২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ১০০মিটার ব্রেস্টস্ট্রোক | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | ||||||||||||
তারিখ | ১০ই আগস্ট (হিট) ১২ই আগস্ট (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ৪৯ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১০ ও ১২ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্রেস্টস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি দুইবার পার করতে হয়।
সেমি-ফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট সাতটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চসংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিকভাবে সেরা সময়ে অতিক্রম করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমি-ফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমি-ফাইনালগুলোর সামগ্রিকভাবে সেরা সময়ে অতিক্রম করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:০৯.০০সেকেন্ড(এ মান) এবং ১:১১.৪৩সেকেন্ড (বি মান)। যে সকল জাতীয় অলিম্পিক কমিটির দুই বা ততোধিক সাঁতারু এ মানের তারা যে-কোনো দুজন এ মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন বি মানের সাঁতারুকে পাঠাতে পারে।
রেকর্ড
এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | লেইসেল জোন্স (AUS) | ১:০৫.০৯ | মেলবোর্ন, অস্ট্রেলিয়া | ২০শে মার্চ ২০০৬ | [১] |
অলিম্পিক রেকর্ড | লুও জুয়েজুয়ান (CHN) | ১:০৬.৬৪ | অ্যাথেন্স, গ্রীস | ১৬ই আগস্ট ২০০৪ | - |
এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১০ই আগস্ট | হিট ৭ | লেইসেল জোন্স | অস্ট্রেলিয়া | ১:০৫.৬৪ | OR | |
১২ই আগস্ট | ফাইনাল | লেইসেল জোন্স | অস্ট্রেলিয়া | ১:০৫.১৭ | OR |
অনুসূচী
সমস্ত সময় চীন প্রমাণ সময় (ইউটিসি+৮) অনুসারে।
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
রবিবার, ১০ই আগস্ট, ২০০৮ | ১৯:২৫-১৯:৪৫ | হিট |
সোমবার, ১১ই আগস্ট, ২০০৮ | ১০:৩৫-১০:৪৫ | সেমি-ফাইনাল |
মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০০৮ | ১০:২৩ | ফাইনাল |
হিট
ক্রম | হিট | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
১ | ৭ | ৪ | লেইসেল জোন্স | অস্ট্রেলিয়া | ১:০৫.৬৪ | Q, OR |
২ | ৭ | ৩ | ইউলিয়া এফিমোভা | রাশিয়া | ১:০৬.০৮ | Q, ER |
৩ | ৫ | ৬ | মির্না জুকিচ | অস্ট্রিয়া | ১:০৭.০৬ | Q |
৪ | ৫ | ৪ | রেবেকা সনি | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০৭.৪৪ | Q |
