২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ম্যারাথন ১০ কিলোমিটার
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ১০কিমি জল ম্যারাথন | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | শুনি অলিম্পিক রোয়িং-ক্যানোয়িং পার্ক | ||||||||||||
তারিখ | ২০শে আগস্ট | ||||||||||||
প্রতিযোগী | ২৩টি দেশের ২৫ জন প্রতিযোগী | ||||||||||||
বিজয়ীর সময় | ১:৫৯:২৭.৭ | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
|
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ ![]() | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০কিলোমিটার ম্যারাথন বিভাগের প্রতিযোগিতা আগস্টের ২০ তারিখে শুনি অলিম্পিক রোয়িং-ক্যানোয়িং পার্কে অনুষ্ঠিত হয়। ২০০৮ গেমসে এটি একটি নতুন বিভাগ হিসাবে সংযোজিত হয়। এই ১০কিমি ম্যারাথন পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই সাঁতারের অন্যান্য বিভাগের মত সুইমিং পুলে না হয়ে খোলা জলে আয়োজিত হয়। কোনো প্রাথমিক পর্যায়ের হিট না হয়ে সরাসরি সামগ্রিক ভাবে প্রতিযোগিতা শুরু হয়। সাঁতার কাটার কোনো পদ্ধতিগত বিধিনিষেধ ছাড়া ফ্রিস্টাইল সাঁতার পদ্ধতিতে সাঁতার কাটা হয়। বেশিরভাগ সময়েই সাঁতারুরা ফ্রন্ট ক্রল পদ্ধতিতেই সাঁতার কাটে, তবে ক্ষেত্রবিশেষে এর পরিবর্তনও হয়, বিশেষ করে যখন সাঁতারুরা খাবারের জায়গায় পৌঁছায়।
খোলা জলে সাঁতার কৌশলগত ভাবে, প্রথাগত সাঁতারের থেকে অনেকটাই আলাদা। বরং এর সাথে প্রতিযোগিতামূলক সাইক্লিং বা ম্যারাথন দৌড় বা জল পোলোর অনেক সাযুজ্য আছে। এটি অলিম্পিকের সেই সব স্বল্প সংখ্যক ক্রীড়া গুলির একটি, যাতে, প্রতিযোগিতা চলাকালীন কোচের ভূমিকা অপরিসীম। প্রতিযোগিতা চলাকালীন কোচেরা চারবার তাদের প্রতিযোগীকে ভাসমান পন্টুন থেকে জল খাওয়ানোর সুযোগ পান। কিন্তু এই সময় কোচ যদি জলে পড়ে যান তাহলে তার প্রতিযোগী সঙ্গে সঙ্গে অপসৃত হবেন।
যোগ্যতাপর্ব
স্পেনের সেভিলে অনুষ্ঠিত ২০০৮ বিশ্ব খোলা জল সাঁতার প্রতিযোগিতা ও চীনের বেইজিং-এ অনুষ্ঠিত গুড লাক বেইজিং অলিম্পিক ১০কিমি ম্যারাথন সাঁতার যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতার ফলের ক্রমানুসারে ২৫ জন সাঁতারু এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেন।
অঙ্গচ্ছেদনের ফলে প্রতিবন্ধী সাঁতারু দক্ষিণ আফ্রিকার নাতালি ডু টইটও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।[১]
ফলাফল
ক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | সময় | সময়ের ব্যবধান |
টিকা |
---|---|---|---|---|---|
![]() |
ল্যারিসা ইলচেঙ্কো | ![]() |
১:৫৯:২৭.৭ | ||
![]() |
কেরি-অ্যান পাইন | ![]() |
১:৫৯:২৯.২ | ১.৫ | |
![]() |
কাসান্দ্রা প্যাটেন | ![]() |
১:৫৯:৩১.০ | ৩.৩ | |
৪ | অ্যাঞ্জেলা মরির | ![]() |
১:৫৯:৩১.৯ | ৪.২ | |
৫ | আনা কুন্হা | ![]() |
১:৫৯:৩৬.৮ | ৯.১ | |
৬ | স্বোয়ান ওবেরসন | ![]() |
১:৫৯:৩৬.৯ | ৯.২ | |
৭ | পোলিয়ানা ওকিমোতো | ![]() |
১:৫৯:৩৭.৪ | ৯.৭ | |
৮ | য়ানা পেচানোভা | ![]() |
১:৫৯:৩৯.৭ | ১২.০ | |
৯ | আন্দ্রেইনা ডেল ভ্যাল পিন্টো পেরেজ | ![]() |
১:৫৯:৪০.০ | ১২.৩ | |
১০ | মার্টিনা গ্রিম্যাল্ডি | ![]() |
১:৫৯:৪০.৭ | ১৩.০ | |
১১ | মারিয়ানা লিম্পার্টা | ![]() |
১:৫৯:৪২.৩ | ১৪.৬ | |
১২ | তেজা জুপান | ![]() |
১:৫৯:৪৩.৭ | ১৬.০ | |
১৩ | ইয়ুরেমা রিকুয়েনা | ![]() |
১:৫৯:৪৬.৯ | ১৯.২ | |
১৪ | এডিথ ভ্যান জিক | ![]() |
২:০০:০২.৮ | ৩৫.১ | |
১৫ | মেলিসা গোর্ম্যান | ![]() |
২:০০:৩৩.৬ | ১:০৫.৯ | |
১৬ | নাতালি ডু টইট | ![]() |
২:০০:৪৯.৯ | ১:২২.২ | |
১৭ | ড্যানিয়েলা ইনাচিও | ![]() |
২:০০:৫৯.০ | ১:৩১.৩ | |
১৮ | ইভা বারগ্লুন্ড | ![]() |
২:০১:০৫.০ | ১:৩৭.৩ | |
১৯ | ফ্যাং ইয়ানকিয়াও | ![]() |
২:০১:০৭.৯ | ১:৪০.২ | |
২০ | ইমেল্ডা মার্টিনেজ | ![]() |
২:০১:০৭.৯ | ১:৪০.২ | |
২১ | অরেলি মুলার | ![]() |
২:0২:০৪.১ | ২:৩৬.৪ | |
২২ | ক্লো সাটন | ![]() |
২:0২:১৩.৬ | ২:৪৫.৯ | |
২৩ | নাতালিয়া সামোরোদিনা | ![]() |
২:১০:৪১.৬ | ১১:১৩.৯ | |
২৪ | আন্তোনেলা বোগারিন | ![]() |
২:১১:৩৫.৯ | ১২:০৮.২ | |
ক্রিস্টেল কোব্রিচ | ![]() |
DNF |
DNF - শেষ করতে পারেননি (Did Not Finish)
তথ্যসূত্র
- ↑ "Women's Marathon 10km: Ilchenko wins gold in final flurry" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ আগস্ট ২০০৮ তারিখে, official website of the Beijing 2008 Olympic Games, August 20, 2008