২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
তারিখ | ১৫ সেপ্টেম্বর – ২ অক্টোবর ২০১৬ |
দল | ১৬ (১টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ২ (২টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩১ |
গোল সংখ্যা | ১০৯ (ম্যাচ প্রতি ৩.৫২টি) |
দর্শক সংখ্যা | ৩২,৯৮৩ (ম্যাচ প্রতি ১,০৬৪ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() |
সেরা খেলোয়াড় | ![]() |
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক এশিয়ার অনূর্ধ্ব ১৬ যুবকদের জন্য আয়োজিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। প্রতিযোগিতাটি ২০১৫ সালের ৩ জুন এএফসি ঘোষণা অনুযায়ী[১][২] ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল।[৩] এতে ১৬ জাতীয় অনূর্ধ্ব দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রথমবারের মত ইরাক চ্যাম্পিয়ন হয়েছে।
বাছাইপর্ব
বাছাইপর্বের জন্য ড্র ২০১৫ সালের ৫ জুন অনুষ্ঠিত হয়েছিল।[৪] সর্বমোট ৪৫ টি দল ১১ টি গ্রুপে ভাগ হয়ে ড্র অনুষ্ঠিত হয় এবং প্রতিটি গ্রুপের গ্রুপ বিজয়ী এবং চারটি সেরা রানার্সআপ চূড়ান্ত লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করেছিল। ভারত স্বাগতিক দল হিসাবে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করে, কিন্তু তারপরেও তারা বাছাইপর্বে অংশগ্রহণ করেছিল।
বাছাইপর্বের খেলা ১২ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। তারমধ্যে এইচ গ্রুপের খেলা ২ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।[৫]
বাছাইকৃত দল
দল | যোগ্য হয় | উপস্থিতি | পূর্বের সেরা সাফল্য |
---|---|---|---|
![]() |
Hosts / গ্রুপ E (3rd best) রানার্স আপ |
7th | Quarter-finals (2002) |
![]() |
গ্রুপ A বিজয়ী | 9th | চ্যাম্পিয়নস (2012) |
![]() |
গ্রুপ B বিজয়ী | 1st | Debut |
![]() |
গ্রুপ C বিজয়ী | 9th | Third place (1985), Semi-finals (2012) |
![]() |
গ্রুপ D বিজয়ী | 10th | চ্যাম্পিয়নস (1985, 1988) |
![]() |
গ্রুপ E বিজয়ী | 10th | চ্যাম্পিয়নস (2008) |
![]() |
গ্রুপ G বিজয়ী | 4th | Quarter-finals (2014) |
![]() |
গ্রুপ H বিজয়ী | 10th | চ্যাম্পিয়নস (2010, 2014) |
![]() |
গ্রুপ I বিজয়ী | 12th | চ্যাম্পিয়নস (1986, 2002) |
![]() |
গ্রুপ J বিজয়ী | 5th | Semi-finals (2010, 2014) |
![]() |
গ্রুপ K বিজয়ী | 13th | চ্যাম্পিয়নস (1994, 2006) |
![]() |
গ্রুপ J (1st best) রানার্স আপ | 6th | Fourth place (2000) |
![]() |
গ্রুপ H (2nd best) রানার্স আপ | 10th | চ্যাম্পিয়নস (1998) |
![]() |
গ্রুপ D (4th best) রানার্স আপ | 7th | রানার্স আপ (1990) |
![]() |
গ্রুপ B (5th best) রানার্স আপ | 9th | চ্যাম্পিয়নস (1996, 2000) |
![]() |
গ্রুপ A (6th best) রানার্স আপ | 5th | রানার্স আপ (2002) |
মাঠ
ড্র
চূড়ান্ত লড়াইয়ের জন্য ড্র ২০১৬ সালের ২৬মে স্থানীয় সময় ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ভারতের গোয়ায় (৪ মে ২০১৬ সালেরটি স্থগিত করা হয়)।[৬][৭] ১৬ টি দলকে একটি গ্রুপে ৪টি করে ৪টি গ্রুপে ভাগ করে ড্র হয়।[৮]
পাত্র ১ | পাত্র ২ | পাত্র ৩ | পাত্র ৪ |
---|---|---|---|
|
|
|
|
খেলোয়াড়
যেসকল খেলোয়াড়ের জন্ম ১ জানুয়ারি ২০০০ বা তার পরে, সেসকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড়ের নাম নথিভূক্ত করতে পারবে (তার মধ্যে সর্বনিম্ন ৩ জন গোলকিপার থাকতে হবে)।.[৯]
গ্রুপ পর্ব
নকআউট পর্ব
নকআউট পর্বে বিজয়ী নির্বাচনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি, শুধুমাত্র পেনাল্টি শ্যুট আউট পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল।[৯]
ব্রাকেট
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
২৫ সেপ্টেম্বর – মারগাও | ||||||||||
![]() | 5 | |||||||||
২৯ সেপ্টেম্বর – মারগাও | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 1 (6) | |||||||||
২৬ সেপ্টেম্বর – মারগাও | ||||||||||
![]() | 1 (5) | |||||||||
![]() | 1 (2) | |||||||||
২ অক্টোবর – মারগাও | ||||||||||
![]() | 1 (4) | |||||||||
![]() | 0 (৩) | |||||||||
২৫ সেপ্টেম্বর – বামবোলিম | ||||||||||
![]() | 0 (৪) | |||||||||
![]() | 1 | |||||||||
