২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
জিম্বাবুয়ে | পাকিস্তান | ||
তারিখ | ২৩ আগস্ট, ২০১৩ – ১৭ সেপ্টেম্বর, ২০১৩ | ||
অধিনায়ক | ব্রেন্ডন টেলর |
মিসবাহ-উল-হক (টেস্ট এবং ওডিআই) মোহাম্মদ হাফিজ (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | হ্যামিল্টন মাসাকাদজা (১৩৯) | ইউনুস খান (৩০৯) | |
সর্বাধিক উইকেট | তেন্দাই চাতারা (১১) | সাঈদ আজমল (১৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ইউনুস খান (পাকিস্তান) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ব্রেন্ডন টেলর (১৪৮) | মোহাম্মদ হাফিজ (২৩২) | |
সর্বাধিক উইকেট | তেন্দাই চাতারা (৫) | সাঈদ আজমল (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হ্যামিল্টন মাসাকাদজা (৫৯) | আহমেদ শেহজাদ (১৬৮) | |
সর্বাধিক উইকেট |
তেন্দাই চাতারা (২) শিঙ্গি মাসাকাদজা (২) | মোহাম্মদ হাফিজ (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | আহমেদ শেহজাদ |
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ২৩ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে। সফরে দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক খেলা এবং দুইটি টেস্ট খেলা অনুষ্ঠিত হয়। সীমিত ওভারের খেলাগুলো হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে টেস্ট ম্যাচ হারারে ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকৃতপক্ষে এ সিরিজটি গত ডিসেম্বরে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু ভারতে পাকিস্তান ক্রিকেট দলের সফরের সাথে সময়সূচীর মিল থাকায় দুই দেশের মধ্যকার ক্রিকেটে দ্বি-সম্পর্কীয় উত্তরণের জন্য তা স্থগিত রাখা হয়।[১][২]
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবার কথা থাকলেও ব্যয় সঙ্কোচন নীতি প্রয়োগের ফলে তা হারারেতেই রাখা হয়।[৩] দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ে জয়লাভ করে। এ জয়টি ছিল ২০০১ সালে ভারত ও পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে বিজয়ের পর প্রথম।[৪][৫][৬]
দলের সদস্যবৃন্দ
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
জিম্বাবুয়ে | পাকিস্তান[৭] | জিম্বাবুয়ে[৮] | পাকিস্তান[৭] | জিম্বাবুয়ে[৯] | পাকিস্তান[৭] |
|
|
|
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২য় টি২০আই
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আহমেদ শেহজাদ টি২০ ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন। মোহাম্মদ হাফিজ-আহমেদ শেহজাদ দ্বিতীয় উইকেটে ১৪৩ রান করে পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি গড়েন।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৩–৭ সেপ্টেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা’র টেস্ট অভিষেক ঘটে।
২য় টেস্ট
সম্প্রচার সত্ত্ব
টেলিভিশন সম্প্রচার | দেশ | মন্তব্য |
---|---|---|
সুপার স্পোর্ট | দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে |
আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সম্প্রচারক |
টেন ক্রিকেট | বাংলাদেশ ভারত |
|
পিটিভি স্পোর্টস | পাকিস্তান | |
টেন স্পোর্টস | পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা |
তথ্যসূত্র
- ↑ "Pakistan cricket team to visit India in December"। BBC। ১৬ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৩।
- ↑ "Pakistan's Zimbabwe tour dates confirmed"। ESPN Cricinfo। ৬ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৩।
- ↑ "Cost-saving forces change of venue for second Test". ESPN Cricinfo. 4 September 2013. Retrieved 4 September 2013.
- ↑ "Zimbawe square series with historic win". ESPN Cricinfo. Retrieved 14 September 2013.
- ↑ "Zimbabwe clinch landmark Test victory over Pakistan". BBC Sport. Retrieved 14 September 2013.
- ↑ ""Zimbabwe claim historic win". Sporting Life. Retrieved 14 September 2013."। ৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ গ "Jamshed, Irfan left out of Pakistan Test squad"। ESPN Cricinfo। ৬ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৩।
- ↑ "Pakistan in Zimbabwe ODI Series, 2013". ESPN Cricinfo. 26 August 2013. Retrieved 27 August 2013.
- ↑ "SQUAD FOR ZIMBABWE PAKISTAN IN ZIMBABWE 2013". Cricket Archive. Retrieved 24 August 2013.