লেবিয়া মাইনরা

লেবিয়া মাইনরা
ভগাঙ্কুরের বহিঃস্থ অঙ্গসংস্থান।
স্ত্রীদেহের বর্হি যৌনাঙ্গ। লেবিয়া মাইনরা অঙ্কিত হয়েছে।
বিস্তারিত
পূর্বভ্রূণইউরোজেনিটাল ভাঁজ
শনাক্তকারী
লাতিনlabium minus pudendi
টিএ৯৮A09.2.01.007
টিএ২3553
এফএমএFMA:20374
শারীরস্থান পরিভাষা

লেবিয়া মাইনরা (ইংরেজি: Labia minora) যা ক্ষুদ্রোষ্ঠ[], অন্তস্থ যোনিওষ্ঠ বা নিম্ফে (ইংরেজি ভাষায়: Nymphae - উচ্চারণ: নিম্ফে)[] নামে পরিচিত। লেবিয়া মাইনরা হচ্ছে মানুষের ভালভার দুইটি অক্ষীয় কিউটেনেওয়াস ভাঁজ। লেবিয়া মেজরার মধ্যবর্তী অংশে এর অবস্থান। এটি ভগাঙ্কুর থেকে শুরু হয়ে নিচের দিকে লেবিয়া মেজরাভালভাল ভেস্টিবিউলের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সাধারণত কুমারীদের ক্ষেত্রে লেবিয়া মাইনরার পশ্চাৎ প্রান্তসীমা মধ্য লাইন বরাবর ফ্রেনুলাম লেবিওরাম পিউডেন্ডি বা ফোরশেট নামক ত্বক দ্বারা জোড়া দেওয়া থাকে, যাকে বাংলায় সতীচ্ছেদ বলা হয়। । লেবিয়া মাইনরার আকৃতি বিভিন্ন নারীর ক্ষেত্রে বিভিন্নরকম হতে পারে।

সহায়ক চিত্র

আরো দেখুন

তথ্যসূত্র

  1. হুমায়ুন আজাদ লিখিত নারী; অধ্যায়: নারী, তার লিঙ্গ ও শরীর; আগামী প্রকাশনী; বাংলাবাজার, ঢাকা। দ্বিতীয় সংস্করণ, চতুর্থ মুদ্রণ (এপ্রিল ১৯৯৪) পৃ. ১৬৭।
  2. নিম্ফে। ডিকশনারি ডট কম। মারিয়াম-ওয়েবস্টারের চিকিৎসীয় অভিধান। মারিয়াম-ওয়েবস্টার ইনকর্পোরেটেড; নিশ্চিতকরণ: ২৪ নভেম্বর, ২০০৭।

বহিঃসংযোগ