হার্পার লি
হার্পার লি
জন্ম নেলি হার্পার লি(১৯২৬-০৪-২৮ ) ২৮ এপ্রিল ১৯২৬ মনরোভিল, অ্যালাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যু ১৯ ফেব্রুয়ারি ২০১৬(2016-02-19) (বয়স ৮৯) মনরোভিল, অ্যালাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র পেশা ঔপন্যাসিক শিক্ষা হান্টিংডন কলেজ অ্যালাবামা বিশ্ববিদ্যালয় সময়কাল ১৯৬০-২০১৫ ধরন সাহিত্য আন্দোলন দক্ষিণী গোথিক উল্লেখযোগ্য রচনাবলি স্বাক্ষর
নেলি হার্পার লি (২৮ এপ্রিল ১৯২৬ - ১৯ ফেব্রুয়ারি ২০১৬) একজন মার্কিন ঔপন্যাসিক। তার রচিত ১৯৬০ সালের উপন্যাস টু কিল আ মকিংবার্ড ১৯৬১ সালে কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার অর্জন করে এবং আধুনিক মার্কিন সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্মে পরিণত হয়। তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ট্রুম্যান ক্যাপোটিকে ইন কোল্ড ব্লাড (১৯৬৬) বই রচনাকালে গবেষণায় সহায়তা করেন।[ ১] তার দ্বিতীয় ও শেষ উপন্যাস গো সেট আ ওয়াচম্যান মকিংবার্ড -এর পূর্বে রচিত পাণ্ডুলিপি কিন্তু মকিংবার্ড -এর গল্পের পরবর্তী সময়ের পটভূমিত রচিত। বইটি মকিংবার্ড -এর অনুবর্তী পর্ব হিসেবে ২০১৫ সালের জুলাই মাসে প্রকাশিত হয়।[ ২] [ ৩] [ ৪]
লি সাহিত্যে অবদানের জন্য ২০০৭ সালে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম-সহ অসংখ্য পুরস্কার ও সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন।[ ৫] [ ৬] [ ৭]
লি ২০১৬ সালের ১৯শে ফেব্রুয়ারি ৮৯ বছর বয়সে অ্যালাবামার মনরোভিলে মৃত্যুবরণ করেন।[ ৮]
সৃষ্টিকর্ম
উপন্যাস
নিবন্ধ
"Love—In Other Words"। ভোগ । ১৫ এপ্রিল ১৯৬১। পৃষ্ঠা ৬৪–৬৫।
"Christmas to Me"। ম্যাক্যাল্স । ডিসেম্বর ১৯৬১।
"When Children Discover America"। ম্যাক্যাল্স । আগস্ট ১৯৬৫।
"Romance and High Adventure"। ১৯৮৩।
"Open letter to Oprah Winfrey"। ও, দি ওপরাহ ম্যাগাজিন । জুলাই ২০০৬।
তথ্যসূত্র
↑ হ্যারিস, পল (৪ মে ২০১৩)। "Harper Lee sues agent over copyright to To Kill A Mockingbird" । দ্য গার্ডিয়ান । সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
↑ নোসেরা, জো (২৪ জুলাই ২০১৫)। "The Harper Lee 'Go Set A Watchman' Fraud" । The New York Times । সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
↑ ওল্ডনবার্গ, অ্যান (৩ ফেব্রুয়ারি ২০১৫)। "New Harper Lee novel on the way!" । ইউএসএ টুডে । সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
↑ অল্টার, আলেকজান্ড্রা (৩ ফেব্রুয়ারি ২০১৫)। "Harper Lee, Author of 'To Kill a Mockingbird,' Is to Publish a Second Novel" । দ্য নিউ ইয়র্ক টাইমস । সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
↑ "President Bush Honors Medal of Freedom Recipients" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। দ্য হোয়াইট হাউজ। ৫ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
