১৯৭১ এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাব টুর্নামেন্ট

১৯৭১ এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাব টুর্নামেন্ট
ট্রফি হাতে ম্যাকাবি তেল আবিবের খেলোয়াড়
বিবরণ
স্বাগতিক দেশথাইল্যান্ড
তারিখ২১ মার্চ – ২ এপ্রিল ১৯৭১
দল
মাঠব্যাংকক
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নইসরায়েল ম্যাকাবি তেল আবিব (২য় শিরোপা)
রানার-আপইরাক আলিয়াত আল-শোর্টা
তৃতীয় স্থানইরান তাজ তেহরান
চতুর্থ স্থানদক্ষিণ কোরিয়া আরওকে আর্মি
পরিসংখ্যান
শীর্ষ গোলদাতাইরাক সাবাহ হাতেম
ইসরায়েল শ্লোমো গার্বি
কুয়েত আলী আল-মোল্লা
(৪টি করে গোল)
সেরা গোলরক্ষকইরাক সাত্তার খালাফ

১৯৭১ এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাব টুর্নামেন্ট হল বর্তমান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট প্রতিযোগিতার চতুর্থ আসর, যা এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক আয়োজিত হয়েছিল।[] ৮টি দেশের ৮টি ক্লাব টুর্নামেন্টে অংশ নিয়েছিল, জার্ডিন হংকং ড্রয়ের আগে সরে এসেছিল। টুর্নামেন্টটি ২১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল; এটি মূলত কুয়েতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে কুয়েতের অভিবাসন আইন অনুসারে এএফসি টুর্নামেন্টটি সরিয়ে নিয়েছিল কারণ ইজরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিবের প্রতিনিধি দলকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

প্রাথমিক রাউন্ডের ফলাফলের ভিত্তিতে আটটি ক্লাবকে চারটি করে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল, গ্রুপ বিজয়ী এবং রানার্স-আপ সেমি-ফাইনালে অগ্রসর হয়েছিল।

ইরাকি ক্লাব আলিয়াত আল-শোর্টা রাজনৈতিক কারণে তাদের খেলতে অস্বীকার করার পরে ফাইনালটি স্ক্র্যাচ করা হয়েছিল এবং ম্যাকাবি তেল আবিবকে তাদের দ্বিতীয় এশিয়ান শিরোপা দেওয়া হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন, আলিয়াত আল-শোর্টার খেলোয়াড়রা মাঠের চারপাশে ফিলিস্তিনি পতাকা নাড়ে,[] যখন এএফসি এবং থাই এফএ ফাইনালের পরিবর্তে ম্যাকাবি এবং একটি সম্মিলিত ব্যাংকক দলের মধ্যে একটি ম্যাচের আয়োজন করেছিল।

অংশগ্রহণকারী

অংশগ্রহণকারী
দল যোগ্যতা অর্জন পদ্ধতি
ভারত পাঞ্জাব পুলিশ[] সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তৃক নির্বাচিত
ইরান তাজ তেহরান ১৯৭০–৭১ স্থানীয় লিগ চ্যাম্পিয়ন
ইরাক আলিয়াত আল-শোর্টা ১৯৬৯–৭০ ইরাক সেন্ট্রাল এফএ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন
ইসরায়েল ম্যাকাবি তেল আবিব ১৯৬৯–৭০ লিগা লিউমিত চ্যাম্পিয়ন
কুয়েত আল-আরাবি ১৯৬৯–৭০ কুয়েতি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন
মালয়েশিয়া পেরাক এফএ ১৯৭০ মালয়েশিয়া কাপ চ্যাম্পিয়ন
দক্ষিণ কোরিয়া আরওকে আর্মি ১৯৭০ কোরিয়ান জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন
থাইল্যান্ড ব্যাংকক ব্যাংক থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক নির্বাচিত

