১৯৬৯–৭০ সন্তোষ ট্রফি

১৯৬৯–৭০ সন্তোষ ট্রফি
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
বিবরণ
দেশভারত
তারিখঅক্টোবর ১৯৬৯
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নবাংলা (১২তম শিরোপা)
রানার-আপসার্ভিসেস
পরিসংখ্যান
শীর্ষ গোলদাতামোহাম্মদ হাবিব (১১ গোল)
১৯৭০–৭১ →

১৯৬৯–৭০ সন্তোষ ট্রফি ছিল সন্তোষ ট্রফির ২৬তম সংস্করণ, ভারতে ফুটবলের প্রধান রাজ্য প্রতিযোগিতা। এটি ১৯৬৯ সালে আসামের নগাঁওয়েতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলা ফাইনালে সার্ভিসেসকে ৬–১ গোলে হারায়; মোহাম্মদ হাবিব এর মধ্যে ৫টি গোল করেন।

প্রারম্ভিক পর্ব

ত্রিপুরা৭–২উত্তরপ্রদেশ
  • রঞ্জিত দাস গোল গোল গোল গোল
  • মণি সিং গোল গোল
  • ধর্ম ছেত্রী গোল
  • কেশব লাল গোল
  • সুশীল গোল

প্রথমার্ধে ত্রিপুরা ৪–১ গোলে এগিয়ে যায়। টুর্নামেন্টের উদ্বোধন করেন আসাম ও নাগাল্যান্ডের প্রধান বিচারপতি এস কে দত্ত

আসাম৬–২ত্রিপুরা
  • বলরাম গোল গোল গোল
  • সোমরাজ গোল
  • কমলনাথ গোল গোল
  • ধীরেন চ্যাটার্জি গোল গোল

প্রথমার্ধে ১–১ ছিল

প্রথমার্ধে ১–১ ছিল

উড়িষ্যা৭–০গুজরাত
  • কবীর গোল
  • মন্মথ সিং গোল গোল গোল
  • হালিম গোল
  • বাউ তালিম গোল
  • প্রমোদ সাহা গোল

প্রথমার্ধে উড়িষ্যা ৪–০ গোলে এগিয়ে যায়।

গোয়া৭–১কেরালা
  • লোবো গোল গোল গোল গোল
  • ডমিনিক গোল গোল
  • ক্যাটাও গোল

প্রথমার্ধে গোয়া ৭-০ গোলে এগিয়ে যায়। প্রথম চার গোল করেন লোবো

প্রি-কোয়ার্টার-ফাইনাল

সার্ভিসেস৩–০পাঞ্জাব
  • শ্যাম থাপা গোল ১১'
  • আজিজ গোল ৬২'৮৫'
অন্ধ্রপ্রদেশ৮–০রাজস্থান
  • আকবর গোল ৩' গোল ৩১' গোল ৩২' গোল ৭২'
  • রামমোহন গোল ৪১'
  • জানকীরাম গোল
  • অমরচাঁদ গোল
  • জাফর গোল

দ্বিতীয়ার্ধে জাফরের মুখে আঘাত করায় রাজস্থান অধিনায়ক ভুর সিংকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। অন্ধ্র প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে যায়।

রেলওয়েজ৩–২দিল্লি
  • আরুমাইনায়াগম গোল
  • এস নন্দী গোল
  • এস দাস গোল
  • কৃষ্ণ সেন গোল
  • হরিন্দর সিং গোল
মহীশূর২–০মধ্যপ্রদেশ
  • উলাগানাথন গোল ১৮' গোল ৪১'
মাদ্রাজ৫–০বিহার
  • জনসন গোল ৯'
  • পদ্মনাভন গোল ১০'৮১'
  • ভিক্টর গোল গোল

প্রথমার্ধে মাদ্রাজ ৩–০ গোলে এগিয়ে যায়।

বাংলা৪–০গোয়া
  • প্রণব গঙ্গোপাধ্যায় গোল
  • হাবিব গোল
  • বিমান লাহিড়ী গোল গোল

