২০১৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
২০১৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ৭ – ২৭ জুন ২০১৮ | ||
অধিনায়ক | ইয়ন মর্গ্যান |
টিম পেইন (ওডিআই) অ্যারন ফিঞ্চ (টি২০আই) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৫–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | Jason Roy (304) | Shaun Marsh (288) | |
সর্বাধিক উইকেট |
Moeen Ali Adil Rashid (12) |
Kane Richardson Billy Stanlake (6) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জস বাটলার (ইংল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | Jos Buttler (61) | Aaron Finch (84) | |
সর্বাধিক উইকেট |
Chris Jordan Adil Rashid (3) | Mitchell Swepson (2) |
অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ইংল্যান্ড সফর করে, যা জুন ২০১৮-এ অনুষ্ঠিত হয়।
দলীয় সদস্য
ওডিআই | টি২০আই | ||
---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
প্রস্তুতিমূলক খেলা
লিস্ট এ: সাসেক্স বনাম অস্ট্রেলিয়া
লিস্ট এ: মিডলসেক্স বনাম অস্ট্রেলিয়া
৯ জুন ২০১৮
১১:০০ |
ব
|
মিডলসেক্স
১৮২ (৪১ ওভার) | |
ট্রাভিস হেড ১০৬ (১৪১)
টম বার্বের ৩/৬২ (৯ ওভার) |
ম্যাক্স হোল্ডেন ৭১ (৭১)
কেন রিচার্ডসন ৩/৩১ (৯ ওভার) |
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রবি হোয়াইট (মিডলসেক্স) তার লিস্ট এ অভিষেক হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
১৩ জুন ২০১৮
১৩:০০ (দিন/রাত) |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মাইকেল নীসার (অস্ট্রেলিয়া) তার ওডিআই অভিষেক হয়।
- টিম পাইন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ওডিআইত প্রথমবার।
২য় ওডিআই
১৬ জুন ২০১৮
১১:০০ |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ডার্সি শর্ট (অস্ট্রেলিয়া) তার ওডিআই অভিষেক হয়।
- অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) তার প্রথম ওয়ানডেতে আম্পায়ার হয়ে দাঁড়িয়েছিলেন।
- ওয়ানডেতে ইংল্যান্ড তাদের সর্বোচ্চ স্কোর করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
- আদিল রশিদ (ইংল্যান্ড) ওয়ানডেতে তার ১০০ তম উইকেট নিয়েছে।
৩য় ওডিআই
১৯ জুন ২০১৮
১৪:০০ (দিন/রাত) |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইয়ন মর্গ্যান স্কোর করেছে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩য় ওডিআই রান (৫,৪৪৩)। ওয়ানডেতে (২১ বলে) ইংল্যান্ডের হয়েও দ্রুততম ফিফটিসে রান করেছিলেন তিনি।
- ইংল্যান্ড এর জন্য একটি নতুন রেকর্ড গড়েছে ৩য় ওডিআইতে সর্বোচ্চ ইনিংস। এটিও প্রথম ঘটনা যেখানে কোনও ওয়ানডেতে পুরুষদের দল ৪৫০ রানের বেশি রান করেছিল।
- রানের ক্ষেত্রে, এটি উভয়ই ছিল ইংল্যান্ডের বৃহত্তম জয় ওডিআইতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়।
৪র্থ ওডিআই
২১ জুন ২০১৮
১৪:০০ (দিন/রাত) |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ক্রেগ ওভারটন (ইংল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।
৫ম ওডিআই
২৪ জুন ২০১৮
১১:০০ |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- স্যাম কারেন (ইংল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।
টি২০আই সিরিজ
একমাত্র টি২০আই
২৭ জুন ২০১৮
১৮:৩০ (দিন/রাত) |
ব
|
||
জস বাটলার ৬১ (৩০)
মিচেল সুইপসন ২/৩৭ (৪ ওভার) |
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মিচেল সুইপসন (অস্ট্রেলিয়া) তার টি২০আই অভিষেক হয়।
- জস বাটলার টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির (২২ বল)।
তথ্যসূত্র
বহিঃসংযোগ