দলের অবস্থান

১৯৭১ এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাব টুর্নামেন্ট এশিয়ান ফুটবল কনফেডারেশন -এ অবস্থিত
পাঞ্জাব পুলিশ
পাঞ্জাব পুলিশ
তাজ তেহরান
তাজ তেহরান
আলিয়াত আল-শোর্টা
আলিয়াত আল-শোর্টা
ম্যাকাবি তেল আবিব
ম্যাকাবি তেল আবিব
পেরাক এফএ
পেরাক এফএ
আরওকে আর্মি
আরওকে আর্মি
ব্যাংকক ব্যাংক
ব্যাংকক ব্যাংক
১৯৭১ এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাব টুর্নামেন্ট-এর দলগুলোর অবস্থান
লাল: গ্রুপ এ; নীল: গ্রুপ বি

প্রাথমিক পর্যায়

এই গ্রুপ বরাদ্দ ম্যাচ ছিল: প্রতিটি গ্রুপে এই রাউন্ড থেকে দু'জন বিজয়ী এবং দু'জন পরাজিত ছিল।

মূল ড্রয়ের পরে, আলিয়াত আল-শোর্টা তাদের নির্ধারিত প্রতিপক্ষ খেলতে অস্বীকার করেছিল ম্যাকাবি তেল আবিব: পরবর্তীকালে, দ্বিতীয় ড্র অনুষ্ঠিত হয়েছিল।

ব্যাংকক ব্যাংক থাইল্যান্ড১–২দক্ষিণ কোরিয়া আরওকে আর্মি
মুয়ানকাসেম গোল ৭৯' কিম চং-হো গোল ২৩'
চোই সাং-চুল গোল ৩২'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ৮,০০০
আলিয়াত আল-শোর্টা ইরাক৩–২ইরান তাজ তেহরান
আব্দুল হামিদ গোল ২'
ইসমাইল গোল ৩৫'৬৫'
মাজলুমি গোল ২৩'৮১'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

আল-আরাবি কুয়েত৮–১ভারত পাঞ্জাব পুলিশ
শেহতা গোল ১৩'৫০'
ফাহাদ গোল ২৮'
আল-মোল্লা গোল ৩১'৩৬'৬১'৬৮'
বাসরি গোল ৬৩'
সুরজিৎ সিং গোল ১৭'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ৩,০০০
ম্যাকাবি তেল আবিব ইসরায়েল১–০মালয়েশিয়া পেরাক এফএ
নিমনি গোল ২০'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

গ্রুপ পর্ব

গ্রুপ এ

দল পয়েন্ট খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য
ইরান তাজ তেহরান
দক্ষিণ কোরিয়া আরওকে আর্মি
কুয়েত আল-আরাবি
মালয়েশিয়া পেরাক এফএ −৯
আল-আরাবি কুয়েত৩–০মালয়েশিয়া পেরাক এফএ
ফাহাদ গোল ১৭'
শেহতা গোল ৬৬'
বাসরি গোল ৭৩'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ১০,০০০
তাজ তেহরান ইরান২–১দক্ষিণ কোরিয়া আরওকে আর্মি
হাজগাসেম গোল ৪৩'৬৭' লিম তায়ে-জু গোল ৪৬'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

আরওকে আর্মি দক্ষিণ কোরিয়া৩–০মালয়েশিয়া পেরাক এফএ
চোই সাং-চুল গোল ১৯'
পার্ক ই-চুন গোল ৫৬'
চুং কিউ-পুং গোল ৭৮'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ৯,০০০
তাজ তেহরান ইরান০–০কুয়েত আল-আরাবি
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

তাজ তেহরান ইরান৩–০মালয়েশিয়া পেরাক এফএ
মোজদেহি গোল ৫৮'
লাভাসানি গোল ৬২'
ওয়াং হি কোক গোল ৬৬' (আ.গো.)
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ৮,০০০
আরওকে আর্মি দক্ষিণ কোরিয়া১–০কুয়েত আল-আরাবি
পার্ক ই-চুন গোল ৭৩'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

গ্রুপ বি

দল পয়েন্ট খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য
ইসরায়েল ম্যাকাবি তেল আবিব ১১
ইরাক আলিয়াত আল-শোর্টা
থাইল্যান্ড ব্যাংকক ব্যাংক −৩
ভারত পাঞ্জাব পুলিশ ১২ −১০
ব্যাংকক ব্যাংক থাইল্যান্ড২–০ভারত পাঞ্জাব পুলিশ
পিসেতসামরাশিপ গোল ৫'
দায়েনচারোয়েনভানাকিট গোল ৭'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ৮,০০০
ম্যাকাবি তেল আবিব ইসরায়েল৩–০ ইরাক আলিয়াত আল-শোর্টা
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

