২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ৪ x ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() পুরস্কার বিতরণী অনুষ্ঠান | ||||||||||
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | |||||||||
তারিখ | ১০ই আগস্ট (যোগ্যতানির্ণায়ক পর্ব) ১১ই আগস্ট (ফাইনাল) | |||||||||
প্রতিযোগী | ১৬টি দেশের ৭২ জন প্রতিযোগী | |||||||||
পদকবিজয়ী | ||||||||||
| ||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ ![]() | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১০ ও ১১ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ফ্রিস্টাইল প্রতিযোগিতা। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় প্রতি সাঁতারুকে পুলটি দুইবার পার করতে হয়।
ফাইনাল ছাড়া সর্বমোট দু'টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক আটটি দল অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর কোনো দলের অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮টি দল নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটটি দল পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে একটি দলে সদস্য বদল হতে পারে।
মোট ১৬টি NOC এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। এই ১৬টি NOC-এর মধ্যে ২০০৭ বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপেসেরা সময় করা ১২টি দল ছিল; সেই সঙ্গে ছিল যোগ্যতা নির্ণায়ক পর্বে সেরা সময় করা প্রথম ৪টি দল।
রেকর্ড
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ![]() মাইকেল ফেলপস (৪৮.৮৩) নিল ওয়াকার (৪৭.৮৯) কলিন জোন্স (৪৭.৯৬) জ্যাসন লেজাক (৪৭.৭৮) |
৩:১২.৪৬ | ভিক্টোরিয়া, কানাডা | ১৯শে আগস্ট ২০০৬ | [১] |
অলিম্পিক রেকর্ড | ![]() রোল্যান্ড শুম্যান (৪৮.১৭) লিন্ডন ফার্নস (৪৮.১৩) ড্যারিয়েন টাউনসেন্ড (৪৮.৯৬) রিক নিথলিং (৪৭.৯১) |
৩:১৩.১৭ | অ্যাথেন্স, গ্রীস | ১৫ই আগস্ট ২০০৪ | - |
এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১০ই আগস্ট | হিট ১ | নাথান অ্যাড্রিয়ান কলিন জোন্স বেন ওয়াইল্ডম্যান-টব্রিনার ম্যাট গ্রিভার্স |
![]() |
৩:১২.২৩ | OR | WR |
১১ই আগস্ট | ফাইনাল | মাইকেল ফেলপস গ্যারেট ওয়েবার-গেল কলিন জোন্স জ্যাসন লেজাক |
![]() |
৩:০৮.২৪ | OR | WR |
হিটে সেরা সময় করা ৬টি দল আগের অলিম্পিক রেকর্ড ভাঙে। আবার এদের মধ্যে প্রথম তিনটি দল আগের বিশ্ব রেকর্ডও ভেঙে ফেলে।