৫ | ৭ | ১ | সুজান ভ্যান বিলজন | দক্ষিণ আফ্রিকা | ১:০৭.৫৫ | Q |
৬ | ৬ | ১ | সুন য়ে | চীন | ১:০৭.৮১ | Q |
৭ | ৬ | ৪ | টার্নি হোয়াইট | অস্ট্রেলিয়া | ১:০৭.৮৩ | Q |
৮ | ৭ | ৬ | জোলিন হোস্টম্যান | সুইডেন | ১:০৭.৯১ | Q |
৯ | ৭ | ৫ | মেগান জেন্ড্রিক | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০৮.০৭ | Q |
১০ | ৫ | ৭ | জিলিয়ান টেলর | কানাডা | ১:০৮.১৩ | Q |
১১ | ৬ | ৩ | কেট হেউড | গ্রেট ব্রিটেন | ১:০৮.১৮ | Q |
১২ | ৫ | ২ | চেন হুইজিয়া | চীন | ১:০৮.২৪ | Q |
১৩ | ৫ | ৩ | অ্যানামে পিয়ার্স | কানাডা | ১:০৮.২৫ | Q |
১৪ | ৬ | ২ | কির্স্টি বেলফোর | গ্রেট ব্রিটেন | ১:০৮.৩০ | Q |
১৫ | ৫ | ১ | আসামি কিতাগাওয়া | জাপান | ১:০৮.৩৬ | Q |
১৬ | ৭ | ৮ | এলিস ম্যাথিসেন | বেলজিয়াম | ১:০৮.৩৭ | Q |
১৭ | ৬ | ৬ | মেকুমি তানেদা | জাপান | ১:০৮.৪৫ | |
১৮ | ৭ | ২ | এলেনা বোগোমাজোভা | রাশিয়া | ১:০৮.৬৩ | |
১৯ | ৩ | ২ | সারা এলবেকরি | মরক্কো | ১:০৮.৬৬ | |
২০ | ৬ | ৫ | সারা পোউই | জার্মানি | ১:০৮.৬৯ | |
২১ | ৬ | ৭ | হানা ওয়েস্ট্রিন | সুইডেন | ১:০৮.৮০ | |
২২ | ৪ | ৪ | রবের্টা পানারা | ইতালি | ১:০৮.৯০ | |
২৩ | ৪ | ৫ | জুং সিউল্কি | দক্ষিণ কোরিয়া | ১:০৯.২৬ | |
২৪ | ৬ | ৮ | ইউলিয়া পিডলিস্না | ইউক্রেন | ১:০৯.৭২ | |
২৫ | ৫ | ৫ | আনা খ্লিস্টুনোভা | ইউক্রেন | ১:০৯.৯৫ | |
২৬ | ৪ | ২ | ডায়ানা গোমেজ | পর্তুগাল | ১:১০.০২ | |
২৭ | ৪ | ৩ | ইনা কাপিশিনা | বেলারুশ | ১:১০.১৫ | |
২৮ | ৪ | ১ | দিলারা বুসে গুনায়দিন | তুরস্ক | ১:১০.৪৫ | |
২৯ | ৫ | ৮ | সোফি ডে রোঞ্চি | ফ্রান্স | ১:১০.৪৬ | |
৩০ | ৪ | ৬ | অ্যাঞ্জেলিকি এক্সারচৌ | গ্রিস | ১:১০.৪৭ | |
৩১ | ৩ | ৬ | আর্দ্রিয়ানা মার্মোলেজো | মেক্সিকো | ১:১০.৭৩ | |
৩২ | ৪ | ৭ | নিকোলেট টেও | সিঙ্গাপুর | ১:১০.৭৬ | |
৩৩ | ৩ | ৩ | স্মিলজানা মারিনোভিচ | ক্রোয়েশিয়া | ১:১০.৯৪ | |
৩৪ | ২ | ৪ | ইয়েকাতেরিনা সাডোভনিক | কাজাখস্তান | ১:১১.১৪ | |
৩৫ | ৪ | ৮ | জোলিন ভ্যান ভ্যালকেনগোয়েড | নেদারল্যান্ডস | ১:১১.২৬ | |
৩৬ | ৭ | ৭ | সোনিয়া স্কোবার | জার্মানি | ১:১১.৩৬ | |
৩৭ | ৩ | ৪ | লিলিয়ানা ইউজেনিয়া গুইসকার্ডো | আর্জেন্টিনা | ১:১১.৪৩ | |
৩৮ | ২ | ৫ | ভ্যালেরিয়া সিলভা | পেরু | ১:১১.৬৪ | NR |
৩৯ | ৩ | ৮ | তাতিয়ানে সাকেমি | ব্রাজিল | ১:১১.৭৫ | |
৪০ | ৩ | ৫ | আর্লা ডগ হেরাল্ডসডোটির | আইসল্যান্ড | ১:১১.৭৮ | |
৪১ | ৩ | ১ | রেকা পেক্স | হাঙ্গেরি | ১:১২.১৭ | |
