সদাশিব

সদাশিব
পরব্রহ্ম
সৃষ্টি, সংরক্ষণ, ধ্বংস, মায়া ও অনুগ্রহ
পশ্চিমবঙ্গ থেকে সদাশিব, ১১ খৃষ্টাব্দ
অন্তর্ভুক্তিপরম সত্তাশিব
আবাসসাদাক্য তত্ত্ব, কৈলাস পর্বত
মন্ত্রওঁ নমঃ শিবায়
অস্ত্রত্রিশূল
প্রতীকমুখলিঙ্গ
সঙ্গীপার্বতী রূপে আদি পরাশক্তি

সদাশিব (সংস্কৃত: सदाशिव, তামিল: சதாசிவம்),  শৈবধর্মের শৈবসিদ্ধান্ত পরম্পরায় পরম সত্তা, পরশিব নামেও পরিচিত। সদাশিব হলেন সর্বশক্তিমান, সূক্ষ্ম, দীপ্তিময় পরম, শিবের সর্বোচ্চ প্রকাশ। সদাশিব অনুগ্রহ ও ভিলয়কে আশীর্বাদ করেন, বা অনুগ্রহ ও বিভ্রম, যা পঞ্চকৃত্যের চতুর্থ ও পঞ্চম, বা শিবের "পাঁচটি পবিত্র কাজ"।

সদাশিবকে সাধারণত পাঁচটি মুখ ও দশটি হাত নিয়ে চিত্রিত করা হয়, যাকে শিবের ২৫টি মহেশ্বর মুর্তমের মধ্যে একটি হিসেবেও বিবেচনা করা হয়। শিব আগাম উপসংহারে পৌঁছেছেন যে শিবলিঙ্গ, বিশেষ করে মুখলিঙ্গ হল সদাশিবের আরেকটি রূপ।[]

তথ্যসূত্র

উৎস

বহিঃসংযোগ

  • উইকিমিডিয়া কমন্সে সদাশিব সম্পর্কিত মিডিয়া দেখুন।