লেবাননের জেলা
লেবাননের নয়টি মোহাফজাত ২৫টি জেলায় (কজায়) বিভক্ত। একমাত্র বৈরূত মোহাফজা জেলায় বিভক্ত নয় এবং আক্কার মোহাফজাটি শুধুমাত্র এক জেলা নিয়ে গঠিত।[১]
জেলাসমূহ আবার পৌরসভাসমূহে বিভক্ত।
জেলাসমূহের তালিকা
- আক্কার মোহাফজা
- আক্কার জেলা
- বালবেক-হেরমেল মোহাফজা
- বালবেক জেলা
- হেরমেল জেলা
- বৈরূত মোহাফজা
- আলবেকা মোহাফজা
- রাশইয়া জেলা
- পশ্চিম আলবেকা জেলা
- জহলা জেলা
- খসরুয়ান-জুবাইল মোহাফজা
- জুবাইল জেলা
- খসরুয়ান জেলা
- পাহাড় লেবানন মোহাফজা
- আলিয়া জেলা
- বায়াব্দা জেলা
- শূফ জেলা
- মতন জেলা
- নবতিয়া মোহাফজা
- বিনতে জুবাইল জেলা
- হাসবয়া জেলা
- মর্জুয়ূন জেলা
- নবতিয়া জেলা
- উত্তর মোহাফজা
- বত্রূন জেলা
- বশররী জেলা
- কূরা জেলা
- মিনিয়া-দন্নিয়া জেলা
- তারাবুলুস জেলা
- জগর্তা জেলা
- দক্ষিণ মোহাফজা
- সৈদা জেলা
- জিজ্জীন জেলা
- সূর জেলা
তথ্যসূত্র
- ↑ "List of the Lebanese muhafazahs"। Localiban। ১৭ মে ২০১৭। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
টেমপ্লেট:Articles on second-level administrative divisions of Asian countries