২৯ সেপ্টেম্বর – বামবোলিম | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | ২ | |||||||||
২৬ সেপ্টেম্বর – বামবোলিম | ||||||||||
![]() | ৪ | |||||||||
![]() | 0 | |||||||||
![]() | 2 | |||||||||
কোয়াটার ফাইনাল
বিজয়ীরা ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
জাপান ![]() | 1–0 | ![]() |
---|---|---|
সেকো ![]() |
প্রতিবেদন |
ওমান ![]() | 1–1 | ![]() |
---|---|---|
আল জাহধামি ![]() |
প্রতিবেদন | কিম পাম-হাইক ![]() |
পেনাল্টি | ||
আল আলাবি ![]() আল কাইদি ![]() আল মালকি ![]() আল জাহধামি ![]() |
2–4 | ![]() ![]() ![]() ![]() ![]() |
Semi-finals
ইরান ![]() | 1–1 | ![]() |
---|---|---|
Sharifi ![]() |
প্রতিবেদন | Kye Tam ![]() |
পেনাল্টি | ||
Sharifi ![]() Esmaeilzadeh ![]() Ahani ![]() Khodamoradi ![]() Asadabadi ![]() Shariati ![]() Zadeh ![]() |
6–5 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Final
ইরান ![]() | 0–0 | ![]() |
---|---|---|
প্রতিবেদন | ||
পেনাল্টি | ||
Sharifi ![]() Namdari ![]() Ahani ![]() Shariati ![]() Esmaeilzadeh ![]() |
3–4 | ![]() ![]() ![]() ![]() ![]() |
বিজয়ী
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশি বিজয়ী |
---|
![]() ইরাক প্রথম শিরোপা |
পুরস্কার
ক্রমিক অবস্থান
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | চূড়ান্ত ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৩ | ৩ | ০ | ১০ | ৫ | +৫ | ১২ | চ্যাম্পিয়ন |
২ | ![]() |
৬ | ৩ | ৩ | ০ | ১৩ | ৪ | +৯ | ১২ | রানার্স-আপ |
৩ | ![]() |
৫ | ৪ | ০ | ১ | ২৪ | ৪ | +২০ | ১২ | সেমি-ফাইনাল |
৪ | ![]() |
৫ | ২ | ২ | ১ | ৯ | ৬ | +৩ | ৮ | |
৫ | ![]() |
৪ | ৩ | ০ | ১ | ৯ | ৬ | +৩ | ৯ | কোয়ার্টার ফাইনালে বিদায় |
৬ | ![]() |
৪ | ২ | ১ | ১ | ৭ | ৫ | +২ | ৭ | |
৭ | ![]() |
৪ | ১ | ৩ | ০ | ৫ | ২ | +৩ | ৬ | |
৮ | ![]() |
৪ | ২ | ০ | ২ | ৬ | ১৫ | −৯ | ৬ | |
৯ | ![]() |
৩ | ১ | ১ | ১ | ৪ | ২ | +২ | ৪ | গ্রুপ পর্বে বিদায় |
১০ | ![]() |
৩ | ১ | ০ | ২ | ২ | ১১ | −৯ | ৩ | |
১১ | ![]() |
৩ | ০ | ১ | ২ | ৬ | ৯ | −৩ | ১ | |
১২ | ![]() |
৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | −৩ | ১ | |
১৩ | ![]() |
৩ | ০ | ১ | ২ | ৫ | ৯ | −৪ | ১ | |
১৪ | ![]() |
৩ | ০ | ১ | ২ | ৫ | ১০ | −৫ | ১ | |
১৫ | ![]() |
৩ | ০ | ১ | ২ | ১ | ৭ | −৬ | ১ | |
১৬ | ![]() |
৩ | ০ | ০ | ৩ | ২ | ১০ | −৮ | ০ |
ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের যোগ্যতা
এ প্রতিযোগিতার মাধ্যমে ৪টি দল ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া ভারত স্বাগতিক হিসাবে সরাসরি যোগ্যতা অর্জন করে।[১০]
Team | Qualified on | Previous appearances in tournament1 |
---|---|---|
![]() |
5 December 2013 | 0 (Debut) |
![]() |
26 September 2016 | 1 (2013) |
![]() |
25 September 2016 | 3 (2001, 2009, 2013) |
![]() |
25 September 2016 | 7 (1993, 1995, 2001, 2007, 2009, 2011, 2013) |
![]() |
26 September 2016 | 4 (2005, 2007, 2011, 2015) |
- 1 Bold indicates champion for that year. Italic indicates host for that year.
তথ্যসূত্র
- ↑ "India to host AFC U-16 Championship 2016"। AFC। ৩ জুন ২০১৫।
- ↑ "INDIA WIN AFC U-16 BID"। All India Football Federation। ৪ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫।
- ↑ "AFC Calendar of Competitions 2016" (PDF)। AFC।
- ↑ "AFC U-16 Championship 2016 qualifying draw concluded"। AFC। ৫ জুন ২০১৫।
- ↑ "AFC Calendar of Competitions 2015" (PDF)। AFC।
- ↑ "AFC confirms raft of crucial draw dates"। AFC। ১৭ মার্চ ২০১৬।
- ↑ "India's preparations for U-17 World Cup to gather pace with AIFF Youth Cup"। Firstpost। ২ মে ২০১৬।
- ↑ "AFC U-16 Championship India 2016 draw concluded"। AFC। ২৬ মে ২০১৬।
- ↑ ক খ "Regulations AFC U-16 Championship 2016" (পিডিএফ)। AFC।
- ↑ "Asian quartet qualify for India 2017"। FIFA.com। ২৫ সেপ্টেম্বর ২০১৬। ৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬।
বহিঃসংযোগ
- AFC U-16 Championship, the-AFC.com