সৌর শক্তি

হংকংয়ে একটি ছাদের উপর সৌর প্যানেলের বিন্যাস
স্পেনের সোলনোভা সৌরশক্তি স্টেশনের প্রথম তিনটি ঘনীভূত সৌরশক্তি ইউনিট

সৌর শক্তি হল সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা। দুইভাবে রুপান্তরের এই কাজটি করা হয়ে থাকে- প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে ফোটো ভোলটাইক (পিভি) বলা হয়।প্রাথমিকভাবে ছোট ও মাঝারি পরিসরে এর ব্যবহার করা হয়ে থাকে। পরোক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে বলা হয় ঘনীভূত সৌর শক্তি বা কনসেনট্রেডেট সোলার পাওয়ার (সিএসপি)।

তথ্যসূত্র

{সম্ভাবনাময় সৌর বিদ্যুতের বড় হাতছানি বাধাগ্রস্ত করছে নিম্নমানের যন্ত্রপাতি|}