শাপ মোচন
শাপ মোচন | |
---|---|
পরিচালক | সুধীর মুখার্জি |
রচয়িতা | ফাল্গুনী মুখোপাধ্যায় |
চিত্রনাট্যকার | নৃপেনন্দ্রকৃষ্ণ চ্যাটার্জি |
উৎস | শাপ মোচন |
সম্পাদক | বৈদ্যনাথ চট্টোপাধ্যায় |
মুক্তি | ১৯৫৫ |
ভাষা | বাংলা |
শাপ মোচন ফাল্গুনী মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে, সুধীর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজনা করা একটি বাংলা প্রেমের চলচ্চিত্র । এই চলচ্চিত্রটি ১৯৫৫ সালে প্রোডাকশন সিন্ডিকেটের ব্যানারে মুক্তি পেয়েছিল। [১][২] ছবিটির সংগীত পরিচালক ছিলেন হেমন্ত কুমার মুখোপাধ্যায় । [৩]
পটভূমি
তরুণ মহেন্দ্র একজন সঙ্গীতজ্ঞ পরিবারের অন্তর্ভুক্ত তবে একবার পরিবারটি তাদের শিক্ষক দ্বারা অভিশপ্ত হয়ে পড়ে। মহেন্দ্রর বড় ভাই অন্ধ হয়ে যায় এবং একই পরিণতি এড়াতে মহেন্দ্র কলকাতায় গিয়ে বাবার বন্ধু উমেশচন্দ্রের বাড়িতে থাকেন। উমেশচন্দ্রের মেয়ে মাধুরীর সাথে তিনি রোম্যান্টিকভাবে জড়িত হয়ে পড়েন। মাধুরী মহেন্দ্রকে আধুনিক করে তোলার চেষ্টা করেন এবং তাঁর সংগীতজীবনকে অনুসরণ করছেন। গান গাওয়ার দক্ষতা থাকা সত্ত্বেও মহেন্দ্র তার পারিবারিক মূল্যবোধের কারণে এটি গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি তাদের বাড়ি ছেড়ে কলকাতায় একটি মেসে আশ্রয় নেন। কিন্তু তারপর অভিশাপটা তার কাছে এসে পড়ে এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
চরিত্র
- মহেন্দ্রর ভূমিকায় উত্তম কুমার
- মাধুরী চরিত্রে সুচিত্রা সেন
- দেবেন্দ্রর চরিত্রে পাহাড়ি সান্যাল
- উমেশচন্দ্রের চরিত্রে কমল মিত্র
- বিকাশ রায়
- জীবন বোস
- অমর মল্লিক
- তুলসী চক্রবর্তী
- গঙ্গাপদ বসু
- সুপ্রভা দেবী
- তপতী ঘোষ
সঙ্গীত
হেমন্ত মুখোপাধ্যায় চলচ্চিত্রটির সংগীত পরিচালক ছিলেন এবং গানের সুর করেছেন। গানের কথা লিখেছেন বিমল ঘোষ (কবি বিমল চন্দ্র ঘোষ হিসাবে)। [৪] গান গেয়েছেন:
- প্রতিমা বন্দ্যোপাধ্যায়
- চিন্ময় লাহিড়ী
- শ্যামল মিত্র
- হেমন্ত মুখোপাধ্যায়
- ডিভি পালুস্কর
তথ্যসূত্র
- ↑ "Ten Bengali films featuring Uttam Kumar and Suchitra Sen that are a must watch"। The Times of India। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
- ↑ "Shap Mochon (1955)"। indiatimes.com। ৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ "Uttam Kumar - Suchitra Sen in SHAPMOCHAN"। washingtonbanglaradio.com। ৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ "Shap Mochan (1955)"। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাপ মোচন (ইংরেজি)