এছাড়া, এই বিভাগের প্রথম হিটে, ফ্রান্সের অ্যামুরি লেভঁ পুরুষদের ১০০মিটার ফ্রিস্টাইল বিভাগে লিড-অফ সাঁতারু হিসাবে নতুন অলিম্পিক রেকর্ড। পরে অস্ট্রেলিয়ার এমোন সুলিভান ফাইনালে লিড-অফ সাঁতারু হিসাবে নতুন বিশ্ব রেকর্ড গড়ে এই রেকর্ড ভাঙেন। এরপর পুরুষদের ১০০মিটার ফ্রিস্টাইল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ফরাসি সাঁতারু অ্যালেন বার্নার্ড এই রেকর্ড ভাঙেন। কিন্তু সুলিভান সেই হৃত রেকর্ড পুনরুদ্ধার করেন দ্বিতীয় সেমিফাইনালে।
ফাইনালে, এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, কোনো দল যদি শুধুমাত্র প্রথম পাঁচটি দলের মধ্যে থাকে, তাহলে সেই দল আগের দিনের হিটে করা বিশ্বরেকর্ডের থেকে ভাল সময় করবে।
যোগ্যতাপর্বের সারাংশ
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Depart4x100.jpg/340px-Depart4x100.jpg)
স্থান | NOC | যোগ্যতা | |
---|---|---|---|
১ | ![]() |
২০০৭ FINA বিশ্ব চ্যাম্পিয়নশিপ | |
২ | ![]() | ||
৩ | ![]() | ||
৪ | ![]() | ||
৫ | ![]() | ||
৬ | ![]() | ||
৭ | ![]() | ||
৮ | ![]() | ||
৯ | ![]() | ||
১০ | ![]() | ||
১১ | ![]() | ||
১২ | ![]() | ||
১৩ | ![]() |
৩:১৫.৪২ | বাকিদের মধ্যে ৪টি সেরা দল |
১৪ | ![]() |
৩:১৫.৮৮ | |
১৫ | ![]() |
৩:১৭.০৭ | |
১৬ | ![]() |
৩:১৭.৪৫ |
হিট
ক্রম | হিট | লেন | NOC | নাম | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
১ | ১ | ৪ | ![]() |
নাথান অ্যাড্রিয়ান ৪৮.৮২ কলিন জোন্স ৪৭.৬১ বেঞ্জামিন ওয়াইল্ডম্যান-টোব্রিনার ৪৮.০৩ ম্যাট গ্রিভার্স ৪৭.৭৭ |
৩:১২.২৩ | Q, WR |
২ | ২ | ৪ | ![]() |
অ্যামুরি লেভঁ ৪৭.৭৬ OR গ্রেগরি ম্যালেট ৪৮.১৪ বরিস স্টিমেজ ৪৯.৮৩ ফ্রেডেরিক বস্কেট ৪৬.৬৩ |
৩:১২.৩৬ | Q, ER |
৩ | ১ | ৫ | ![]() |
অ্যান্ড্রু লটারস্টেইন ৪৮.৬৮ লিথ ব্রুডি ৪৮.৪২ প্যাট্রিক মার্ফি ৪৮.০৯ ম্যাট টার্গেট ৪৭.২২ |
৩:১২.৪১ | Q, OC |
৪ | ২ | ৫ | ![]() |
আলেসান্দ্রো ক্যালভি ৪৮.৫৮ ক্রিস্চিয়ান গ্যালেন্ডা ৪৭.৬৭ মিশেল স্যান্তুচ্চি ৪৯.৫৬ ফিলিপো ম্যাগনিনি ৪৬.৮৪ |
৩:১২.৬৫ | Q |
৫ | ১ | ৩ | ![]() |
স্টেফান নিস্ট্রান্ড ৪৮.৩১ পিটার স্টাইম ৪৮.৪১ লার্স ফ্রল্যান্ডার ৪৮.৩৫ জোনাস পার্সন ৪৭.৬৬ |
৩:১২.৭৩ | Q |
৬ | ২ | ৩ | ![]() |
লিন্ডন ফার্নস ৪৮.২০ রোল্যান্ড শোম্যান ৪৮.৮৫ রিক নিথলিং ৪৮.৫১ ড্যারিয়েন টাউনসেন্ড ৪৭.৫০ |
৩:১৩.০৬ | Q, AF |
৭ | ১ | ২ | ![]() |
ব্রেন্ট হেডেন ৪৮.২৮ জোয়েল গ্রীনশিল্ডস ৪৮.০৬ রিক সে ৪৯.১১ কলিন রাসেল ৪৮.২৩ |
৩:১৩.৬৮ | Q |
