সাথিয়া (চলচ্চিত্র)

সাথিয়া
সাথিয়া চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাদ আলী
প্রযোজকবব্বি বেদী
যশ চোপড়া
মণি রত্নম
চিত্রনাট্যকারগুলজার
মণি রত্নম
কাহিনিকারমণি রত্নম
শ্রেষ্ঠাংশেরাণী মুখার্জী
বিবেক ওবেরয়
তনুজা
শাহরুখ খান
টাবু
সুরকারএ. আর. রহমান
চিত্রগ্রাহকঅনিল মেহতা
সম্পাদকএ. শ্রীকর প্রসাদ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশককালিডসকোপ এন্টারটেনমেন্ট
মাদ্রাজ টকিজ
যশ রাজ ফিল্মস
মুক্তি২০ ডিসেম্বর, ২০০২
স্থিতিকাল১৩৯ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়১৮ কোটি টাকা (ভারত)[]

সাথিয়া (হিন্দি: साथिया, উর্দু: ساتھیا‎‎, [Saathiya - Life Partner] ত্রুটি: {Lang-xx}: text has italic markup (সাহায্য), বাংলা: জীবনসঙ্গী) হচ্ছে ২০০২ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন শাদ আলী, যৌথভাবে প্রযোজনা করেছেন বব্বি বেদী, যশ চোপড়ামণি রত্নম এবং সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাণী মুখার্জী, বিবেক ওবেরয়তনুজা। এটি মূলত তামিল ভাষার চলচ্চিত্র আলাইপায়ুদে (২০০০) এর পুনর্নির্মাণ যেটি পরিচালনা করেছিলেন মণি রত্নম নিজেই এবং ওটিতেও সঙ্গীত পরিচালনা করেছিলেন এ. আর. রহমান।

এই চলচ্চিত্রটিতে দুটি বর্ধিত চরিত্রে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খানটাবু

শ্রেষ্ঠাংশে

  • রাণী মুখার্জী - সুহানি শর্মা
  • বিবেক ওবেরয় - আদিত্য সেহ্গল / আদি
  • তনুজা - শোভানা শর্মা (সুহানি'র মা)
  • শাহরুখ খান - য়েশ্বান্ত রাও (প্রসারিত বিশেষ উপস্থিতি)
  • টাবু - সাবিত্রী রাও (প্রসারিত বিশেষ উপস্থিতি)
  • সতিশ শাহ - অম সেহগাল (আদিত্য'র বাবা)
  • শরৎ সাক্সেনা - চন্দ্রপ্রকাশ শর্মা (সুহানি'র বাবা)
  • স্বরূপ সম্পাত - শান্তি (আদিত্য'র মা)
  • সন্ধ্যা মৃদুল - দিনা শর্মা (সুহানি'র বড় বোন)
  • অঞ্জু মহেন্দ্রু - প্রেম
  • শমিতা শেট্টি - বিশেষ উপস্থিতি ('চোরি পে চোরি' গানে)

সম্মাননা

ফিল্মফেয়ার পুরস্কার

সাথিয়া ফিল্মফেয়ার পুরস্কার এর ছয় পুরস্কার জিতেছে.

জি সিনে অ্যাওয়ার্ডস
  • বিজয়ী শিরোণামে রহমান - জী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক জন্য সিনে পুরস্কার
  • বিজয়ী জী শ্রেষ্ঠ গীতিকারের জন্য সিনে অ্যাওয়ার্ড - গুলজার
  • বিজয়ী জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ নেপথ্য গায়ক-পুরুষ - সোনু নিগম
  • বিজয়ী শ্রেষ্ঠ সাউন্ড - রবার্ট টেলর
আইফা
  • বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার - এ. আর. রহমান
  • বিজয়ী শ্রেষ্ঠ পুরুষ গায়কের পুরস্কার - সোনু নিগম
এমটিভি ইমিস
  • বিজয়ী শ্রেষ্ঠ রাষ্ট্রভাষা - এ. আর. রহমান
  • বিজয়ী শ্রেষ্ঠ গান: গুলজার
  • বিজয়ী শ্রেষ্ঠ গায়ক (পুরুষ) - সোনু নিগম
বলিউড সঙ্গীত পুরস্কার[]
বলিউড মুভি অ্যাওয়ার্ডস[]

তথ্যসূত্র

  1. "Box Office 2002"। Box office India। ২২ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১১ 
  2. "Bollywood Awards"। ৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০০৮ 

বহিঃসংযোগ