হাম্মাদ ইবনে সালামাহ
হাম্মাদ ইবনে সালামাহ | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
মৃত্যু | ১৬৭ হিজরি/৭৮৩ খ্রিস্টাব্দ |
ধর্ম | ইসলাম |
যুগ | আব্বাসি খিলাফত |
অঞ্চল | আব্বাসি খিলাফত |
ধর্মীয় মতবিশ্বাস | সুন্নি, আছারি |
প্রধান আগ্রহ | হাদিস, আরবি ভাষা |
মুসলিম নেতা | |
যাদের প্রভাবিত করেন
|
আবু সালমা হাম্মাদ ইবনে সালামাহ ইবনে দিনার আল-বসরি ( আরবি: حماد بن سلمة بن دينار البصري ; মৃত্যু ১৬৭ হি/৭৮৩ খ্রি.[১]), সালামাহ ইবনে দীনারের পুত্র। তিনি ছিলেন একজন বিশিষ্ট হাদীস বর্ণনাকারী এবং আরবী ভাষার প্রাচীনতম ব্যাকরণবিদদের একজন। তিনি তার ছাত্র, সিবাওয়াইহের উপর বেশ প্রভাব ফেলেছিলেন বলে উল্লেখ করা হয়েছিল।[১]
তিনি বনু তামিম বা কুরাইশদের একজন খদ্দের ( মাওলা ) ছিলেন। [১] তিনি তাবি'আল-তাবি'ইন- এর যুগের থেকে ছিলেন, ইসলামের প্রাথমিক যুগের একজন।[২]
জীবনী
ইবনে সালামার জন্ম হিজরি ৮২ (৭০১/৭০২) এবং হিজরি ১৬৭ (৭৮৩/৭৮৪) মারা যান । হাদিস বা মহানবী মুহাম্মাদ ﷺএর বক্তব্য ও কর্মে বর্ণনায় তিনি পরবর্তী ইমাম ইবনে জুরায়জ, সুফিয়ান আল-সাওরি এবং আবদুল্লাহ ইবনে মুবারকের জন্য একজন বর্ণনাকারী ছিলেন। [২] তার মর্যাদা অনেক মুসলিম পণ্ডিতদের দ্বারা জীবনীগত মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ পদ বলে বিবেচিত হয়েছে, এবং তাঁর থেকে সহীহ মুসলিম এবং সহীহ আল-বুখারি উভয়েই হাদিস বর্ণিত হয়েছে, আর এ দুটি সুন্নি মুসলমানদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দুটি সংগ্রহ। [২] তিনি আবু দাউদ আত-তায়ালিসি রাহি. এবং ইউনুস ইবনে হাবীব রাহি. উভয়ের শিক্ষক ছিলেন বলেও মনে করা হয়। [৩]
তথ্যসূত্র
তথ্যসূত্রের প্রাকদর্শন
- ↑ ক খ গ Sībawayh, ʻAmr ibn ʻUthmān (১৯৮৮), Hārūn, ʻAbd al-Salām Muḥammad, সম্পাদক, Al-Kitāb Kitāb Sībawayh Abī Bishr ʻAmr ibn ʻUthmān ibn Qanbar, Introduction (3rd সংস্করণ), Cairo: Maktabat al-Khānjī, পৃষ্ঠা 8–9
- ↑ ক খ গ 20021 – Hammad bin Salama (Abu Salma, Abu Sakhar) at Muslim Scholars Database. Copyright (c) 2011 & beyond, Arees Institute.
- ↑ Ibn Khallikan, Deaths of Eminent Men and History of the Sons of the Epoch, vol. 4, pg. 586. Trns. William McGuckin de Slane. London: Oriental Translation Fund of Great Britain and Ireland, 1871.