২০১৭ জিম্বাবুয়ে ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

২০১৭ জিম্বাবুয়ে ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড জিম্বাবুয়ে
তারিখ ১৫ – ১৭ জুন ২০১৭
অধিনায়ক কাইল কোয়েতজার গ্রেইম ক্রিমার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান কাইল কোয়েতজার (১৭০) ম্যালকম ওয়ালার (৯২)
সর্বাধিক উইকেট কন ডি ল্যাঞ্জ (৫) গ্রেইম ক্রিমার (৬)

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল দুইটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য স্কটল্যান্ড সফর করে, যা জুন ২০১৭-এ অনুষ্ঠিত হয়।

দলীয় সদস্য

 স্কটল্যান্ড  জিম্বাবুয়ে

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৫ জুন ২০১৭
স্কটল্যান্ড 
৩১৭/৬ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৭২ (৪১.৪ ওভার)
কাইল কোয়েতজার ১০৯ (১০১)
শন উইলিয়ামস ২/৪৮ (১০ ওভার)
স্কটল্যান্ড ২৬ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
দ্য গ্র্যাঞ্জ ক্লাব, এডিনবরা
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জিম্বাবুয়ের ইনিংসের সময় বৃষ্টির জন্য নির্ধারিত লক্ষ্য ৪৩ ওভারে ২৯৯ রান।
  • কন ডি ল্যাঞ্জ (স্কটল্যান্ড) ওডিআইতে তার প্রথম পাঁচ উইকেট শিকার করেন।
  • এটি ছিল একটি ওয়ানডে ম্যাচে দুই পক্ষের মধ্যে প্রথম ওয়ানডে এবং স্কটল্যান্ডের একমাত্র ওয়ানডে ম্যাচে টেস্ট খেলোয়াড়ের বিপক্ষে জয়।

২য় ওডিআই

১৭ জুন ২০১৭
স্কটল্যান্ড 
১৬৯ (৪২ ওভার)
 জিম্বাবুয়ে
১৭১/৪ (৩৭ ওভার)
সিকান্দার রাজা ৫৮* (৮৮)
ক্রিস সোলে ৩/৩৬ (৯ ওভার)
জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী
দ্য গ্র্যাঞ্জ ক্লাব, এডিনবরা
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