সালাম

"Salām"

সালাম (سَلَام) আরবি শব্দ। এর অর্থ হলো- শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, আরাম, আনন্দ ইত্যাদি। একটি সম্মানজনক অভ্যর্থনামূলক ইসলামি অভিবাদন হলো- ‘সালাম’। এ কারণে কারও সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলার আগে সালাম দেয়া নবি মুহাম্মদের নির্দেশ। তিনি বলেছেন, ‘কথা বলার আগে সালাম দাও।’

শব্দ হিসেবে

স্থান

  • সালাম, চাহারমহল ও বখতিয়ারি, ইরান
  • সালাম, মালি
  • দার এস সালাম, তানজানিয়া
  • আল সালাম সেতু; সুয়েজ খাল সেতু দেখুন
  • ওয়াদি-উস-সালাম, ইরাক
  • সালাম স্ট্রিট, আবুধাবির একটি রাস্তা

আরও দেখুন

  • লাল সালাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের সাম্যবাদীদের দ্বারা ব্যবহৃত একটি স্যালুট, অভিবাদন বা কোড শব্দ।