২০২২–২৩ বাংলাদেশ নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
২০২২–২৩ বাংলাদেশ নারী ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
শ্রীলঙ্কা | বাংলাদেশ | ||
তারিখ | ২৯ এপ্রিল ২০২৩ – ১২ মে ২০২৩ | ||
অধিনায়ক | চামারি আতাপাত্তু | নিগার সুলতানা জ্যোতি | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | চামারি আতাপাত্তু (১১১) | নিগার সুলতানা জ্যোতি (৩৭) | |
সর্বাধিক উইকেট | ওশাদি রণসিংহে (৫) | নাহিদা আক্তার (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হর্ষিতা মাধবী (১২৫) | নিগার সুলতানা জ্যোতি (১১৩) | |
সর্বাধিক উইকেট |
উদেশিকা প্রবোধনী (৪) ইনোকা রণবীরা (৪) কাব্য কাভিন্দি (৪) | ফাহিমা খাতুন (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হর্ষিতা মাধবী (শ্রীলঙ্কা) |
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৩ সালের এপ্রিল ও মে মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[১][২] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩][৪] ২০২৩ সালের এপ্রিল মাসে সফরের সূচি ঘোষিত হয়।[৫]
ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে সিরিজের সূচিতে পরিবর্তন এনে সিরিজে অতিরিক্ত একটি ওডিআই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়, যার সাথে শেষ দুটি ওডিআই ম্যাচ সিংহল স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়।[৬] কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অতিরিক্ত ম্যাচ আয়োজনের অনুমতি না দেয়ায় নির্ধারিত সময়েই সমাপ্ত হয় সিরিজ, যেটিতে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী হয়।[৭] টি২০আই সিরিজে শ্রীলঙ্কা ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৮]
দলীয় সদস্য
![]() |
![]() |
---|---|
|
|
চোটের কারণে স্বর্ণা আক্তার সিরিজে অংশগ্রহণে অসমর্থ বলে গণ্য হওয়ায় তাঁর পরিবর্তে বাংলাদেশ দলে রুবিয়া হায়দারকে যোগ করা হয়।[১১]
প্রস্তুতিমূলক ম্যাচ
ব
|
![]() ৮৯ (৩৩.৪ ওভার) | |
সুলতানা খাতুন ৩২ (৬০)
মদুশিকা মেথতানন্দ ২/১৭ (৮ ওভার) |
উমেষা তিমাষিনী ২৪ (৩২)
ফাহিমা খাতুন ৪/২২ (৭.৪ ওভার) |
- শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- ইমেশা দুলানি, কাব্য কাভিন্দি (শ্রীলঙ্কা) ও সুলতানা খাতুন (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ১, বাংলাদেশ ১।
২য় ওডিআই
ব
|
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ১, বাংলাদেশ ১।
৩য় ওডিআই
ব
|
||
চামারি আতাপাত্তু ৬৪ (৬০)
সুলতানা খাতুন ১/২২ (৬ ওভার) |
নিগার সুলতানা জ্যোতি ৩৭ (৫১)
ওশাদি রণসিংহে ৫/৩৪ (৬ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৩০ ওভারে খেলা হয়।
- ওশাদি রণসিংহে (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১২]
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ২, বাংলাদেশ ০।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব
|
||
হর্ষিতা মাধবী ৪৫ (৪৪)
ফাহিমা খাতুন ২/২০ (৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কাব্য কাভিন্দি (শ্রীলঙ্কা), রুবিয়া হায়দার ও সুলতানা খাতুন (বাংলাদেশ)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- ↑ "Bangladesh Women's National Team Tour of Sri Lanka 2023"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩।
- ↑ "খুলনায় ভালো প্রস্তুতির ফায়দা শ্রীলঙ্কায় লুটতে চান ফারজানা"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩।
- ↑ "Schedule announced for Bangladesh Women's tour of Sri Lanka 2023"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩।
- ↑ "ইতিবাচক মানসিকতা নিয়ে শ্রীলঙ্কাকে হারাতে চান জাহানারা"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩।
- ↑ "Sri Lanka announce schedule for Bangladesh series"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩।
- ↑ "Sri Lanka-Bangladesh fixtures rescheduled due to rain"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩।
- ↑ "আইসিসির অনুমোদন পায়নি মেয়েদের ম্যাচ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৩।
- ↑ "Sri Lanka Women rout Bangladesh Women by 44 to clinch T20 series 2-1"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ "Sri Lanka Women's squad announced for ODI and T20I series against Bangladesh"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৩।
- ↑ "Bangladesh Women's Team Tour of Sri Lanka 2023"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৩।
- ↑ "Tigresses lose series after ICC scraps rescheduled ODI"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৩।
- ↑ "චමරි – හර්ෂිතා පිත්තෙන් වැඩ පෙන්වද්දී ඕෂධීගෙන් වාර්තාගත පන්දු යැවීමක්!"। দ্যপাপারে (সিংহল ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩।