সুফইয়ান সাওরী
সুফইয়ান সাওরী سفيان الثوري (আরবি) | |
---|---|
অন্য নাম | আবু আবদুল্লাহ সুফইয়ান ইবনে সাঈদ |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | 716 CE 97 AH Khorasan, Umayyad Empire |
মৃত্যু | ৭৭৮ 161 AH) বসরা, Abbasid Empire | (বয়স ৬১–৬২) CE
ধর্ম | ইসলাম |
অন্য নাম | আবু আবদুল্লাহ সুফইয়ান ইবনে সাঈদ |
মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত
| |
যাদের প্রভাবিত করেন
|
সুফইয়ান সাওরী বা ইমাম সুফইয়ান সাওরী , যার পুরো নাম আবু আবদুল্লাহ সুফইয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাওরী আল-কুফী (আরবি : أبو عبد الله سفيان بن سعيد بن مسروق الثوري; ইংরেজি : Abu Abdullah Sufyan ibn Said ibn Masruq al-Thawri )(৯৭-১৬১ হিঃ) ছিলেন একজন ইসলামিক পণ্ডিত । তিনি ছিলেন শাইখুল ইসলাম, ইমামুল হুফফাজ , সায়্যিদুল উলামা আল-আমিলিন আল-আলামিন , একজন বিশিষ্ট ফকিহ ও মুহাদ্দিস ছিলেন তিনি । যিনি জাবত্ ও রেওয়ায়েতের ক্ষেত্রে এতই বিখ্যাত হয়েছিলেন যে, অন্যান্য মুসলিম পণ্ডিতগণ যেমন শু'বা ইবনে হাজ্জাজ, সুফিয়ান ইবনে আইয়িনা এবং ইয়াহইয়া ইবনে মা'ঈন প্রমুখ মুহাদ্দিসীনে কিরাম তাকে আমির আল-মু'মিনীন ফী্ল হাদীস উপাধিতে ভূষিত করেন ।
নাম ও নসব
তার নাম- সুফইয়ান কুনিয়ত হচ্ছে- আবু আবদুল্লাহ
মৃত্যু
তিনি ১৬১ হিজরিতে মৃত্যু বরণ করেন ।