১৯৬৪ সালের বাংলা চলচ্চিত্রের তালিকা

১৯৬০ সালে কলকাতার বাংলা ভাষা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রযোজিত চলচ্চিত্রসমূহের একটি তালিকা।

চলচ্চিত্রসমূহ

নাম পরিচালক ভূমিকায় ধরন তথ্যাবলী/সঙ্গীত
বীরেশ্বর বিবেকানন্দ মধু বোস অমরেশ দাস, গুরুদাস বন্দ্যোপাধ্যায়
চারুলতা সত্যজিৎ রায় নাটক ১৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের জন্য সিলভার বিয়ার পুরস্কার বিজয়ী
জতুগৃহ তপন সিনহা উত্তম কুমার, অরুন্ধতী দেবী, অনিল চ্যাটার্জি সামাজিক নাটক
কে তুমি শ্যাম চক্রবর্তী অনিল চ্যাটার্জি, সন্ধ্যা রায়, বিকাশ রায় নাটক
লালপাথর সুশীল মজুমদার উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, শ্রাবণী বসু, রবি ঘোষ
মরুতৃষা সুরেশ রায় সাবিত্রী চট্টোপাধ্যায়, সবিতা বসু, তপতী ঘোষ নাটক

তথ্যসূত্র

বহিঃসংযোগ