৮ | ২ | ১ | ![]() |
সাইমন বার্নেট ৪৮.২০ NR অ্যাডাম ব্রাউন ৪৮.৪৩ বেঞ্জামিন হোকিন ৪৮.৫৫ রস ড্যাভেনপোর্ট ৪৮.৫১ |
৩:১৩.৬৯ | Q, NR |
৯ | ২ | ৬ | ![]() |
ইভজেনি লাগুনভ ৪৮.৪৫ আন্দ্রে গ্রেচিন ৪৮.০৮ আন্দ্রে কাপ্রালভ ৪৯.০৭ সের্গেই ফেসিকভ ৪৮.৪৭ |
৩:১৪.০৭ | |
১০ | ১ | ৬ | ![]() |
মিজা জাস্ট্র ৪৯.৪০ পিটার ভ্যান ডেন হুগেনব্যান্ড ৪৭.১৭ বাস ভ্যান ভেল্ঠোভেন ৪৯.০৮ রবার্ট লিজেসেন ৪৯.২৫ |
৩:১৪.৯০ | |
১১ | ১ | ৭ | ![]() |
মার্ক হেরিং ৪৯.৭৩ ক্যাম গিবসন ৪৮.০৭ উইলি বেনসন ৪৮.৬৫ ওরিঙ্কো ফামাউসিলি-বান্স-প্রিন্স ৪৮.৯৬ |
৩:১৫.৪১ | |
১২ | ২ | ৭ | ![]() |
চেন ঝুও ৪৯.১৬ হুয়াং শাওহুয়া ৪৮.৮৩ লু ঝিউ ৪৮.৭২ কাই লি ৪৯.৪৫ |
৩:১৬.১৬ | AS |
১৩ | ২ | ৮ | ![]() |
ডমিনিক মেইচত্রি ৪৮.৯৬ কারেল নভি ৪৮.৬০ ফ্লোরি ল্যাং ৪৯.৩৪ আর্দ্রিয়েন পেরেজ ৪৯.৯০ |
৩:১৬.৮০ | |
১৪ | ১ | ৮ | ![]() |
তাকুরো ফুজি ৪৯.১৫ হিসায়ুশি সাতো ৪৮.৯২ মাসায়ুকি কিশিদা ৫০.০০ ইয়োশিহিরো ওকামুরা ৪৯.২১ |
৩:১৭.২৮ | |
১৫ | ১ | ১ | ![]() |
স্টিফেন ডিবলার ৪৯.৬১ জেন্স শ্রিবার ৪৯.৫৮ বেঞ্জামিন স্টার্ক ৪৯.৬৫ পল বিডেরম্যান ৪৯.১৫ |
৩:১৭.৯৯ | |
-- | ২ | ২ | ![]() |
সিজার সিয়েলো ৪৭.৯১ রড্রিগো ক্যাস্ট্রো ৪৯.২৩ ফার্নান্ডো সিলভা ৪৯.৫৩ নিকোলাস অলিভেরা |
DSQ |
ফাইনাল
ক্রম | লেন | NOC | নাম | সময় | টিকা |
---|---|---|---|---|---|
![]() |
৪ | ![]() |
মাইকেল ফেলপস (৪৭.৫১ NR) গ্যারেট ওয়েবার-গেল (৪৭.০২) কলিন জোন্স (৪৭.৬৫) জ্যাসন লেজাক (৪৬.০৬) |
৩:০৮.২৪ | ডব্লিউআর |
![]() |
৫ | ![]() |
অ্যামুরি লেভঁ (৪৭.৯১) ফাবিয়েন জিলট (৪৭.০৫) ফ্রেডেরিক বস্কেট (৪৬.৬৩) অ্যালেন বার্নার্ড (৪৬.৭৩) |
৩:০৮.৩২ | ER |
![]() |
৩ | ![]() |
এমোন সুলিভান ৪৭.২৪ ডব্লিউআর) অ্যান্ড্রু লটারস্টেইন (৪৭.৮৭) অ্যশলে ক্যালাস (৪৭.৫৫) ম্যাট টার্গেট (৪৭.২৫) |
৩:০৯.৯১ | OC, CR |
৪ | ৬ | ![]() |
আলেসান্দ্রো ক্যালভি (৪৮.৪৯) ক্রিস্চিয়ান গ্যালেন্ডা (৪৭.৪৯) মার্কো বেলোত্তি (৪৮.২৩) ফিলিপো ম্যাগনিনি (৪৭.২৭) |
৩:১১.৪৮ | NR |
৫ | ২ | ![]() |
পিটার স্টাইম (৪৯.১৭) লার্স ফ্রল্যান্ডার (৪৮.০২) স্টেফান নিস্ট্রান্ড (৪৭.২৫) জোনাস পার্সন (৪৭.৪৮) |
৩:১১.৯২ | NR |
৬ | ১ | ![]() |
ব্রেন্ট হেডেন (৪৭.৫৬ NR) জোয়েল গ্রীনশিল্ডস (৪৭.৭৭) কলিন রাসেল (৪৮.৪৯) রিক সে (৪৮.৪৪) |
৩:১২.২৬ | NR |
৭ | ৭ | ![]() |
লিন্ডন ফার্নস (৪৮.১৫) ড্যারিয়েন টাউনসেন্ড (৪৮.১১) রোল্যান্ড শোম্যান (৪৮.৩২) রিক নিথলিং (৪৮.০৮) |
৩:১২.৬৬ | AF |
