খিমাইরা

The Chimera on a red-figure Apulian plate, c. 350–340 BC (Musée du Louvre)

খিমাইরা (ইংরেজি: Chimera) হচ্ছে গ্রিক পুরাণের এক ভয়ংকর ড্রাগন। শিমাইরা ছিল তাইফনএকিদ্নার সন্তান। পরবর্তীতে বেল্লেরোফোন তাকে বধ করে। খিমাইরার সাথে তার ভাই ওর্থরুসের মিলনে নেমিয়ার সিংহ ও স্ফিংক্সের জন্ম হয়। এটি অগ্নি উদ্গীরণকারী প্রাণী। গ্রীক পুরাণের এই দানব প্রাণিটি যার মুখ সিংহের, দেহ ছাগলের আর লেজ সাপের মতো।