হোর্হে কাম্পোস
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | Jorge Campos Navarrete | ||
জন্ম | October 15, 1966 | ||
জন্ম স্থান | Acapulco, Mexico | ||
উচ্চতা | 170 cm (5'7) | ||
মাঠে অবস্থান | Goalkeeper, Striker | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | Retired | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
1988-95 1995-96 1996-97 1997 1997 1998 1998-99 2000 2001-01 2001 |
Pumas Atlante L.A. Galaxy Atlante Cruz Azul Chicago Fire Pumas Tigres Atlante Pumas | ||
জাতীয় দল‡ | |||
1994-2002 | Mexico | (129 (0)) | |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 23 June, 2006 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 23 June, 2006 তারিখ অনুযায়ী সঠিক। |
হোর্হে কাম্পোস মেক্সিকোর জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক। তিনি ১৯৯০-এর দশকে মেক্সিকোর অন্যতম নামকরা ফুটবলার ছিলেন। গোলরক্ষক হলেও তিনি প্রায়ই পেনাল্টি বক্সের বাইরে বল নিয়ে বেরিয়ে পড়তেন এবং ক্লাব পর্যায়ে বহু গোলও দিয়েছেন। নিজ হাতে তৈরি করা উজ্জ্বল নানা রঙের জার্সি পরে খেলার জন্যও তিনি পরিচিত ছিলেন।