৮ | ৮ | ![]() |
সাইমন বার্নেট (৪৮.৩৪) অ্যাডাম ব্রাউন (৪৭.৭৫) বেঞ্জামিন হোকিন (৪৮.৫০) রস ড্যাভেনপোর্ট (৪৮.২৮) |
৩:১২.৮৭ | NR |
- Q = যোগ্যতাঅর্জনকারী (Qualified), DSQ = অপসৃত (Disqualified)
- WR = বিশ্ব রেকর্ড (World Record), OR = অলিম্পিক রেকর্ড (Olympic Record)
- AF = আফ্রিকান রেকর্ড (African Record), AS = এশীয় রেকর্ড (Asian Record), ER = ইউরোপীয় রেকর্ড (European Record), OC = ওশেনীয় রেকর্ড (Oceania Record)
- CR = কমনওয়েল্থ রেকর্ড (Commonwealth Record), NR = জাতীয় রেকর্ড (National Record)
নতুন রেকর্ড ও কৃতিত্ব
হিটেই যুক্তরাষ্ট্রের দলটি মাইকেল ফেলপসের উপস্থিতি ছাড়াই বিশ্ব রেকর্ড গড়ে। সেই সঙ্গে ফ্রান্স ও অস্ট্রেলিয়াও তাদের তারকা সাঁতারু যথাক্রমে অ্যালেন বার্নার্ড এবংএমোন সুলিভান ছাড়াই আগের বিশ্ব রেকর্ডের থেকে কম সময় করে। হিটের সময় পাঁচ মহাদেশীয় রেকর্ডই চূর্ণ হয়।
ফাইনালে, হিটে সৃষ্ট আমেরিকার বিশ্বরেকর্ডের থেকে কম সময় করে প্রথম পাঁচটি দল, যথাক্রমে, যুক্তরাষ্ট্র নিজে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইটালি, এবং সুইডেন। এছাড়া কানাডা ২০০৮ অলিম্পিকের আগের বিশ্বরেকর্ডের থেকে কম সময় করে। আর ফাইনালের সব দল ২০০৮ অলিম্পিকের আগের অলিম্পিক রেকর্ডের থেকে ভাল সময় করে। বিশ্ব রেকর্ডের সময় ২% কমে যায় এই হিটে ও ফাইনালের অসাধারণ প্রতিযোগিতার পর।
অ্যাথেন্সে অনুষ্ঠিত ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সাথে এবারের প্রতিযোগিতায় গতির বৈপরীত্য লক্ষ্যনীয়। ২০০৪-এ দক্ষিণ আফ্রিকা দল বিশ্ব রেকর্ড করে স্বর্ণপদক ঘরে তোলে। দক্ষিণ আফ্রিকা সেই একই রিলে দলকে এবারও নিয়ে আসে, এবং তারা গতবারের রেকর্ডের থেকে ০.৫১সেকেন্ড কম সময় করে; তা সত্বেও তারা বেজিং-এ শুধু মাত্র সপ্তম স্থান অধিকার করে। বস্তুতপক্ষে, ২০০৮ ফাইনালের ৮টি দলই ২০০৪ অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার সোনাজয়ী সময়ের থেকে দ্রুত সন্তরণ করে।
তারিখ | রাউন্ড | NOC | নাম | সময় | রেকর্ড |
---|---|---|---|---|---|
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
মাইকেল ফেলপস ৪৭.৫১ NR গ্যারেট ওয়েবার-গেল ৪৭.০২ কলিন জোন্স ৪৭.৬৫ জ্যাসন লেজাক ৪৬.০৬ |
৩:০৮.২৪ | বিশ্ব রেকর্ড |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
অ্যামুরি লেভঁ ৪৭.৯১ ফাবিয়েন জিলট ৪৭.০৫ ফ্রেডেরিক বস্কেট ৪৬.৬৩ অ্যালেন বার্নার্ড ৪৬.৭৩ |
