হিসাবকরণ
পাটিগাণিতিক প্রক্রিয়া |
স্ক্রিপ্ট ত্রুটি: "infobox3cols" নামক কোনো মডিউল নেই। |
হিসাবকরণ, হিসাব গণনা, কলন বা আরও প্রচলিতভাবে হিসাব কষা বা অঙ্ক কষা বলতে একটি সুচিন্তিত গাণিতিক প্রক্রিয়াকে বোঝায়, যে প্রক্রিয়াটির মাধ্যমে এক বা একাধিক আগম বা প্রবিষ্টকে (ইনপুট) এক বা একাধিক নির্গম বা উৎপাদে (আউটপুট) তথা ফলাফলে রূপান্তরিত করা যায়। এটিকে বিভিন্ন অর্থে ব্যবহৃত করা হতে পারে। এটি দিয়ে সরল কলনবিধির সাহায্যে সুনির্দিষ্ট পাটিগাণিতিক হিসাব গণনা করা বোঝাতে পারে, আবার অস্পষ্ট আবিষ্করণী পদ্ধতি ব্যবহার করে কোনও প্রতিযোগিতাতে কৌশল গণনা করাকেও বোঝাতে পারে, এমনকি দুইটি ব্যক্তির মধ্যে সফল সম্পর্কের সম্ভাবনা গণনা করাও বোঝাতে পারে।
উদাহরণস্বরূপ ৭ কে ৬ দিয়ে গুণ করা একটি সরল কলনবিধিভিত্তিক হিসাব গণনা। গাণিতিক প্রতিমান (মডেল) ব্যবহার করে কোনও সংখ্যার বর্গমূল বা ঘনমূল বের করা অপেক্ষাকৃত জটিল কলনবিধিভিত্তিক হিসাব গণনা। জনমত জরিপ থেকে সম্ভাব্য নির্বাচনী ফলাফলের পরিসংখ্যানিক প্রাক্কলনও এক ধরনের কলনবিধিভিত্তিক হিসাব গণনা, তবে এক্ষেত্রে একদম সঠিক ফলাফলের পরিবর্তে একাধিক সম্ভাবনা পরিসর বের হয়। হিসাব কষা বা হিসাব করা বলতে কোনও সংখ্যা বা পরিমাণকে গাণিতিকভাবে নির্ণয় করাকে বোঝায়, অথবা কোনও বিমূর্ত সমস্যার ক্ষেত্রে যুক্তিবিজ্ঞান, কারণ বা সাধারণ কাণ্ডজ্ঞান ব্যবহার করে উত্তর বের করাকে বোঝায়।[১]
আরও দেখুন
- কলনবিদ্যা (ক্যালকুলাস)
- জটিলতা শ্রেণী
- ব্যয়ের হিসাববিজ্ঞান
- কলনবিধির তালিকা
- মানসিক হিসাব গণনা
তথ্যসূত্র
- ↑ "calculate | Definition of calculate in English by Oxford Dictionaries"। Oxford Dictionaries | English। আগস্ট ৩১, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-৩০।
বহিঃসংযোগ
- "The Lifting of the Veil in the Operations of Calculation" is a manuscript, from the 18th-century, in Arabic, by Ibn al-Banna' al-Marrakushi, about calculation processes