শওকত আজিজ

শওকত আজিজ
شوکت عزیز
পাকিস্তানের ১৭তম প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২০ আগস্ট, ২০০৪ – ১৫ নভেম্বর, ২০০৭
রাষ্ট্রপতিপারভেজ মুশাররফ
পূর্বসূরীচৌধুরি সুজাত হুসেইন
উত্তরসূরীমুহম্মদ মিয়ান সুমরো
পাকিস্তানের অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১২ অক্টোবর, ১৯৯৯ – ১৫ নভেম্বর, ২০০৭
পূর্বসূরীইসহাক দার
উত্তরসূরীসালমান শাহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-03-06) ৬ মার্চ ১৯৪৯ (বয়স ৭৫)
করাচি, সিন্ধু, পাকিস্তান
রাজনৈতিক দলপাকিস্তান মুসলিম লীগ (কিউ)
ধর্মইসলাম

শওকত আজিজ (উর্দু ভাষায়: شوکت عزیز), (জন্ম: ৬ মার্চ, ১৯৪৯) একজন পাকিস্তানি অর্থনীতিবিদ,[] পুঁজিপতি,[] রাজনীতিবিদ। তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬ নভেম্বর ১৯৯৯ সালে তিনি পাকিস্তান মুসলিম লিগ কর্তৃক অর্থমন্ত্রী নিসেবে নিয়োগ পান এবং ১৫ নভেম্বর ২০০৭ পর্যন্ত দায়িত্বে থাকেন।[] পরবর্তীকালে তৎকালীন প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান জামালি পদত্যাগে বাধ্য হলে তিনি ৬ জুন, ২০০৪-এ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন।[][] তিনি পাকিস্তানের সর্বপ্রথম প্রধানমন্ত্রী যিনি তার এক মেয়াদকাল সম্পূর্ণ করতে পেরেছেন।

শিক্ষাজীবন

আজিজ পড়াশোনা করেছেন করাচির সেইন্ট প্যাট্রিক হাই স্কুলে। এছাড়া তিনি তার উচ্চমাধ্যমিক সম্পূর্ণ করেন স্কুলের সাথের কলেজ সেইন্ট প্যাট্রিক কলেজ থেকে। ১৯৬৭ সালে তিনি রাওয়ালপিন্ডির গর্ডন কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে তিনি করাচির ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রসাশন বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রি লাভ করেন। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পাকিস্তানের অন্যতম খ্যাতনামা একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। আইবিএ-তে পড়াশোনাকালীন ইন্টার্নশিপ হিসেবে তিনি সিটিব্যাংকে যোগদান করেন, এবং এখান থেকেই তার ব্যাংকিং পেশাজীবন শুরু হয়।

তথ্যসূত্র

  1. Chaudhry, Mohammad Ashraf (২০০৯)। "The Two Wheel Spinners: PM Shaukat Aziz and ManMohan Singh"। Pakistan: A Resilient, Resourceful but Rudderness। Bloomington, Indiana: Author House। পৃষ্ঠা 220। আইএসবিএন 978-1-4389-3800-4। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১২ 
  2. Taylor, John B. (২০০৭)। "The untold story of global finance of war on terror: Pakistan"। Global Financial Warriors (1 সংস্করণ)। United States: W.W. Norton and Company Ltd.। পৃষ্ঠা 17–33। আইএসবিএন 978-0-393-06448-3 
  3. "Shaukat Aziz Becomes Prime Minister"। Story of Pakistan। 
  4. "FORMER PRIME MINISTERS"। pmo.gov.pk। 

বহিঃসংযোগ