৩:০৮.৩২ | ইউরোপীয় রেকর্ড |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
এমোন সুলিভান ৪৭.২৪ WR অ্যান্ড্রু লটারস্টেইন ৪৭.৮৭ অ্যশলে ক্যালাস ৪৭.৫৫ ম্যাট টার্গেট ৪৭.২৫ |
৩:০৯.৯১ | ওশেনীয় রেকর্ড কমনওয়েল্থ রেকর্ড |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
আলেসান্দ্রো ক্যালভি ৪৮.৪৯ ক্রিস্চিয়ান গ্যালেন্ডা ৪৭.৪৯ মার্কো বেলোত্তি ৪৮.২৩ ফিলিপো ম্যাগনিনি ৪৭.২৭ |
৩:১১.৪৮ | ইতালীয় রেকর্ড |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
পিটার স্টাইম ৪৯.১৭ লার্স ফ্রল্যান্ডার ৪৮.০২ স্টেফান নিস্ট্রান্ড ৪৭.২৫ জোনাস পার্সন ৪৭.৪৮ |
৩:১১.৯২ | সুইডিশ রেকর্ড |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
ব্রেন্ট হেডেন ৪৭.৫৬ NR জোয়েল গ্রীনশিল্ডস ৪৭.৭৭ কলিন রাসেল ৪৮.৪৯ রিক সে ৪৮.৪৪ |
৩:১২.২৬ | কানাডীয় রেকর্ড |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
লিন্ডন ফার্নস ৪৮.১৫ ড্যারিয়েন টাউনসেন্ড ৪৮.১১ রোল্যান্ড শোম্যান ৪৮.৩২ রিক নিথলিং ৪৮.০৮ |
৩:১২.৬৬ | আফ্রিকান রেকর্ড |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ![]() |
সাইমন বার্নেট ৪৮.৩৪ অ্যাডাম ব্রাউন ৪৭.৭৫ বেঞ্জামিন হোকিন ৪৮.৫০ রস ড্যাভেনপোর্ট ৪৮.২৮ |
৩:১২.৮৭ | ব্রিটিশ রেকর্ড |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ১ | ![]() |
নাথান অ্যাড্রিয়ান ৪৮.৮২ কলিন জোন্স ৪৭.৬১ বেঞ্জামিন ওয়াইল্ডম্যান-টোব্রিনার ৪৮.০৩ ম্যাট গ্রিভার্স ৪৭.৭৭ |
৩:১২.২৩ | বিশ্ব রেকর্ড |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ১ | ![]() |
অ্যান্ড্রু লটারস্টেইন ৪৮.৬৮ লিথ ব্রুডি ৪৮.৪২ প্যাট্রিক মার্ফি ৪৮.০৯ ম্যাট টার্গেট ৪৭.২২ |
৩:১২.৪১ | ওশেনীয় রেকর্ড |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ২ | ![]() |
অ্যামুরি লেভঁ ৪৭.৭৬ OR গ্রেগরি ম্যালেট ৪৮.১৪ বরিস স্টিমেজ ৪৯.৮৩ ফ্রেডেরিক বস্কেট ৪৬.৬৩ |
৩:১২.৩৬ | ইউরোপীয় রেকর্ড |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ২ | ![]() |
লিন্ডন ফার্নস ৪৮.২০ রোল্যান্ড শোম্যান ৪৮.৮৫ রিক নিথলিং ৪৮.৫১ ড্যারিয়েন টাউনসেন্ড ৪৭.৫০ |
৩:১৩.০৬ | আফ্রিকান রেকর্ড |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ২ | ![]() |
চেন ঝুও ৪৯.১৬ হুয়াং শাওহুয়া ৪৮.৮৩ লু ঝিউ ৪৮.৭২ কাই লি ৪৯.৪৫ |
৩:১৬.১৬ | এশীয় রেকর্ড |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ২ | ![]() |
সাইমন বার্নেট ৪৮.২০ NR অ্যাডাম ব্রাউন ৪৮.৪৩ বেঞ্জামিন হোকিন ৪৮.৫৫ রস ড্যাভেনপোর্ট ৪৮.৫১ |
