স্তেফান সাভিচ

স্তেফান সাভিচ
২০১৫ সালে মন্টিনিগ্রোর হয়ে সাভিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-01-08) ৮ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৪)
জন্ম স্থান ময়কোভাৎস, মন্টিনিগ্রো
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থানরক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ১৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০১:৫১, ৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

স্তেফান সাভিচ (সার্বো-ক্রোয়েশীয়-বসনীয়: Стефан Савић, ইংরেজি: Stefan Savić; জন্ম: ৮ জানুয়ারি ১৯৯১) হলেন একজন মন্টিনিগ্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং মন্টিনিগ্রো জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, সাভিচ মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মন্টিনিগ্রোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত মন্টিনিগ্রোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে মন্টিনিগ্রোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মন্টিনিগ্রোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭১ ম্যাচে ৯টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

স্তেফান সাভিচ ১৯৯১ সালের ৮ই জানুয়ারি তারিখে মন্টিনিগ্রোর ময়কোভাৎসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সাভিচ মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৭, মন্টিনিগ্রো অনূর্ধ্ব-১৯ এবং মন্টিনিগ্রো অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে মন্টিনিগ্রোর প্রতিনিধিত্ব করেছেন। মন্টিনিগ্রোর বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

৮ নভেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মন্টিনিগ্রো ২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩
সর্বমোট ৭১

তথ্যসূত্র

  1. "Página oficial del Atlético de Madrid" [আতলেতিকো মাদ্রিদের মূল পাতা]। atleticodemadrid.com (ইংরেজি ভাষায়)। আতলেতিকো মাদ্রিদ। ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  2. "Official Atlético de Madrid staff in 2023/24 – LALIGA" [২০২৩/২৪-এ আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তা – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ১৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