ম্যাকাবি তেল আবিব ইসরায়েল৪–১ভারত পাঞ্জাব পুলিশ
নিমনি গোল ১০'
গার্বি গোল ১৬'
স্পিগেল গোল ৩৯'
বার-নূর গোল ৭১'
সুরজিৎ সিং গোল ৮৩' (পে.)
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ৯,০০০
ব্যাংকক ব্যাংক থাইল্যান্ড০–২ইরাক আলিয়াত আল-শোর্টা
আব্দুল হামিদ গোল ৭৫'
হাতিম গোল ৮২'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

আলিয়াত আল-শোর্টা ইরাক৬–১ভারত পাঞ্জাব পুলিশ
হাতিম গোল ২৩'৫৩'৬২'
নুরি গোল ৫০'৮৭'
রবি কুমার গোল ৬৪' (আ.গো.)
সুখবিন্দর সিং গোল ৭৮'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
ব্যাংকক ব্যাংক থাইল্যান্ড১–৪ইসরায়েল ম্যাকাবি তেল আবিব
সুভান্থাদা গোল ৬৫' গার্বি গোল ১০'
বার-নূর গোল ২০'২৯'
স্পিগেল গোল ৩২'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

আলিয়াত আল-শোর্টা রাজনৈতিক কারণে খেলতে অস্বীকার করেছিলেন: ম্যাচটি ম্যাকাবিকে ৩–০ গোলে ভূষিত করা হয়েছিল।[]

নকআউট পর্ব

সেমি-ফাইনাল

ম্যাকাবি তেল আবিব ইসরায়েল২–০দক্ষিণ কোরিয়া আরওকে আর্মি
গার্বি গোল ২৯'৬৩'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

আলিয়াত আল-শোর্টা ইরাক২–০ইরান তাজ তেহরান
হুসাইন গোল ৬'
ইসমাইল গোল ৮১'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ১২,০০০

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

তাজ তেহরান ইরান৩–২দক্ষিণ কোরিয়া আরওকে আর্মি
হাজগাসেম গোল ১৯'
মাজলুমি গোল ৫৭'
জব্বারি গোল ৮০'
চুং কিউ-পুং গোল ৬৩'
লিম তায়ে-জু গোল ৮৭'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দর্শক সংখ্যা: ৩,০০০

ফাইনাল

ম্যাকাবি তেল আবিব ইসরায়েলও/ও ইরাক আলিয়াত আল-শোর্টা
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

রাজনৈতিক কারণে আলিয়াত আল-শোর্টা খেলতে অস্বীকার করায় ফাইনালটি স্ক্র্যাচ করা হয়েছিল এবং ম্যাকাবি তেল আবিবকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছিল।

প্রদর্শনী ম্যাচ

এই ম্যাচটি এএফসি এবং থাই এফএ দ্বারা আয়োজিত হয়েছিল এবং ফাইনালের পরিবর্তে খেলা হয়েছিল।

সম্মিলিত ব্যাংকক থাইল্যান্ড১–২ইসরায়েল ম্যাকাবি তেল আবিব
সন্ধিকান গোল ৬' বার-নূর গোল ২'৬১'
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক

তথ্যসূত্র

  1. "History of the Asian Club Championship"Asian Football। ৯ এপ্রিল ১৯৯৭। ৯ এপ্রিল ১৯৯৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১ 
  2. Arabic Post - The History of Stars on Football Shirts
  3. Mukherjee, Soham (১ এপ্রিল ২০২০)। "How have Indian clubs fared in AFC Champions League and AFC Cup?"Goal.com। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১ 
  4. Maccabi to the semi-finals in Bangkok; beat Punjab 4:1 Davar, 28 March 1971, Page 12, Historical Jewish Press (হিব্রু ভাষায়)

বহিঃসংযোগ