↑ চ্যাপেল, বিল (১৯ ফেব্রুয়ারি ২০১৬)। "Harper Lee, Author Of 'To Kill A Mockingbird,' Dies At Age 89" । এনপিআর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
↑ "Notre Dame issues statement about passing of Harper Lee, shares video" । এবিসি৫৭ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
↑ "Harper Lee, 'To Kill a Mockingbird' author, dead at 89" । সিএনএন (ইংরেজি ভাষায়)। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
হার্পার লি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিউক্তিতে
হার্পার লি সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
হার্পার লি গৃহীত পুরস্কারসমূহ
টেমপ্লেট:মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় শিল্পকলা পদক প্রাপক ২০১০ ও ২০২০-এর দশক
১৯১৮–১৯২৫ ১৯২৬–১৯৫০
অ্যারোস্মিথ - সিনক্লেয়ার লুইস (প্রত্যাখ্যান) (১৯২৬)
আর্লি অটাম - লুইস ব্রোমফিল্ড (১৯২৭)
দ্য ব্রিজ অব স্যান লুইস রে - থর্নটন ওয়াইল্ডার (১৯২৮)
স্কারলেট সিস্টার ম্যারি - জুলিয়া পিটারকিন (১৯২৯)
লাফিং বয় - অলিভার লা ফার্জ (১৯৩০)
ইয়ার্স অব গ্রেস - মার্গারেট আয়ার বার্নস (১৯৩১)
দ্য গুড আর্থ - পার্ল এস. বাক (১৯৩২)
দ্য স্টোর - টমাস সিজিসমুন্ড স্ট্রিবলিং (১৯৩৩)
ল্যাম্ব ইন হিজ বোজম - ক্যারোলিন পাফোর্ড মিলার (১৯৩৪)
নাউ ইন নভেম্বর - জোসেফিন উইনস্লো জনসন (১৯৩৫)
হানি ইন দ্য হর্ন - হ্যারল্ড এল. ডেভিস (১৯৩৬)
গন উইথ দ্য উইন্ড - মার্গারেট মিচেল (১৯৩৭)
দ্য লেট জর্জ অ্যাপলি - জন ফিলিপস মার্কোয়েন্ড (১৯৩৮)
দ্য ইয়ার্লিং - মার্জোরি কিনান রলিংস (১৯৩৯)
দ্য গ্রেপস অব র্যাথ - জন স্টাইনবেক (১৯৪০)
ইন দিস আওয়ার লাইফ - এলেন গ্লাসগো (১৯৪২)
ড্রাগন্স টিথ - আপটন সিনক্লেয়ার (১৯৪৩)
জার্নি ইন দ্য ডার্ক - মার্টিন ফ্ল্যাভিন (১৯৪৪)
আ বেল ফর অ্যাডানো - জন হার্সি (১৯৪৫)
অল দ্য কিংস মেন - রবার্ট পেন ওয়ারেন (১৯৪৭)
টেলস অব দ্য সাউথ প্যাসিফিক - জেমস এ. মিশেনার (১৯৪৮)
গার্ড অব অনার - জেমস গোল্ড কোজেন্স (১৯৪৯)
দ্য ওয়ে ওয়েস্ট - এ. বি. গুথরি জুনিয়র (১৯৫০)
১৯৫১–১৯৭৫
দ্য টাউন - কনরাড রিক্টার (১৯৫১)
দ্য কেইন মিউটিনি - হারমান উক (১৯৫২)
দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী - আর্নেস্ট হেমিংওয়ে (১৯৫৩)
আ ফেবল - উইলিয়াম ফকনার (১৯৫৫)
অ্যান্ডারসনভিল - ম্যাকিনলি ক্যান্টর (১৯৫৬)
আ ডেথ ইন দ্য ফ্যামিলি - জেমস অ্যাজি (১৯৫৮)
দ্য ট্রাভেলস অব জেইমি ম্যাকফিটার্স - রবার্ট লুইস টেলর (১৯৫৯)
অ্যাডভাইস অ্যান্ড কনসেন্ট - অ্যালেন ড্রারি (১৯৬০)
টু কিল আ মকিংবার্ড - হারপার লি (১৯৬১)
দি এজ অব স্যাডনেস - এডউইন ওকনর (১৯৬২)
দ্য রেইভার্স - উইলিয়াম ফকনার (১৯৬৩)
The Keepers of the House - শার্লি অ্যান গ্রো (১৯৬৫)