প্রথমার্ধে বাংলা ১–০ গোলে এগিয়ে যায়।

কোয়ার্টার-ফাইনাল

সার্ভিসেস৩–০আসাম
  • শ্যাম থাপা গোল ৩০'৩৩'
  • আজিজ গোল ২৪'

আজিজের গোলে অ্যাসিস্ট করেন শ্যাম থাপা।

অন্ধ্র২–১মহারাষ্ট্র
  • আকবর গোল ৬'
  • জাফর গোল ৭২'
  • নাইডু গোল ৫০'
মহীশূর২–০রেলওয়েজ
  • উলাগানাথন গোল ৩৪'
  • কোশলরাম গোল
বাংলা৮–০মাদ্রাজ
  • ঘোষ দস্তিদার গোল ৭' গোল ১০' গোল ?'
  • হাবিব গোল গোল গোল
  • বিমান লাহিড়ী গোল
  • প্রণব গঙ্গোপাধ্যায় গোল

হাফটাইমে বাংলা ৫–০ গোলে এগিয়ে যায়। ম্যাচটি বৃষ্টিভেজা, মন্থর পিচে খেলা হয়েছিল।

সেমি-ফাইনাল

দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
সার্ভিসেস ৪–১ মহীশূর ২–০ ২–১
বাংলা ১০–১ অন্ধ্রপ্রদেশ ৪–১ ৬–০

ম্যাচ

সার্ভিসেস২–০মহীশূর

প্রভাকর শ্যাম থাপাকে ফাউল করলে পেনাল্টি পায় সার্ভিসেস। দুই অর্ধেই গোল করেন আজিজ।

সার্ভিসেস২–১মহীশূর
  • শ্যাম থাপা গোল ৩'১৪'
  • কোশলরাম
রেফারি: গাঙ্গুলী

সার্ভিসেস মোট ৪–১ গোলের ব্যবধানে জিতেছিল। থাপার হয়ে অ্যাসিস্ট করেন আজিজ ও উইলিয়ামস। সার্ভিসেসের হেরিক (১১ মিনিট) এবং মহীশূরের উলাগানাথন (৩১ মিনিট) সহ বেশ কয়েকজন খেলোয়াড় আহত হন, যাদের পায়ে আঘাত পেয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল।


বাংলা৪–১অন্ধ্রপ্রদেশ
  • প্রণব গঙ্গোপাধ্যায় গোল ৫৬'৭৩'
  • পরিমল দে গোল
  • পি মজুমদার গোল ৮৮'
  • সেবাস্তিয়ান গোল ৫৭'
বাংলা৬–০অন্ধ্রপ্রদেশ
  • প্রণব গঙ্গোপাধ্যায় গোল ৪৩'৫৯'
  • ঘোষ দস্তিদার গোল ৫৫'
  • বিমান লাহিড়ী গোল
  • হাবিব গোল গোল
রেফারি: পি নমশিবায়াম (তামিলনাড়ু)

বাংলা মোট ১০–১ গোলের ব্যবধানে জিতেছিল। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে হাবিব খানকে লাথি মারার জন্য ঘোষ দস্তিদারকে মাঠ ছাড়তে হয়েছিল।

ফাইনাল

বাংলা৬–১সার্ভিসেস
  • হাবিব গোল ১৬' গোল ৫৪' গোল গোল গোল ৮১'
  • বিমান লাহিড়ী গোল ৪৮'
  • বীর বাহাদুর গোল ৭৭'
রেফারি: বাবুল বার্মিজ (আসাম)

সন্তোষ ট্রফির ফাইনালে হাবিবের পাঁচ গোল সর্বোচ্চ।

প্রণব গঙ্গোপাধ্যায়ের ফ্রি-কিক সুকল্যাণ ঘোষ দস্তিদারের শরীর থেকে বাতাসে লাগলে ফাঁকা জালে বল জড়ালে প্রথম গোলটি পায় বাংলা। এক মিনিট পর সার্ভিসেস একটি সুযোগ মিস করে যখন আজিজের শট কল্যাণ সাহা লাইনের বাইরে দিয়ে বাঁচিয়ে দেন। দ্বিতীয় গোলে লাহিড়ীর অ্যাসিস্ট করেন হাবিব এবং পরের গোলে অ্যাসিস্ট করেন লাহিড়ী। হাবিবের তৃতীয় গোলটি আসে একক রান থেকে এবং চতুর্থটি আসে বদলি খেলোয়াড় সীতেশ দাসের পাস থেকে।

