সুপারইউজার

কম্পিউটিংয়ে সুপারইউজার হলো, একটি বিশেষ ব্যবহারকারী একাউন্ড যা দিয়ে সিস্টেম প্রশাসন নিয়ন্ত্রণ করা হয়। অপারেটিং সিস্টমের উপর ভিত্তি করে, এই নাম বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হয় যেমন রুট, এডমিনিস্ট্রেটর, এডমিন অথবা সুপারভাইজর। কিছু কিছু ক্ষেত্রে নাম গুরুত্বপূর্ণ হয় না তার পরিবর্তে ব্যবহারকারী প্রোফাইলে অনুমতি প্রদান সংবলিত একটি চিহ্নের মাধ্যমেই প্রশাসকের কার্য সম্পাদন করা যাবে কিনা তা ঠিক করা হয়।

যেসব ওএসে সুপারইউজার ধারনাটি ব্যবহৃত হয় তাতে সাধারনভাবে ধরে নেয়া হয় যে বেশিরভাগ এপ্লিকেশনের কাজ সাধারণ একাউন্টের মাধ্যমেই করা যায় আর সাধারণ একাউন্টের সিস্টেম ব্যাপী পরিবর্তন সাধন করা সম্ভব নয়।

নভেল নেটওয়্যার

নভেল নেটওয়্যারে সুপারইউজারকে ডাকা হত "সুপারভাইজর", পরবর্তীতে নাম রাখা হয় "এডমিন"

ওপেনভিএমএস

ওপেনভিএমএসে সুপারইউজার একাউন্টের নাম হল "সিস্টেম"।

নিয়মিত ব্যবহারকারী

যেসব একাউন্ট সুপারইউজার একাউন্ট নয় সেগুলোই নিয়মিত ব্যবহারকারী একাউন্ট।

আরো দেখুন

  • nobody (username)
  • passwd
  • পাওয়ার ইউজার
  • রুটিং (এনড্রয়েড ওএস)
  • Rootkits
  • sudo

তথ্যসূত্র

বহিঃসংযোগ