The Collected Stories of Katherine Anne Porter - ক্যাথরিন অ্যান পোর্টার (১৯৬৬)
দ্য ফিক্সার - বার্নার্ড ম্যালামুড (১৯৬৭)
The Confessions of Nat Turner - উইলিয়াম স্টাইরন (১৯৬৮)
House Made of Dawn - এন. স্কট মোমাডে (১৯৬৯)
The Collected Stories of Jean Stafford - জিন স্ট্র্যাফোর্ড (১৯৭০)
Angle of Repose - ওয়ালেস স্টেগ্নার (১৯৭২)
The Optimist's Daughter - ইউডোরা ওয়েল্টি (১৯৭৩)
দ্য কিলার অ্যাঞ্জেলস - মাইকেল শারা (১৯৭৫)
১৯৭৬–২০০০
হুম্বল্ট্স গিফট - সল বেলো (১৯৭৬)
প্রদান করা হয়নি (১৯৭৭)
Elbow Room - জেমস অ্যালান ম্যাকফারসন (১৯৭৮)
The Stories of John Cheever - জন চিভার (১৯৭৯)
The Executioner's Song - নরম্যান মেইলার (১৯৮০)
A Confederacy of Dunces - জন কেনেডি টুল (১৯৮১)
Rabbit Is Rich - জন আপডাইক (১৯৮২)
দি কালার পার্পল - অ্যালিস ওয়াকার (১৯৮৩)
আয়রনউইড - উইলিয়াম কেনেডি (১৯৮৪)
ফরেন অ্যাফেয়ার্স - অ্যালিসন লুরি (১৯৮৫)
লোনসাম ডাব - ল্যারি ম্যাকমার্ট্রি (১৯৮৬)
A Summons to Memphis - পিটার টেলর (১৯৮৭)
বিলাভড - টনি মরিসন (১৯৮৮)
ব্রিদিং লেসন্স - অ্যান টাইলার (১৯৮৯)
The Mambo Kings Play Songs of Love - Oscar Hijuelos (১৯৯০)
র্যাবিট অ্যাট রেস্ট - জন আপডাইক (১৯৯১)
আ থাউজেন্ড অ্যাকরস - জেন স্মাইলি (১৯৯২)
A Good Scent from a Strange Mountain - রবার্ট ওলেন বাটলার (১৯৯৩)
দ্য শিপিং নিউজ - E. Annie Proulx (১৯৯৪)
দ্য স্টোন ডায়েরিজ - ক্যারল শিল্ডস (১৯৯৫)
ইন্ডিপেন্ডেন্স ডে - রিচার্ড ফোর্ড (১৯৯৬)
Martin Dressler: The Tale of an American Dreamer - স্টিভেন মিলহাউজার (১৯৯৭)
আমেরিকান প্যাস্টোরাল - ফিলিথ রথ (১৯৯৮)
দি আওয়ার্স - মাইকেল কানিংহাম (১৯৯৯)
ইন্টারপ্রিটার অব ম্যালাডিজ - ঝুম্পা লাহিড়ী (২০০০)
২০০১–বর্তমান
দি অ্যামেজিং অ্যাডভেঞ্চার অব ক্যাভালিয়ের অ্যান্ড ক্লে - Michael Chabon (২০০১)
এম্পায়ার ফলস - রিচার্ড রুসো (২০০২)
মিডলসেক্স - Jeffrey Eugenides (২০০৩)
দ্য নোন ওয়ার্ল্ড - এডওয়ার্ড পি. জোন্স (২০০৪)
জিলিড - ম্যারিলিন রবিনসন (২০০৫)
মার্চ - জেরাল্ডিন ব্রুকস (২০০৬)
দ্য রোড - করম্যাক ম্যাকার্থি (২০০৭)
দ্য ব্রিফ ওয়ান্ডারাস লাইফ অব অস্কার ওয়াও - Junot Díaz (২০০৮)
অলিভ কিটারিজ - এলিজাবেথ স্ট্রাউট (২০০৯)
টিঙ্কার্স - পল হার্ডিং (২০১০)
আ ভিজিট ফ্রম দ্য গুন স্কোয়াড - জেনিফার ইগান (২০১১)
প্রদান করা হয়নি (২০১২)
দি অরফান মাস্টার্স সন - অ্যাডাম জনসন (২০১৩)
দ্য গোল্ডফিঞ্চ - ডোনা টার্ট (২০১৪)
অল দ্য লাইট উই ক্যাননট সি - অ্যান্টনি ডোয়ের (২০১৫)
দ্য সিম্পেথাইজার - ভিয়েট টান এনগুয়েন (২০১৬)
দি আন্ডারগ্রাউন্ড রেলরোড - কলসন হোয়াইটহেড (২০১৭)
লেস - অ্যান্ড্রু শন গ্রির (২০১৮)
দি ওভারস্টোরি - রিচার্ড পাওয়ার্স (২০১৯)
সাধারণ জাতীয় গ্রন্থাগার জীবনীমূলক অভিধান বৈজ্ঞানিক ডাটাবেজ অন্যান্য
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd