সপ্তর্ষি (তারামণ্ডল)
তারামণ্ডল | |
সংক্ষিপ্ত রূপ | UMa |
---|---|
জেনিটিভ | Ursae Majoris |
উচ্চারণ | /ˈɜːrsə genitive /ˌɜːrsiː |
প্রতীকবাদ | the Great Bear |
বিষুবাংশ | ১০.৬৭ ঘণ্টা |
বিষুবলম্ব | +৫৫.৩৩° |
চতুর্থাংশ | NQ2 |
আয়তন | ১২৮০ বর্গডিগ্রি (৩য়) |
প্রধান তারা | ৭, ২০ |
বায়ার/ফ্ল্যামস্টিড তারাসমূহ | ৯৩ |
বহির্গ্রহবিশিষ্ট তারা | ২১ |
৩.০০m-এর অধিক তারা উজ্জ্বল | ৭ |
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা | ৮ |
উজ্জ্বলতম তারা | ε UMa (Alioth) (১.৭৬m) |
নিকটতম তারা | Lalande 21185 (৮.৩১ ly, ২.৫৫ pc) |
মেসিয়ার বস্তু | ৭ |
উল্কাবৃষ্টি | Alpha Ursa Majorids Leonids-Ursids |
সীমান্তবর্তী তারামণ্ডল | Draco Camelopardalis [ লিঙ্কস(constellation)|Lynx]] Leo Minor [লিও (constellation)|Leo]] Coma Berenices কেন্স ভেনেটিসি Boötes |
+90° ও −30° অক্ষাংশের মাঝে দৃশ্যমান। এপ্রিল মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়। The Big Dipper or Plough |
সপ্তর্ষিমন্ডল /ˈɜːrsə
সাতজন ঋষির নাম:
অবস্থান
সপ্তর্ষিমণ্ডল সারা বছর ধ্রুবতারার চারদিকে ঘোরে। সপ্তর্ষিমণ্ডলের প্রথম দু'টি তারা ক্রতু ও পুলহ-কে যোগ করে সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখা ধ্রুবতারার দিকে নির্দেশ করে, এবং রেখাটিকে বিপরীতে চালিত করলে সিংহ রাশিতে নির্দেশ করে।
এতে বশিষ্ঠএর পাশে ছোটো একটি তারা দেখা যায়, নাম অরুন্ধতী। অরুন্ধতী ছিলেন ঋষি বশিষ্ঠের স্ত্রী।
নামকরণ
এ মণ্ডলীর ইংরেজি নাম Ursa major[২] বা দি গ্রেট বিয়ার (the Great Bear) -এর অর্থ বৃহৎ ভালুক। গ্রিকরা অনেকগুলি তারা নিয়ে তৈরি বৃহদাকার ভালুক এর মতো নক্ষত্রমণ্ডলকে Ursa Major বলে শনাক্ত করেছিলেন যেখানে ভারতীয় নক্ষত্রমন্ডলটির সবচেয়ে উজ্জ্বল সাতটি তারাই পর্যবেক্ষণ করেন যেগুলি প্রশ্নবোধক চিহ্নের আকৃতিতে অবস্থান করে, তাই এমন নাম দেন। পাশ্চাত্যের মানুষও এই সাতটি তারা পর্যবেক্ষণ করেন এবং নাম দেন The Big Dipper[৩], তবে তারা এটিকে তারামন্ডল বলে গণনা না করে তারামন্ডলের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র তারাগুচ্ছ বা asterism[৪] বলেই গণ্য করেন।