২০১৯–২০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

২০১৯-২০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া
তারিখ ২১ ফেব্রুয়ারি – ৭ মার্চ ২০২০
অধিনায়ক কুইন্টন ডি কক অ্যারন ফিঞ্চ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হেইনরিখ ক্লাসেন (২৪২) মারনাস লাবুশেন (১৪৯)
সর্বাধিক উইকেট লুঙ্গি এনগিডি (৯) প্যাট কামিন্স (৪)
সিরিজ সেরা খেলোয়াড় হেইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান কুইন্টন ডি কক (৭৭) ডেভিড ওয়ার্নার (১২৮)
সর্বাধিক উইকেট লুঙ্গি এনগিডি (৫) অ্যাস্টন অ্যাগার (৮)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২০-এ অনুষ্ঠিত হয়। [][]

দলীয় সদস্য

ওডিআই টি২০আই
 দক্ষিণ আফ্রিকা  অস্ট্রেলিয়া  দক্ষিণ আফ্রিকা  অস্ট্রেলিয়া

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২১ ফেব্রুয়ারি ২০২০
১৮:০০ (রাত)
অস্ট্রেলিয়া 
১৯৬/৬ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৮৯ (১৪.৩ ওভার)
স্টিভ স্মিথ ৪৫ (৩২)
ডেল স্টেইন ২/৩১ (৪ ওভার)
তাব্রাইজ শামসী ২/৩১ (৪ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পাইট ফন বিলজোন (দক্ষিণ আফ্রিকা) তার টি২০আই অভিষেক হয়।
  • অ্যাস্টন অ্যাগার অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় বোলার হয়েছিলেন এবং সামগ্রিকভাবে ১৩তম হন টি২০আইতে হ্যাটট্রিক
  • অ্যাস্টন অ্যাগার (অস্ট্রেলিয়া) এছাড়াও তার প্রথম গ্রহণ পাঁচ-উইকেট প্রাপ্তি টি২০আইতে
  • এটি ছিল দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টিতে সর্বনিম্ন মোট।
  • রানের বিচারে এটি টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় পরাজয়।

২য় টি২০আই

২৩ ফেব্রুয়ারি ২০২০
১৪:৩০
দক্ষিণ আফ্রিকা 
১৫৮/৪ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৪৬/৬ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১২ রানে জয়ী
সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ
আম্পায়ার: বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও আল্লাহুদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২৬ ফেব্রুয়ারি ২০২০
১৮:০০ (রাত)
অস্ট্রেলিয়া 
১৯৩/৫ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৯৬ (১৫.৩ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২৯ ফেব্রুয়ারি ২০২০
১৩:৩০ (দিন/রাত)
দক্ষিণ আফ্রিকা 
২৯১/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২১৭ (৪৫.১ ওভার)
হেইনরিখ ক্লাসেন ১২৩* (১১৪)
প্যাট কামিন্স ৩/৪৫ (১০ ওভার)
স্টিভ স্মিথ ৭৬ (৯৪)
লুঙ্গি এনগিডি ৩/৩০ (৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে জয়ী
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)

২য় ওডিআই

৪ মার্চ ২০২০
১৩:৩০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৭১ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৭৪/৪ (৪৮.৩ ওভার)
ডার্সি শর্ট ৬৯ (৮৩)
লুঙ্গি এনগিডি ৬/৫৮ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
মাঙ্গুঙ্গ ওভাল, ব্লুমফন্টেইন
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও বঙ্গানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ও জ্যানেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • লুঙ্গি এনগিডি ওডিআইতে ৫০ উইকেট শিকারের ম্যাচের দিক থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম বোলার হয়েছেন (২৬)। ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
  • জ্যানেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেছিলেন।

৩য় ওডিআই

৭ মার্চ ২০২০
১০:০০
অস্ট্রেলিয়া 
২৫৪/৭ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৫৮/৪ (৪৫.৩ ওভার)
জেজে স্মাটস ৮৪ (৯৮)
জোশ হজলউড ২/৩৭ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পটচেফস্ট্রুম
আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেজে স্মাটস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ড্যারিন ডুপাভিলন (দক্ষিণ আফ্রিকা) তার ওডিআই অভিষেক হয়।
  • মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেছিলেন।

তথ্যসূত্র

  1. "CA-BCCI dispute shunts New Zealand's tour to late March"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯ 
  2. "Men's Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