শৈলেন সরকার

শৈলেন সরকার
পৌর ​​বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৮২-১৯৮৭
খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী
কাজের মেয়াদ
২০০১-২০০৬
পরিবেশ ও সংসদ বিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
২০০৬-২০১১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮ জুলাই ১৯৪০
বরিশাল
মৃত্যু৩১ ডিসেম্বর ২০১৩
মালদা
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীSwati Sarkar
সন্তানNo children

শৈলেন সরকার (১৮ জুলাই ১৯৪০ —৩১ ডিসেম্বর ২০১৩) ছিলেন একজন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতিবিদ, রাজ্য সরকারের একজন মন্ত্রী, পাঁচবারের বিধায়ক এবং একজন সিপিআইএম সচিবালয়ের সদস্য।

প্রথমিক দিনগুলো

১৯৪০ সালের ১৮ জুলাই বরিশালে জন্মগ্রহণ করেন‌ তিনি প্রাথমিক জীবনে একজন শিক্ষক ছিলেন। ১৯৫৬ সালে, তিনি বাংলা ও বিহারের একীকরণের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন। তিনি ১৯৬০ সালে অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন।[][]

নির্বাচনী অর্জন

শৈলেন সরকার ১৯৭৭,[] ১৯৮২[] এবং ১৯৮৭ সালে ইংরেজি বাজার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিআই(এম) টিকিটে নির্বাচিত হন।[]

এই সময়কালে তিনি ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বামফ্রন্ট মন্ত্রণালয়ে পৌর বিষয়ক ও নগর উন্নয়নের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[]

তিনি ২০০১[] এবং ২০০৬ সালে রতুয়া থেকে নির্বাচিত হন।[]

তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত পরিবেশ ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন।[]

স্টেটসম্যান লিখেছেন, "সরকার চারবার সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু সফল হননি। ১৯৯১ সালে তিনি সন্দেহাতীত কংগ্রেস নেতা মিঃ গনি খান চৌধুরীর বিরুদ্ধে ১,৮২০ ভোটের ব্যবধানে হেরেছিলেন।"[]

নব্বইয়ের দশকে তিনি জেলা সিপিআই(এম) সম্পাদক ছিলেন এবং শেষ দিন পর্যন্ত সিপিআই(এম) সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।[]

তথ্যসূত্র

  1. "Former Bengal minister Sailen Sarkar dead"। The Times of India, 31 December 2013। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪ 
  2. "Veteran CPM leader passes away"। The Statesman, 1 January 2014। ১৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪ 
  3. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  4. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  5. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  6. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪ 
  7. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪ 
  8. "Former Minister Sailen Sarkar passes away"। The Echo of India, 31 December 2013। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪ 

বহিঃসংযোগ