লেটার অব ইনটেন্ট

লেটার অব ইনটেন্ট ২ বা ততোধিক পক্ষের মধ্যে মূল চুক্তি সম্পাদনের পূর্বে করা খসড়া চুক্তি যা ঐ মূল চুক্তি সম্পাদনের বিষয়ে নিশ্চয়তা প্রদান করে।এটাকে প্রাথমিক চুক্তি/বায়না বলা চলে।সম্পত্তি ক্রয়ে, শেয়ার ক্রয়ে, যৌথ মালিকানা ইত্যাদি বড় আকারের অর্থবিষয়ক যেকোন চুক্তির বিষয়ে এটি করা যায়।