  • বাংলা: বলাই দে, সুধীর কর্মকার, কল্যাণ সাহা, অশোক বন্দ্যোপাধ্যায়, শান্ত মিত্র, কালন গুহ, প্রিয়লাল মজুমদার, বিমান লাহিড়ী (সীতেশ দাস), দস্তিদার, হাবিব, প্রণব গঙ্গোপাধ্যায়
  • সার্ভিসেস: জিত বাহাদুর, নেলসন বোস, খাইরুদ্দিন, সাজওয়ান (বীর বাহাদুর), রাজেশ কুমার, নরসিং গুরাং, এ জে পল, কে উইলিয়ামস, আজিজ, পিবি সাহা (হরিকৃষেন)।

দলীয় সদস্য

  • কেরালা: প্রদীপ, হামিদ এবং পাপ্পাচান; সিআর বালাকৃষ্ণান (সি), জোস উলাহান্নান, জি কে সুব্রহ্মণ্যম, আবুবকর, এমও জোসে এবং জাফর; জোসে অগাস্টিন, পিভি রামকৃষ্ণন এবং প্রসন্নান; কেজি বিজয়ন, আলফোনসো, শ্রীনিবাসন, জোসেফ, উইলিয়ামস এবং রাঘবন নায়ার[২১]
  • মাদ্রাজ: আর মোহন, ধনঞ্জয়ন, ক্লেটাস (স্টেট ব্যাঙ্ক); পি কৃষ্ণন, জে আর উইলিয়ামস, টি থঙ্গরাজ, এএইচ মল্লিক (উইমকো); পি এম রাধাকৃষ্ণন, টি গঙ্গাধরন, কে বি মোহনভেলু, এম পদ্মনাধন, এম আন্নাদোরাই, এস ভিক্টর (রিজার্ভ ব্যাঙ্ক); উঃ পালানিস্বামী, শ্রীরামুলু (আইসিএফ); গ্যাব্রিয়েল জোসেফ (বিমান বাহিনী)[২২]

তথ্যসূত্র

  1. Tripura rout UP, Indian Express, 22 September 1969, p.13
  2. Assam rally to rout Tripura, Indian Express, 24 September 1969, p.12
  3. MP move up, Indian Express, 29 September 1969, p.16
  4. Manmath Singh hat-tricks for Orissa, Indian Express, 29 September 1969, p.16
  5. Goa too good for Kerala, Indian Express, 5 October 1969, p.12
  6. Aziz stars in Services' 3-0 victory, Indian Express, 28 September 1969, p.12
  7. Andhra rout Rajasthan, Indian Express, 2 October 1969, p.12
  8. Railways nose out Delhi, Indian Express, 4 October 1969, p.12
  9. Ulaganathan's brace for Mysore, Indian Express, 6 October 1969, p.12
  10. Madras whip Bihar 5-0, Indian Express, 7 October 1969, p.12
  11. Ganguly stars in Bengal's 4-0 victory, Indian Express, 8 October 1969, p.10
  12. Services enter semifinals, Indian Express, 30 September 1969
  13. Andhra edge out Maharashtra, Indian Express, 9 October 1969
  14. Champions Mysore seize chances, Indian Express, 10 October 1969
  15. Bengal rout Madras, Indian Express, 11 October 1969
  16. Services ahead, Indian Express, 12 October 1969, p.14
  17. Bengal blaze into final for the 20th time, Indian Express, 14 October 1969, p.12
  18. Bengal whip Andhra, Indian Express, 13 October 1969, p.12
  19. Bengal blaze into final for the 20th time, Indian Express, 15 October 1969, p.12
  20. Santosh Trophy for Bengal, Indian Express, 17 October 1969, p.12
  21. Kerala team, Indian Express, 23 September 1969, p.14
  22. Madras team for the Santosh Trophy, Indian Express, 27 September, 1969, p.16