৩:১৩.৬৯ | ব্রিটিশ রেকর্ড |
প্রতিযোগিতার প্রথম চরণেই ১০০মিটার ফ্রিস্টাইল সাঁতারের রেকর্ড সাঁতারুরা ভেঙে দিতে সক্ষম ছিল। হিটে, ফ্রান্সের অ্যামুরি লেভঁ অলিম্পিক রেকর্ড ভাঙেন, অন্যদিকে ফাইনালে বিশ্ব রেকর্ডের পতন হয় অস্ট্রেলিয়ান এমোন সুলিভানের কাছে। ভগ্ন সময়ের জন্য প্রথম চরণে সাঁতার না কাটা সাঁতারুদের করা সময় গৃহীত হয় না কারণ এঁরা বেদির উপর থেকে ঝুঁকে থাকতে পারেন এবং আগের সাঁতারু এগিয়ে এলেই জলে ঝাঁপ দিতে পারেন। অন্যদিকে প্রথম বা লিড-অফ সাঁতারুর সময় গণনা করা হয় স্থিতাবস্থা থেকে। ফলতঃ আরও পাঁচজন সাঁতারু ফাইনালেই আরও কম সময় করলেও, লিড-অফ সাঁতারু না হবার জন্য, বিশ্ব রেকর্ড সুলিভানের নামে হয়। এই পাঁচজনের সেরা জ্যাসন লেজাক ৪৬.০৬সেকেন্ড সময় করে ১০০মিটার ফ্রিস্টাইল বা মেডলির ইতিহাসে যে কোনো চরণে দ্রুততম সাঁতারু হন। দুদিন বাদে ১০০মিটার ফ্রিস্টাইলের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের অ্যালেন বার্নার্ড ৪৭.২০সেকেন্ড সময়ে রেকর্ড পুনরুদ্ধার করেন। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালেই সুলিভান ৪৭.০৫সেকেন্ড সময়ে আবার সে রেকর্ড ভাঙেন।
আসল নাটক তোলা ছিল ফাইনালের জন্য। সেখানে আমেরিকান জেসন লেজাক শেষ ৫০মিটার ফরাসি অ্যালেন বার্নার্ডের রেকর্ডের থেকেও ০.৯সেকেন্ড কম সময় করে প্রতিযোগিতা জেতেন। রিলে প্রতিযোগিতার ইতিহাসে এটিই অন্তর্বর্তী চরণে দ্রুততম। প্রসঙ্গতঃ NBC-এর ড্যান হিক্স ও রাউডি গেইন্সের কথোপকথন উল্লেখযোগ্য:
তারিখ | রাউন্ড | নাম | NOC | সময় | রেকর্ড |
---|---|---|---|---|---|
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | এমোন সুলিভান | ![]() |
৪৭.২৪ | বিশ্ব রেকর্ড (১০০মিটার ফ্রিস্টাইল) |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | মাইকেল ফেলপস | ![]() |
৪৭.৫১ | জাতীয় রেকর্ড (১০০মিটার ফ্রিস্টাইল) |
১১ই আগস্ট, ২০০৮ | ফাইনাল | ব্রেন্ট হেডেন | ![]() |
৪৭.৫৬ | জাতীয় রেকর্ড (১০০মিটার ফ্রিস্টাইল) |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ২ | অ্যামুরি লেভঁ | ![]() |
৪৭.৭৬ | অলিম্পিক রেকর্ড (১০০মিটার ফ্রিস্টাইল) |
১০ই আগস্ট, ২০০৮ | হিট ২ | সাইমন বার্নেট | ![]() |
৪৮.২০ | জাতীয় রেকর্ড (১০০মিটার ফ্রিস্টাইল) |
তথ্যসূত্র
- ↑ Shipley, Amy (২০০৬-০৮-২০)। "Peirsol sets backstroke record, Phelps fades"। The Washington Post। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।