সারভেত ফুটবল ক্লাব
পূর্ণ নাম | অ্যাসোসিয়েশন দু সারভেত ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | লে গ্রনা (গাঢ় তাম্রবর্ণ) | ||
প্রতিষ্ঠিত | ২০ মার্চ ১৮৯০ | ||
মাঠ | স্তাদ দে জেনেভা[১] | ||
ধারণক্ষমতা | ৩০,০৮৪ | ||
মালিক | ১৮৯০ ফাউন্ডেশন | ||
সভাপতি | দিদিয়ের ফিশার | ||
ম্যানেজার | অ্যালান গাইগার[২] | ||
লিগ | সুইস সুপার লীগ | ||
২০১৮–১৯ | ১ম (উত্তীর্ণ) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
অ্যাসোসিয়েশন দু সারভেত ফুটবল ক্লাব (ফরাসি: Association du Servette Football Club, ইংরেজি: Servette FC; এছাড়াও সারভেত জেনেভা, সারভেত ফুটবল ক্লাব, সারভেত এফসি অথবা শুধুমাত্র সারভেত নামে পরিচিত) হচ্ছে জেনেভা ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৮৯০ সালের ২০শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সারভেত এফসি তাদের সকল হোম ম্যাচ জেনেভার স্তাদ দে জেনেভায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,০৮৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অ্যালান গাইগার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দিদিয়ের ফিশার। সুইস মধ্যমাঠের খেলোয়াড় মাইকেল গন্সালভেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, সারভেত এফসি এপর্যন্ত ২৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৭টি সুইস সুপার লীগ, ৭টি সুইস কাপ, ৩টি সুইস লীগ কাপ এবং ১টি সুইস চ্যালেঞ্জ লীগ শিরোপা রয়েছে।
অর্জন
- সুইস চ্যাম্পিয়নশিপ: ১৭
- ১৯০৬–০৭, ১৯১৭–১৮, ১৯২১–২২, ১৯২৪–২৫, ১৯২৫–২৬, ১৯২৯–৩০, ১৯৩২–৩৩, ১৯৩৩–৩৪, ১৯৩৯–৪০, ১৯৪৫–৪৬, ১৯৪৯–৫০, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৭৮–৭৯, ১৯৮৪–৮৫, ১৯৯৩–৯৪, ১৯৯৮–৯৯
- সুইস কাপ: ৭
- ১৯২৭–২৮, ১৯৪৮–৪৯, ১৯৭০–৭১, ১৯৭৭–৭৮, ১৯৭৮–৭৯, ১৯৮৩–৮৪, ২০০০–০১
- সুইস লীগ কাপ: ৩
- ১৯৭৬–৭৭, ১৯৭৮–৭৯, ১৯৭৯–৮০ (রেকর্ড)
- সুইস চ্যালেঞ্জ লীগ
- ২০১৮–১৯
তথ্যসূত্র
- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "কর্মকর্তা"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "সারভেত ফুটবল ক্লাব: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি)
টেমপ্লেট:সারভেত ফুটবল ক্লাব টেমপ্লেট:সুইস সুপার লীগ