনা ইয়ে-৬ মহাকাশযান,[২] বারোর মধ্যে প্রথম উৎক্ষেপণ করাটি।[৩] এটি চাঁদে মৃদু অবতরণ করার জন্য প্রেরিত প্রথম মহাকাশযান হওয়ার উদ্দেশ্যে উৎক্ষেপন করা হয়েছিল, একটি সুনির্দিষ্ট লক্ষ্য যা শেষ পর্যন্ত চূড়ান্ত ইয়ে-৬ মহাকাশযান, লুনা ৯ কর্তৃক সম্পন্ন করা হয়।
স্পুটনিক ৩৩ এবং পরে স্পুটনিক ২৫ উপাধিগুলি ইউনাইটেড স্টেটস নেভাল স্পেস কমান্ড তার স্যাটেলাইট সিচুয়েশন সামারি ডকুমেন্টে মহাকাশযানটিকে সনাক্ত করতে ব্যবহার করেছিল, যেহেতু সোভিয়েত ইউনিয়ন সেই সময়ে তার মহাকাশযানের অভ্যন্তরীণ উপাধি প্রকাশ করেনি এবং ভূকেন্দ্রিক কক্ষপথ ত্যাগ করতে ব্যর্থতার কারণে এটির একটি সরকারী নাম বরাদ্দ করেনি।[৪]
তথ্যসূত্র
- ↑ ক খ McDowell, Jonathan। "Satellite Catalog"। Jonathan's Space Page। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১০।
- ↑ Wade, Mark। "Luna E-6"। Encyclopedia Astronautica। ফেব্রুয়ারি ২৫, ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১০।
- ↑ Krebs, Gunter। "Luna E-6"। Gunter's Space Page। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১০।
- ↑ Robbins, Stuart J. (১১ জানুয়ারি ২০০৬)। "Soviet Craft – Sputnik"। Journey Through The Galaxy। ৪ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১০।
বহিঃসংযোগ
টেমপ্লেট:Orbital launches in 1963