২০১৭–১৮ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর
২০১৭-১৮ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | শ্রীলঙ্কা | ||
তারিখ | ৩১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | ||
অধিনায়ক | মাহমুদুল্লাহ রিয়াদ | দিনেশ চান্ডিমাল | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মমিনুল হক (৩১৪) | কুশল মেন্ডিস (২৭১) | |
সর্বাধিক উইকেট | তাইজুল ইসলাম (১২) | রঙ্গনা হেরাথ (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রোশেন সিলভা (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মাহমুদুল্লাহ রিয়াদ (৮৪) | কুশল মেন্ডিস (১২৩) | |
সর্বাধিক উইকেট | নাজমুল ইসলাম (২) |
দানুষ্কা গুণতিলকা (৩) জীবন মেন্ডিস (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) |
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য বাংলাদেশ সফর করে, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০১৮-এ অনুষ্ঠিত হয়।[১][২] এই সফরের পূর্বে, উভয় দলই জিম্বাবুয়ের সাথে ত্রি-দেশীয় সিরিজ খেলে থাকবে।[৩][৪]
ডিসেম্বর ২০১৭-তে, মুশফিকুর রহিমকে পরিবর্তন করে বাংলাদেশ টেস্ট স্কোয়াডের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।[৫]
দলীয় সদস্য
টেস্ট | টি২০আই | ||
---|---|---|---|
বাংলাদেশ | শ্রীলঙ্কা | বাংলাদেশ | শ্রীলঙ্কা |
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৩১ জানুয়ারি–৪ ফেব্রুয়ারি ২০১৮
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সানজামুল ইসলাম (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- মাহমুদুল্লাহ রিয়াদ টেস্টে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এবং টেস্টে ২০০০ রান করেছিলেন।
- মমিনুল হক টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি (৯৬ বল) এবং টেস্টে ২০০০ রান করার সবচেয়ে দ্রুততম বাংলাদেশ ব্যাটসম্যান হয়েছেন।
- একদিনের টেস্টে (৩৭৪) একদিনের ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে।
- ধনঞ্জয় ডি সিলভা পাশাপাশি শ্রীলঙ্কার হয়ে ১,০০০ টেস্ট রানের লক্ষ্যে পৌঁছে যাওয়া যুগ্ম-দ্রুততম ব্যাটসম্যান হয়েছিলেন রয় ডায়াস ও মাইকেল ভ্যানডর্ট (২৩ ইনিংস)।
- কুশল মেন্ডিস তাঁর জন্মদিনে শ্রীলঙ্কার হয়ে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান এবং টেস্টে তার সর্বোচ্চ রান (১৯৬) নথিভুক্ত করেছেন।
- রোশেন সিলভা (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- শ্রীলঙ্কার স্কোর ৭১৩/৯ d তার যৌথ পঞ্চম-সর্বোচ্চ মোট টেস্টে।
২য় টেস্ট
৮–১২ ফেব্রুয়ারি ২০১৮
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আকিলা ধনঞ্জয় (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- সুরঙ্গা লকমল (শ্রীলঙ্কা) টেস্টে তার ১০০ তম উইকেট গ্রহণ করেন।
- রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) টেস্টে সবচেয়ে সফল বামহাত বোলার হয়ে ওঠে, যখন তিনি ৪১৫ তম উইকেট শিকার করেন ওয়াসিম আকরামের (পাকিস্তান) মোট ৪১৪ উইকেট।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম (বাংলাদেশ) ও শেহান মধুশঙ্কা (শ্রীলঙ্কা) তার টি২০আই অভিষেক হয়।
- মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের অধিনায়কত্ব টি২০আই প্রথমবার।
- এটি বাংলাদেশের ছিল টি২০আইর মধ্যে সর্বোচ্চ মোট।
২য় টি২০আই
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মাহেদী হাসান, আবু হায়দার (বাংলাদেশ) ও আমিলা আপন্সো (শ্রীলঙ্কা) তার টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬।
- ↑ "Bangladesh, SL, Zim series confirmed"। News Day। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Itinerary for Tri-Nation (BAN-SL-ZIM) ODI Series, Test Series (BAN – SL) and T20i Series (BAN – SL)"। Bangladesh Cricket Board। ১৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Bangladesh to host first tri-series since 2010"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Shakib named new Bangladesh Test captain"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