স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৯০–৯৯)
স্বাধীনতা পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৭৭ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৫ |
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[১] দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।[২] এই তালিকাটি ১৯৯০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
১৯৯০
১৯৯০ সালে ২ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।[৩]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
অধ্যাপক আমিনুল ইসলাম | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
মোহাম্মদ ইয়াছিন | পল্লী উন্নয়ন |
১৯৯১
১৯৯১ সালে ৩ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৪]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
শাহ আলম | ক্রীড়া | মরণোত্তর বিজয়ী | |
শামসুর রাহমান | সাহিত্য | ||
মো: ইন্নাস আলী | বিজ্ঞান ও প্রযুক্তি |
১৯৯২
১৯৯২ সালে ২ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৫]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট | বিজ্ঞান ও প্রযুক্তি | প্রতিষ্ঠান | |
অধ্যাপক কাজী জাকের হোসেন | শিক্ষা | ||
মরহুম জহির রায়হান | সাহিত্য | মরণোত্তর বিজয়ী |
১৯৯৩
১৯৯৩ সালে ৫ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৬]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
একিউএম বদরুদ্দোজা চৌধুরী | চিকিৎসাবিদ্যা | ||
এস. এম. সুলতান | সংস্কৃতি (চারুকলা) |
||
কাজী আবদুল আলীম | ক্রীড়া | ||
জাহানারা বেগম | পল্লী উন্নয়ন | ||
আবুল কাশেম | শিক্ষা | মরণোত্তর বিজয়ী |
১৯৯৪
১৯৯৪ সালে ৩ জন ব্যক্তিত্ব এবং ২টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৭]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর | বিজ্ঞান ও প্রযুক্তি | প্রতিষ্ঠান | |
আহসান হাবিব | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
আতিকুর রহমান | ক্রীড়া | ||
ওস্তাদ মোবারক হোসেন খান | সংস্কৃতি (সঙ্গীত) |
||
গ্রামীণ ব্যাংক | পল্লী উন্নয়ন | প্রতিষ্ঠান |
১৯৯৫
১৯৯৫ সালে ৭ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৩ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৮]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
কাজী আম্বার আলী | শিক্ষা | মরণোত্তর বিজয়ী | |
আবদুল করিম সাহিত্যবিশারদ | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
ফেরদৌসী রহমান | সংস্কৃতি (সঙ্গীত) |
||
সৈয়দা ইকবাল মান্দ বানু | সমাজসেবা | ||
জাকারিয়া পিন্টু | ক্রীড়া ও খেলাধুলা | ||
সৈয়দ মোহাম্মদ আলী | সাংবাদিকতা | মরণোত্তর বিজয়ী |
১৯৯৬
১৯৯৬ সালে ৭ জন ব্যক্তিত্ব এবং ১টি প্রতিষ্ঠানকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ২ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৯]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
অধ্যাপক এ এম জহুরুল হক | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
মরহুম ডাঃ কাজী আবুল মনসুর | চিকিৎসাবিদ্যা | মরণোত্তর বিজয়ী | |
মরহুম মৌলভী আবুল হাশিম | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
সফিউদ্দিন আহমেদ | সংস্কৃতি (চারুকলা) |
||
মোহাম্মদ আব্দুল জব্বার | সংস্কৃতি (সঙ্গীত) |
||
সাবিনা ইয়াসমিন | সংস্কৃতি (সঙ্গীত) |
||
কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন | ক্রীড়া ও খেলাধুলা | ||
আঞ্জুমান মফিদুল ইসলাম | জনসেবা | প্রতিষ্ঠান |
১৯৯৭
১৯৯৭ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[১০]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
ড. মুন্সী সিদ্দীক আহমদ | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম | চিকিৎসাবিদ্যা | ||
অধ্যাপক কবীর চৌধুরী | শিক্ষা | ||
মরহুম অধ্যাপক আবদুল মতিন চৌধুরী | শিক্ষা | মরণোত্তর বিজয়ী | |
কবি সুফিয়া কামাল | সাহিত্য | ||
শওকত ওসমান | সাহিত্য | ||
মরহুম আবদুল আলীম | সংস্কৃতি সঙ্গীত |
মরণোত্তর বিজয়ী | |
শহীদ জননী জাহানারা ইমাম | সমাজসেবা | ||
মরহুম বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী | |
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত | বাংলা ভাষা | মরণোত্তর বিজয়ী |
১৯৯৮
১৯৯৮ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৯ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[১১]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | মরণোত্তর বিজয়ী | |
শহীদ সৈয়দ নজরুল ইসলাম | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | মরণোত্তর বিজয়ী | |
শহীদ তাজউদ্দিন আহমদ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | মরণোত্তর বিজয়ী | |
শহীদ ক্যাপ্টেন মনসুর আলী | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | মরণোত্তর বিজয়ী | |
শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | মরণোত্তর বিজয়ী | |
শহীদ আবদুর রব সেরনিয়াবাত | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | মরণোত্তর বিজয়ী | |
শহীদ শেখ ফজলুল হক মনি | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | মরণোত্তর বিজয়ী | |
ড. আব্দুল মোছাব্বের চৌধুরী | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
শহীদ শহীদুল্লাহ কায়সার | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
শহীদ শেখ কামাল | ক্রীড়া | মরণোত্তর বিজয়ী |
১৯৯৯
১৯৯৯ সালে ১১ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৫ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[১২]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
আব্দুস সামাদ আজাদ | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ | ||
অধ্যাপক ডা. রশিদ উদ্দিন আহমদ | চিকিৎসাবিদ্যা | ||
মরহুম অধ্যাপক এ. কিউ. এম. বজলুল করিম | শিক্ষা | মরণোত্তর বিজয়ী | |
অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমদ | শিক্ষা | ||
সিকান্দার আবু জাফর | সাহিত্য | ||
প্রফেসর মোহাম্মদ কিবরিয়া | সংস্কৃতি (চারুকলা) |
||
মরহুমা বেগম বদরুন্নেসা আহমদ | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী | |
কলিম শরাফী | সংস্কৃতি (সঙ্গীত) |
||
ড. এফ আর খান | সংস্কৃতি (স্থাপত্য) |
মরণোত্তর বিজয়ী | |
মাজহারুল ইসলাম | সংস্কৃতি (স্থাপত্য) |
||
প্রয়াত ব্রজেন দাস | ক্রীড়া | মরণোত্তর বিজয়ী |
আরও দেখুন
- স্বাধীনতা পুরস্কার (১৯৭৭–৭৯)
- স্বাধীনতা পুরস্কার (১৯৮০–৮৯)
- স্বাধীনতা পুরস্কার (২০০০–০৯)
- স্বাধীনতা পুরস্কার (২০১০–১৯)
তথ্যসূত্র
- ↑ সানজিদা খান (২০১২)। "জাতীয় পুরস্কার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯০"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯১"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯২"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯৩"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯৪"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯৫"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯৬"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯৭"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯৮"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৯৯"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।