মূলত, ২০২০ সালের ১২ হতে ৩০শে জুন তারিখ পর্যন্ত এই গ্রুপের সকল ম্যাচ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৩] তবে ২০২০ সালের ১৭ই মার্চ তারিখে, দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল।[৪]
গ্রুপ এ-এর প্রথম স্থান অধিকারী দল (আর্জেন্টিনা) গ্রুপ বি-এর চতুর্থ স্থান অধিক দলের (ইকুয়েডর) মুখোমুখি হবে।
গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিকারী দল (উরুগুয়ে) গ্রুপ বি-এর তৃতীয় স্থান অধিক দলের (কলম্বিয়া) মুখোমুখি হবে।
গ্রুপ এ-এর তৃতীয় স্থান অধিকারী দল (প্যারাগুয়ে) গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিক দলের (পেরু) মুখোমুখি হবে।
গ্রুপ এ-এর চতুর্থ স্থান অধিকারী দল (চিলি) গ্রুপ বি-এর প্রথম স্থান অধিক দলের (ব্রাজিল) মুখোমুখি হবে।
ম্যাচ
এই আসরের মূল সময়সূচী এবং কিক-অফের সময় যথাক্রমে ২০১৯ সালের ৩রা ডিসেম্বর এবং ২০২০ সালের ৪ঠা মার্চ তারিখে ঘোষণা করা হয়েছিল।[৩][৬] পরবর্তীকালে ২০২১ সালের জন্য ২০২০ সালের ১৩ই আগস্ট তারিখে নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছিল।[১][৭]অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহারের পর, ২০২১ সালের ১৫ই মার্চ তারিখে নতুন এবং সংক্ষিপ্ত সময়সূচী ঘোষণা করা হয়েছিল।[৮][৯]
গ্রুপ এ-র নতুন সময়সূচীতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি ছিল চিলি এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের মাঠ কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়াম থেকে সান্তিয়াগো দেল এস্তেরোর উনিসো মাদ্রে দে সিউদাদ স্টেডিয়ামে স্থানান্তরিত হয়। এর ফলস্বরূপ, উনিসো মাদ্রে দে সিউদাদ স্টেডিয়াম দুটি ম্যাচ আয়োজন করেছে।[১০] অন্যদিকে, নতুন সময়সূচীর ফলে লা প্লাতার সিউদাদ দে লা প্লাতা স্টেডিয়ামে অনুষ্ঠিত সকল ম্যাচ বাতিল হয়েছিল। [১১]
নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় ব্রাজিল সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি-৩)। কুইয়াবা একটি ভিন্ন সময় অঞ্চলে অবস্থিত, এজন্য তাদের স্থানীয় সময়ও উল্লেখ করা হয়েছে।
গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[৫]
হলুদ কার্ড = ১ পয়েন্ট
দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = ৩ পয়েন্ট
সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট
একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৫ পয়েন্ট
উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।
↑ কখ"Designación de Árbitros"(পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১১ জুন ২০২১। ১৩ জুন ২০২১ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
↑ কখ"Designación de Árbitros"(পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১৫ জুন ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
↑ কখ"Designación de Árbitros"(পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ১৯ জুন ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১।
↑ কখ"Designación de Árbitros"(পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ২২ জুন ২০২১। ২৪ জুন ২০২১ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১।
↑ কখ"Designación de Árbitros"(পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। CONMEBOL। ২৬ জুন ২০২১। ২৬ জুন ২০২১ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২১।