৪২ | ২ | ৬ | ড্যানিয়েলা বিউব্রান | সেন্ট লুসিয়া | ১:১২.৮৫ | |
৪৩ | ৩ | ৭ | নাজা হিগল | সার্বিয়া | ১:১৩.১৯ | |
৪৪ | ২ | ৩ | মায়ুমি রহিম | শ্রীলঙ্কা | ১:১৫.৩৩ | |
৪৫ | ২ | ২ | নিবাল ইয়ামৌত | লেবানন | ১:১৬.১৭ | |
৪৬ | ২ | ৭ | ওক্সানা হাতামখানোভা | আজারবাইজান | ১:২০.২২ | |
৪৭ | ১ | ৫ | আস্মাহান ফারহাত | লিবিয়া | ১:২১.৬৮ | |
৪৮ | ১ | ৪ | অ্যান স্যালনিকোভা | জর্জিয়া | ১:২১.৭০ | |
৪৯ | ১ | ৩ | মরিয়ম পাউলিন কেইতা | মালি | ১:২৪.২৬ |
সেমি-ফাইনাল
ক্রম | হিট | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৪ | লেইসেল জোন্স | অস্ট্রেলিয়া | ১:০৫.৮০ | Q |
২ | ১ | ৫ | রেবেকা সনি | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০৭.০৭ | Q |
৩ | ২ | ৫ | মির্না জুকিচ | অস্ট্রিয়া | ১:০৭.২৭ | Q |
৪ | ২ | ৬ | টার্নি হোয়াইট | অস্ট্রেলিয়া | ১:০৭.৪৮ | Q |
৫ | ১ | ৪ | ইউলিয়া এফিমোভা | রাশিয়া | ১:০৭.৫০ | Q |
৬ | ১ | ৩ | সুন য়ে | চীন | ১:০৭.৭২ | Q |
৭ | ২ | ২ | মেগান জেন্ড্রিক | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০৮.০৭ | Q |
৮ | ২ | ৮ | আসামি কিতাগাওয়া | জাপান | ১:০৮.২৩ | Q |
৯ | ১ | ৬ | জোলিন হোস্টম্যান | সুইডেন | ১:০৮.২৬ | |
১০ | ২ | ১ | অ্যানামে পিয়ার্স | কানাডা | ১:০৮.২৭ | |
১১ | ২ | ৭ | কেট হেউড | গ্রেট ব্রিটেন | ১:০৮.৩৬ | |
১২ | ১ | ৭ | চেন হুইজিয়া | চীন | ১:০৮.৬০ | |
১৩ | ১ | ২ | জিলিয়ান টেলর | কানাডা | ১:০৯.০০ | |
১৩ | ১ | ৮ | এলিস ম্যাথিসেন | বেলজিয়াম | ১:০৯.০০ | |
১৫ | ১ | ১ | কির্স্টি বেলফোর | গ্রেট ব্রিটেন | ১:০৯.২৩ | |
১৬ | ২ | ৩ | সুজান ভ্যান বিলজন | দক্ষিণ আফ্রিকা | ১:০৯.৫৬ |
ফাইনাল
ক্রম | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৪ | লেইসেল জোন্স | অস্ট্রেলিয়া | ১:০৫.১৭ | ওআর | |
৫ | রেবেকা সনি | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০৬.৭৩ | ||
৩ | মির্না জুকিচ | অস্ট্রিয়া | ১:০৭.৩৪ | ||
৪ | ২ | ইউলিয়া এফিমোভা | রাশিয়া | ১:০৭.৪৩ | |
৫ | ১ | মেগান জেন্ড্রিক | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০৭.৬২ | |
৬ | ৬ | টার্নি হোয়াইট | অস্ট্রেলিয়া | ১:০৭.৬৩ | |
৭ | ৭ | সুন য়ে | চীন | ১:০৮.০৮ | |
৮ | ৮ | আসামি কিতাগাওয়া | জাপান | ১:০৮.৪৩ |
তথ্যসূত্র
- ↑ Wilson, Caroline (২০০৬-০৩-২১)। "Lethal Leisel"। The Age। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।