২০১৯–২০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
২০১৯-২০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ২১ ফেব্রুয়ারি – ৭ মার্চ ২০২০ | ||
অধিনায়ক | কুইন্টন ডি কক | অ্যারন ফিঞ্চ | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হেইনরিখ ক্লাসেন (২৪২) | মারনাস লাবুশেন (১৪৯) | |
সর্বাধিক উইকেট | লুঙ্গি এনগিডি (৯) | প্যাট কামিন্স (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হেইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুইন্টন ডি কক (৭৭) | ডেভিড ওয়ার্নার (১২৮) | |
সর্বাধিক উইকেট | লুঙ্গি এনগিডি (৫) | অ্যাস্টন অ্যাগার (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) |
অস্ট্রেলিয়া ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২০-এ অনুষ্ঠিত হয়। [১][২]
দলীয় সদস্য
ওডিআই | টি২০আই | ||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া |
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২১ ফেব্রুয়ারি ২০২০
১৮:০০ (রাত) |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাইট ফন বিলজোন (দক্ষিণ আফ্রিকা) তার টি২০আই অভিষেক হয়।
- অ্যাস্টন অ্যাগার অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় বোলার হয়েছিলেন এবং সামগ্রিকভাবে ১৩তম হন টি২০আইতে হ্যাটট্রিক।
- অ্যাস্টন অ্যাগার (অস্ট্রেলিয়া) এছাড়াও তার প্রথম গ্রহণ পাঁচ-উইকেট প্রাপ্তি টি২০আইতে।
- এটি ছিল দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টিতে সর্বনিম্ন মোট।
- রানের বিচারে এটি টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় পরাজয়।
২য় টি২০আই
২৩ ফেব্রুয়ারি ২০২০
১৪:৩০ |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২৯ ফেব্রুয়ারি ২০২০
১৩:৩০ (দিন/রাত) |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জ্যানেম্যান মালান ও কাইল ভেরেইন (দক্ষিণ আফ্রিকা) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ওডিআইতে তার ১০০তম উইকেট নিয়েছে।
- হেইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা) ওডিআইতে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন।
২য় ওডিআই
৪ মার্চ ২০২০
১৩:৩০ (দিন/রাত) |
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- লুঙ্গি এনগিডি ওডিআইতে ৫০ উইকেট শিকারের ম্যাচের দিক থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম বোলার হয়েছেন (২৬)। ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- জ্যানেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেছিলেন।
৩য় ওডিআই
৭ মার্চ ২০২০
১০:০০ |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ড্যারিন ডুপাভিলন (দক্ষিণ আফ্রিকা) তার ওডিআই অভিষেক হয়।
- মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেছিলেন।
তথ্যসূত্র
- ↑ "CA-BCCI dispute shunts New Zealand's tour to late March"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
- ↑ "Men's Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