সুমন রেজা
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৫ জুন ১৯৯৫ | ||
জন্ম স্থান | টাঙ্গাইল, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বসুন্ধরা কিংস | ||
জার্সি নম্বর | ৯ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
বাংলাদেশ বিমান বাহিনী | |||
২০১৬–২০২১ | উত্তর বারিধারা | ২৮ | (12) |
২০২২– | বসুন্ধরা কিংস | ১৬ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০২০– | বাংলাদেশ | ১৮ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৪১, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:১৫, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সুমন রেজা (জন্ম: ১৫ জুন ১৯৯৫) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডহয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
বাংলাদেশী ক্লাব বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি বাংলাদেশ বিমান বাহিনী হতে উত্তর বারিধারায় যোগদান করেছিলেন, যেখানে তিনি ২৮ ম্যাচে ১২টি গোল করেছিলেন। ২০২১–২২ মৌসুমে, তিনি উত্তর বারিধারা হতে বাংলাদেশী ক্লাব বসুন্ধরা কিংসে যোগদান করেছেন।
২০২০ সালে, সুমন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
সুমন রেজা ১৯৯৫ সালের ১৫ই জুন তারিখে বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
২০২০ সালের ১৩ই নভেম্বর তারিখে, মাত্র ২৫ বছর ৪ মাস ৩০ দিন বয়সে, সুমন নেপালের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন।[১][২][৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন, তবে ম্যাচের ৪৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিলের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠ ত্যাগ করেন।[৪] ম্যাচটি বাংলাদেশ ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] জাতীয় দলের হয়ে অভিষেকের ১১ মাস পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬] ২০২১ সালের ১৩ই অক্টোবর তারিখে, নেপালের বিরুদ্ধে ম্যাচের ৯ম মিনিটে বাংলাদেশের হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৭]
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ৮ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০২০ | ৩ | ০ |
২০২১ | ১৩ | ১ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ১৮ | ১ |
আন্তর্জাতিক গোল
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ১৩ অক্টোবর ২০২১ | মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়াম, মালে, মালদ্বীপ | নেপাল | ১–০ | ১–১ | ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ | [৬][৭] |
তথ্যসূত্র
- ↑ "FIFA Int'l Series: Bangladesh off to a flying start with 2..."। UNB (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৪।
- ↑ "Mujib Barsho friendly series: Bangladesh bash Nepal"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৪।
- ↑ "Suman looking to strike on debut"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৪।
- ↑ "Bangladesh - Nepal, Nov 13, 2020 - Mujib Borsho FIFA International Football Series - Match sheet"। Transfermarkt। ১৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১।
- ↑ Strack-Zimmermann, Benjamin (১৩ নভেম্বর ২০২০)। "Bangladesh vs. Nepal (2:0)"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১।
- ↑ ক খ "Bangladesh vs. Nepal - 13 October 2021"। Soccerway। ১৩ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১।
- ↑ ক খ "Bangladesh - Nepal, Oct 13, 2021 - Match sheet"। Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১।
বহিঃসংযোগ
- সকারওয়েতে সুমন রেজা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে সুমন রেজা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে সুমন রেজা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে সুমন রেজা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে সুমন রেজা (ইংরেজি)